জহর সরকারের আসনে প্রার্থী ঋতব্রত

রাজ্যসভার উপনির্বাচন আসন্ন। তার আগে এই আসনের জন্যও প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে ঘাসফুল শিবির। এদিন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে একথা জানানো হয় তৃণমূলের তরফ থেকে। এই পোস্টে লেখা হয়, “আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে। ওঁকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলে যাবেন।” তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “ঋতব্রত এই মর্যাদা পাওয়ার যোগ্য। রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করা এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। সময় লাগতে পারে, কিন্তু পরিশ্রমের দাম সবসময়েই পাওয়া যায়।” প্রসঙ্গত, আরজি করের ঘটনার প্রতিবাদে গত সেপ্টেম্বর মাসে রাজ্যসভার সদস্যের পদ থেকে ইস্তফা দেন জহর সরকার। একইসঙ্গে তিনি রাজনীতি ছাড়ার কথাও ঘোষণা করে দেন। তিলোত্তমার বিচারের দাবিতে যখন উত্তাল ছিল বাংলা, সেই আবহে জহর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে পদত্যাগের কথা জানান। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, “গত এক মাস ধৈর্য ধরে আরজি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি, আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে।”

শীত কবে আসছে?

ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ইতিমধ্যেই গুটি গুটি পায়ে আসতে শুরু করেছে শীত। ভোরের দিকে তাপমাত্রা বেশ নীচের দিকেই থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। রাতের দিকে আবার শীত অনুভূত করা যাচ্ছে। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। তবে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। সপ্তাহান্তে শীতের আমেজ বাড়বে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানানো হয়েছে। কলকাতায় (Kolkata) শীতের আমেজে সাময়িক বিরতি হতে পারে। সোমবার বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) উপরের দিকের আরও তিন জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু’ এক জায়গায়। আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে থাকবে রবিবার ও সোমবার। সোমবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।