ডিসেম্বরেও নামছে না পারদ! কী হবে?

শুরু হয়েছে ডিসেম্বর। কিন্তু বঙ্গে এখনও সেভাবে শীতের দেখা নেই। পারদ কিছুটা কমলেও হাড়কাঁপানো ঠান্ডা পড়েনি কোথাও। তবে শুধুমাত্র বাংলা নয়, দেশের অধিকাংশ রাজ্যেই পরিস্থিতি একইরকম। ভারতের আবহাওয়া বিভাগের মতে, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত হাড়কাঁপানো শীত পড়ার সম্ভাবনা কম। সোমবার আইএমডি জানিয়েছে, এই সময়কালে স্বাভাবিকের চেয়ে উষ্ণ থাকতে পারে দেশের অধিকাংশ রাজ্য। সেই কারণে শৈত্যপ্রবাহের দাপট এবার কম থাকতে পারে। আইএমডি এও জানিয়েছে, ১৯০১ সালের পর ২০২৪ সালের নভেম্বর মাস এতটা উষ্ণ ছিল। উত্তর-পশ্চিম ভারতে এটি ছিল উষ্ণতম নভেম্বর। চলতি বছর অক্টোবর মাসও ছিল বিগত ১২৩ বছরের মধ্যে উষ্ণতম। সাধারণত উত্তর-পশ্চিম, মধ্য, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে শীতকালে ৫ থেকে ৬ দিন প্রবল শৈত্যপ্রবাহ চলে। তবে এ বছর ২ থেকে ৪ দিন কম শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছেন আইএমডি-র ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র। এর নেপথ্যে জলবায়ু পরিবর্তনকে পরোক্ষভাবে দায়ী করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। চলতি বছর অক্টোবরে উত্তর-পশ্চিম ভারতে ৭৭.২ শতাংশ এবং নভেম্বর মাসে ৭৯.৯ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। শুষ্ক আবহাওয়ার কারণে শীতের তীব্রতা হ্রাস পেতে পারে। টানা চার মাস ধরে তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি এবং শুষ্ক আবহাওয়া স্পষ্টতই জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ইঙ্গিত করছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিবর্তন কৃষি ও পরিবেশে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এখন এই পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতি কীভাবে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে, সেটাই দেখার বিষয়।

তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি!

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি এল। টুরিজিম বিভাগের কাছে এই হুমকি মেল আসে। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন টুরিজিম বিভাগ। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে তাজমহলের নিরাপত্তা। ইমেল মারফত এই হুমকি ইমেল আসে টুরিজিম বিভাগের কাছে। আজ হঠাৎই হুমকি ইমেল আসে। যার জেরে বোমাতঙ্ক ছড়ায় তাজমহল জুড়ে। প্রত্যেকদিনের মত আজও তাজমহল চত্বর জুড়ে ভিড় করেন পর্যটকেরা। আর তারই মধ্যেই উত্তরপ্রদেশ পর্যটন দফতরের ইমেলে একটি তাজমহল বোমা মেড়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। তড়িঘড়ি সিআইএসএফের পক্ষ থেকে নাকা চেকিং শুরু হয় তাজমহল জুড়ে। তদন্তের জন্য আনা হয় কুকুরও। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই হুমকি মেল আসতে দেখা যায় বিভিন্ন স্কুল-কলেজ থেকে শুরু করে হাসপাতাল। আর এবার হুমকি মেল এল ভারতের বহুল প্রচলিত পর্যটন কেন্দ্র তাজমহলে। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, যেভাবে বিগত কয়েক মাস ধরে বোমাতঙ্কের হুমকি মেল আসতে দেখা যায়, ঠিক তেমনভাবেই এবারও অনুমান করা হচ্ছে ভুয়ো হুমকি কল আসে তাজমহল উড়িয়ে দেওয়ার। কিন্তু এবার প্রশ্ন উঠছে কোন দল বারবার বোমাতঙ্কের হুমকি দিচ্ছে? তদন্তকারী দলের পক্ষ থেকে জানানও হয় শুধুমাত্র হুমকি সৃষ্টি করার জন্যই এই মেল করা হয়েছিল।

অস্কার দৌড়ে শামিল ইমনের বাংলা গান

২০২৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য এই মুহূর্তে চলছে ঝাড়াই-বাছাই। সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই রয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। সেই অর্থে এই প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়। এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা। উল্লেখ্য, জানা গিয়েছে, বিচারক দলের সদস্যরা ১৫ টি গান ও ২০টি সুরের জন্য ভোট দিতে পারেন। প্রথম পর্বের ঝাড়াই বাছাই শুরু হবে আগামী সপ্তাহে। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক ভোট। সেখানে সফল হতে পারলে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশ পাবে আগামী ১৭ ডিসেম্বর।

হাওড়া শাখায় বাতিল একাধিক দূরপাল্লা সহ লোকাল ট্রেন

লাইন মেরামতি ও সংস্কারের কাজ, সঙ্গে দোসর হয়েছে কুয়াশা। যার জেরে হাওড়া শাখায় বাতিল একাধিক দূরপাল্লা সহ লোকাল টেন। যাত্রী ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। সেইসঙ্গে যারা দূরপাল্লার ট্রেনে টিকিট কেটেছেন তাঁদের কপালে চিন্তার ভাঁজ। রেল বিবৃতিতে জানিয়েছে, শীতের সকাল ঘন কুয়াশা থাকছে। ফলে ট্রেন চলাচলে খুব স্বাভাবিকভাবে সমস্যা দেখা দেয়। যাত্রী সুরক্ষাই প্রধান অগ্রাধিকার। যার কারণে বাতিল  গয়া–কামাক্ষা সাপ্তাহিক এক্সপ্রেস (১৫৬১৯), নিউ দিল্লি–মালদা টাউন এক্সপ্রেস (১৪০০৪), মালদা টাউন–নিউ দিল্লি (১৪০০৩)। হাওড়া–দেরাদুন কুম্ভ এক্সপ্রেস (১২৩২৭ ), দেরাদুন–হাওড়া উপাসনা এক্সপ্রেস (১২৩২৮), ঝাঁসি–কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৮), কলকাতা–ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৭), কামাক্ষা–গয়া সাপ্তাহিক এক্সপ্রেস (১৫৬২০)। আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা–হাওড়া চম্বল এক্সপ্রেস (১২১৭৮) ও হাওড়া চম্বল–মথুরা এক্সপ্রেস (১২১৭৭)। ৩ ডিসেম্বর থেকে কয়েকদিন এই ট্রেনগুলো চলবে না বলে জানিয়েছে রেল। অন্যদিকে লাইন মেরারমতি ও রেল সেতু সংস্কারের জন্য শনিবার থেকে হাওড়া শাখার তিনটি রুটে বেশ কয়েকটি লোকাল বাতিল থাকবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর–লালগোলা– এই তিনটি রুটের একাধিক ট্রেন বন্ধ থাকবে।