ভূমিকম্পে কেঁপে উঠল তেলঙ্গানা

শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। আজ বুধবার কম্পন অনুভূত হয়েছে তেলঙ্গানা, হায়দরাবাদ(Hyderabad) সহ অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায়। তেলঙ্গানার মুলুগুতে ভূমিকম্প আঘাত হানার পর পার্শ্ববর্তী রাজ্য মহারাষ্ট্রের নাগপুর, গাদচিরোলি এবং চন্দ্রপুর জেলায় কম্পন অনুভূত হয়। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, চন্দ্রপুরে শহরের কিছু অংশ, বল্লারপুর এবং তেলঙ্গানা সীমান্ত সংলগ্ন তহসিলগুলিতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। চন্দ্রপুরের কালেক্টর বিনয় গৌড়া বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আবেদন সহ সতর্ক থাকতে বলেছেন। ফের কম্পন অনুভূত হলে বাড়ির বাইরে খোলা জায়গায় চলে আসার নির্দেশ দেন। আইএমডি কর্মকর্তাদের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে হালকা কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী আজ বুধবার সকাল ৭.২৭ মিনিটে তেলঙ্গানার মুলুগু জেলায় কম্পন হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। কম্পনের উৎসস্থল ছিল ১৮.৪৪ ডিগ্রি উত্তর এবং ৮০.২৪ ডিগ্রি পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪০ কিলোমিটার অন্দরে। তবে কম্পনের কারণে তীব্র আতঙ্ক ছড়িয়েচে মুলুগু জেলায়। কম্পনটি ছ’-সাত সেকেন্ড স্থায়ী হয়েছিল। আতঙ্কে মানুষ ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। সিসিটিভি ফুটেজে রাস্তার ধারের বিভিন্ন দোকানের ফ্যান ও জানলা কেঁপে ওঠার দৃশ্য দেখা গেছে।
‘ক্লোজড ডোর’ অনুশীলন করবে ভারত!

অস্ট্রেলিয়া সফরে অনুশীলনে দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দিল ভারতীয় দল (Team India)। পার্থ টেস্টের (Perth Test) আগে আগে এ নিয়ে জল্পনা উঠেছিল। কিন্তু ভারতীয় দল জানিয়ে দেয়, দর্শক এবং সংবাদমাধ্যমের জন্য অনুশীলনে অবারিত দ্বার। অ্যাডিলেডেও রোহিত শর্মাদের (Rohit Sharma) প্র্যাকটিস দেখতে ভিড় করেছিলেন অনেকেই। কিন্তু তাঁদেরই উৎপাতে ‘ওপেন প্র্যাকটিস’ বন্ধ করতে বাধ্য হল ভারত। গোটা সিরিজেই এই নিয়ম চলবে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ৩ ডিসেম্বর (মঙ্গলবার) ক্যানবেরা থেকে অ্যাডিলেডে পা দিয়েছিল টিম ইন্ডিয়া। বুধবার বিরাট কোহলিদের (Virat Kohli) প্র্যাকটিস দেখতে হাজির হয়েছিলেন পাঁচ হাজারের বেশি মানুষ। অনুশীলন চলাকালীন তাঁরা অনবরত কথাবার্তা বলে গিয়েছেন, তাতে অসুবিধা তো হয়েছেই, সেই সঙ্গে ছিল লাগাতার সেলফির আবদার। ফলে টিম ম্যানেজমেন্ট ‘ক্লোজড ডোর’ অনুশীলন ছাড়া আর কোনও উপায় দেখেনি। ওই অজি সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় দল এ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছে। এখনও দর্শকদের সঙ্গে ক্রিকেটারদের কোনও বাদানুবাদ হয়নি, তবে টিম ম্যানেজমেন্ট জানে, যে কোনও সময় বিপত্তি ঘটতে পারে। তাই আগে থাকতেই এই সিদ্ধান্ত। এদিকে অস্ট্রেলিয়া তাদের অনুশীলন খোলাই রেখেছে। তবে ভারতীয় দলের ‘ফ্যানবেস’ যা তার ধারেকাছেও তাদের নেই। ২০২৩ ওডিআই বিশ্বকাপ জিতে ফেরার পরেও প্যাট কামিন্সদের (Pat Cummins) নিয়ে কোনওরকম উত্তেজনা দেখা যায়নি।
তৈরি হল তৃণমূল বিধায়কদের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ

মুখ্যমন্ত্রীর নির্দেশের ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যের বিধায়কদের নিয়ে তৈরি হল হোয়াটসঅ্যাপ গ্রুপ। ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বারস’ নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখা হয়েছে তৃণমূলের ২২৫ জন বিধায়ককে। গ্রুপের এডমিন করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তবে গ্রুপ পরিচালনার দায়িত্বে অরূপ বিশ্বাসের পাশাপাশি থাকছেন ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়। এখন থেকে বিধায়কদের সমস্ত অভিযোগ, ক্ষোভ, দুঃখ, অভিমান সবই জানাতে হবে এই গ্রুপে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধায়কদের কিছু জানাতে চান, তিনিও এই গ্রুপেই জানাবেন বলে খবর। দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম ধাপ হিসেবেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। কারণ দু’দিন আগেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, কোনও সমীক্ষক সংস্থার কাছে দলের অন্দরের কোনও বিষয় নিয়ে মুখ খোলা যাবে না। সোমবার বিধানসভায় পারিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এমন কোনও মন্তব্য প্রকাশ্যে করবেন না, যাতে দলকে অস্বস্তিতে পড়তে হয়। বিধায়কদের কারও কিছু বলার থাকলে ওখানে বলে দেবে। আমি ঠিক জানতে পেরে যাব। আমার কিছু বলার থাকলে ওখানেই সেটা বলে দেওয়া হবে। আজ কেউ মন্ত্রী, কাল বিধায়ক। ওসব নিয়ে ভাববেন না। মানুষের কাজ করুন।” তিনি এদিনের বৈঠকে কড়া ভাষায় এও বলেন, “মানুষের কাজ করুন শৃঙ্খলা মানতে হবে সবাইকেই। সেটা না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর শোকজ করা হবে।”