কেমন থাকবে আগামী কয়েক দিনের আবহাওয়া?

ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ইতিমধ্যেই গুটি গুটি পায়ে আসতে শুরু করেছে শীত। ভোরের দিকে তাপমাত্রা বেশ নীচের দিকেই থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। রাতের দিকে আবার শীত অনুভূত করা যাচ্ছে। নিম্নচাপের প্রভাবের কারণে কদিন যাবত শীত দোরগোড়ায় এসে আটকে থাকেও এবার নিম্নচাপ অক্ষরেখা কেটে গেছে, তাই এবার দক্ষিণের জেলাগুলিতে সপ্তাহান্তে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সকালের দিকে কুয়াশার দাপটও লক্ষ করা যাবে জেলায় জেলায়। উত্তরবঙ্গেও ইতিমধ্যেই স্বাভাবিকের নীচে তাপমাত্রা। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা আগামী ৪ থেকে ৫ দিনে কমবে বলেই জানা যাচ্ছে। তবে আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। নেই বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই তা জানানও হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। যার জেরে এবার জাঁকিয়ে শীত অনুভূত করতে চলেছেন পশ্চিমবঙ্গের মানুষ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি রয়েছে কুয়াশার দাপট। গত কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই কমেছে। জানা যাচ্ছে কাল থেকেই শুরু হবে পারদ পতন। যার জেরে বোঝাই যাচ্ছে, এবার ধিরে ধিরে জাঁকিয়ে শীত অনুভূত হতে চলেছে।
পুষ্পা-২ তেই থেমে থাকবে না, আসবে সিক্যুয়ালও

অবশেষে প্রহর গোনা শেষ। বড়পর্দায় এল পুষ্পা-২ (Pushpa 2)। দর্শকমহলে উচ্ছ্বাস তুঙ্গে। অল্লু অর্জুন আরও একবার তাঁর আইকনিক চরিত্র পুষ্পা রাজের ভূমিকায় ফিরছেন। ট্রেলার মুক্তি পাওয়ার পর বোঝা গিয়েছিল ছবির ঝাঁঝ। ট্রেলার মুক্তির মাত্র ১৫ ঘণ্টার মাথাতেই ভিউজ ছড়িয়েছিল ৪০ মিলিয়ন। মুক্তির আগেই হিট ‘পুষ্পা ২’! ছবি মুক্তির আবহে বড় খবর। পুষ্পা-২ তেই থেমে থাকবে না রথ। আসছে ছবির তৃতীয় সিকুয়েল এবার সেই খবরেই সিলমোহর দিলেন নির্মাতারা। শোনা যাচ্ছে, ‘পুষ্পা ৩’-এর চমক হয়ে আসছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা। আসন্ন ছবিতে নাকি খলনায়কের চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি।
প্রথম একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার, কী পরিবর্তন হল?

শুক্রবার অ্যাডিলেডের মাঠে শুরু বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ হবে দিন-রাতের, খেলা হবে গোলাপি বলে। সাধারণত, টসের সময় দুই দলের অধিনায়ক তাঁদের প্রথম একাদশ ঘোষণা করেন। কিন্তু অস্ট্রেলিয়া (Australia) প্রথম এগারো জানিয়ে দিল বৃহস্পতিবারই। দলে একটাই পরিবর্তন হয়েছে, ডানহাতি পেসার জশ হ্যাজলউডের (Josh Hazlewood) জায়গায় এসেছেন আর এক ডানহাতি পেসার স্কট বোল্যান্ড (Scott Boland)। টেস্ট শুরুর আগের দিন বোল্যান্ডের প্রশংসা করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি বলেন, “অ্যাডিলেডের উইকেটে বল করতে সুবিধা হবে স্কটির। আগের বারেও তৈরি ছিল কিন্তু কোনও ম্যাচে সুযোগ পায়নি। ও খেলেনি তাও অনেক দিন হয়ে গেল। দু’দিন আগে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে ভাল বল করেছে। ওর নিজেরও প্রস্তুতি ভাল হয়েছে। ও দলে ফেরায় আমরা সকলেই খুশি। অধিনায়ক হিসাবে স্কটির মতো বোলারকে আমি সব সময়ে দলে চাই।” কামিন্স বললেন বটে, তবে প্রস্তুতি ম্যাচে কোনও উইকেট পাননি বোল্যান্ড। অন্যদিকে হ্যাজলউডের না খেলা নিয়েও চলছে জল্পনা। অজি দলের তরফে বলা হয়েছে তাঁর পেশিতে চোট। তবে জল্পনা ছড়িয়েছে, চোট নয়, দলের মধ্যে মনোমালিন্যের জেরে বাদ পড়েছেন ডানহাতি পেসার। অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশ: নাথান ম্যাকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।
গাজা-লেবাননে ইজরায়েলি হানা

নামেই যুদ্ধবিরতি। ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমার নাম নেই। ফের গাজায় ড্রোন হামলা চালাল ইজরায়েল। শব্দ শুনে ক্যাম্প বা শরণার্থী শিবির থেকে বেরিয়ে এলেই ধেয়ে আসবে মৃত্যুবানের মতো গুলি। এমনটাই দাবি গাজার সংবাদমাধ্যমে আল জাজিরার। এক বছর পেরিয়ে যাওয়ার পরও থামেনি রক্তক্ষয়ী যুদ্ধ। হামাস নিধনে হামলা জারি রেখেছে ইজরায়েল। এই মুহূর্তে গাজায় মৃতের সংখ্যা পেরিয়েছে ৪৪ হাজার। মৃতের তালিকায় রয়েছে শিশুরাও। সূত্রের খবর, গাজায় একটি বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। ড্রোনগুলির নাম ‘কোয়াডকপ্টার’। রিমোট দ্বারা পরিচালিত। সাধারণত নজরদারি চালাতে, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে টার্গেট করতে অথবা ছত্রভঙ্গ করার কাজে এর ব্যবহার করে ইজরায়েলি সেনা। এ প্রসঙ্গে মাহা হুসেইনি নামক এক সংবাদকর্মী বলছেন, কৃত্রিম আওয়াজ করে প্যালেস্টাইনিদের বাড়ি থেকে বের করে আনে ইজরায়েলি সেনারা। তারপর তাঁদের উপর হামলা চালানো হয়ে চলেছে। যদিও এখনও পর্যন্ত ইজরায়েলি সেনার তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি।