কেন্দ্রের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আবেদন মমতার

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্য়াতন নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রতিবেশী দেশের বিষয়। যা বলবে কেন্দ্র সরকার। তবে একইসঙ্গে এবার মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে (Bangladesh) শান্তি সেনা পাঠানোর (Peace Keeping Force) জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিলেন তিনি। উল্লেখ্য, নয়ের দশকের শুরুতে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় শান্তিসেনা পাঠিয়েছিল ভারত। তবে তার প্রেক্ষিত আলাদা ছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। ভৌগলিক, সামরিক সহ সব দিক দিয়েই বাংলাদেশের পরিস্থিতি ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে সীমানা, ভাষা, সংস্কৃতির সংযোগ থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোমবার শান্তিসেনা পাঠানোর দাবি তুললেন বিধানসভায়। অবশ্য জানা গিয়েছে, এক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের কাছে কেন্দ্রীয় সরকারকে দরবার করতে বলা হয়েছে যাতে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয়। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, একটা বিষয় নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। বাংলাদেশে যে ঘটনা ঘটছে। এটা কেন্দ্রের বিষয়। কিছু দিন আগে ৭৯ জন ম়ৎস্যজীবিকে বাংলাদেশের জেলে নিয়ে যাওয়া হয়েছে। ভারত সরকারকে জানিয়েছি। আমরা আইনজীবী দিয়েছি। আজও তারা ছাড়া পায়নি। আজ অনেকের পরিবার আছে ওপারে। অফিসিয়াল পাসপোর্ট হোল্ডার। তৃণমূলের নীতি আন্তজার্তিক স্তরের বিষয় কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী চলে। ধর্ম, বর্ণ যদি অত্যচারিত হয় তা নিন্দনীয়। আমাদের পরিবার যাতে অত্যাচারিত না হয় তা কেন্দ্রীয় সরকার দেখুক। এরকম যদি চলতে থাকে আমরা চাই লোকসভায় অধিবেশনে কেন্দ্রীয় সরকার (প্রধানমন্ত্রী না হলে বিদেশমন্ত্রী) বিবৃতি দিক। আমরা আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই। আমাদের থাকা খাওয়ার অসুবিধা হবে না। আমাদের ভাষা, সংস্কৃতি এক। বাংলায় কথা বলাটা অপরাধ নয়। দিল্লিতে বা়ংলায় কথা বললে অনেক সময় হেনস্তা হতে হয়।

কলকাতার নতুন অধিনায়ক রাহানে?

আইপিএল ২০২৫-এর (IPL 2025) নিলাম সম্পন্ন হওয়ার পরেই যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হল কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক কে হবেন? এতদিন ফেভারিট হিসেবে ভাবা হচ্ছিল ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)। কিন্তু সোমবার সকাল থেকে তিনি আর ফেভারিট নন, বরং যে নাম উঠে আসছে তা হল অজিঙ্ক্য রাহানে (Ajinkya Rahane)। শোনা যাচ্ছে আগামী বছর আইপিএলে নাইট শিবিরের সেনাপতি তিনিই হবেন। আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনার পর তাঁকেই নেতা হিসেবে ভাবছিলেন কেকেআর সমর্থকরা। কিন্তু এদিন এক সূত্র জানিয়েছে, রাহানের অধিনায়ক হওয়া ৯০ শতাংশ নিশ্চিত। এই কারণেই তাঁকে ১.৫ কোটি টাকা খরচ করে দলে ভিড়িয়েছে কেকেআর। বর্তমানে বিলুপ্ত রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে অধিনায়কত্বে হাতেখড়ি হয়েছিল রাহানের। এরপর দুই মরসুমে রাজস্থান রয়্যালসের (RR) নেতৃত্ব দেন তিনি। যদিও অধিনায়ক হিসেবে আইপিএলে তাঁর রেকর্ড ভালো নয়। তবে রাহানের অভিজ্ঞতার ঝুলি যে সমৃদ্ধ তা নিয়ে সন্দেহ নেই। তিনি টি২০-র উপযোগী ব্যাটার কি না তা নিয়ে এক সময় সন্দেহ ছিল, কিন্তু এম এস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে নিজেকে প্রমাণ করেছেন। সম্ভবত সেই কথা মাথায় রেখেই বেস প্রাইসে তাঁকে কিনেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত কে অধিনায়ক হয় সেদিকে নজর থাকবে।

শীতে পথের কাঁটা ঘূর্ণিঝড়?

নভেম্বরের শেষটা বেশ ভালোই ছিল, বঙ্গবাসী মেঘ না চাইতেই বৃষ্টির মতো শীতের (Winter) আমেজ উপভোগ করছিল। গায়ে হুডি, শাল, সোয়েটার চাপিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল প্রায় কম বেশি সকলেই। ভাবটা এমন যে,বাঁচা গেছে সেই কাঁদিয়ে দেওয়া গরম টা গেছে এবার বেশ ভালোই শীত উপভোগ করা যাবে। কিন্তু পথে বাধা হয়ে দাঁড়াল বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ফেনজল (Cyclone Fenjol)। ফলে থমকে শীত।  যদিও তার দূরত্ব বঙ্গ উপকুল থেকে এতটাই দূরে ছিল যে পরোক্ষ প্রভাব পড়ার কথা থাকলেও সেভাবে পড়েনি। মাঝ খান থেকে শীতের আমেজটা উবে গেছে। বেশ কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর বলছে চলতি সপ্তাহের পুরোটাই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী চার-পাঁচ দিন দু-এক ডিগ্রি তাপমাত্রায় হেরফের হতে পারে তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই । তবে আশার বাণী এটাই যে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ পতন একটু বেশি হতে পারে। ফলে থমকে যাওয়া শীতের স্পেল নতুন উদ্যোমে ব্যাটিং শুরু করবে। আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। এই ঠান্ডার হাওয়ার পেছনে ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গের বাতাসে ঢুকে পড়া প্রচুর জলীয় বাষ্প এসেছে। ফলে আপাতত শুষ্ক আবহাওয়ায় শীত প্রবেশের শুরু বলে ধরে নেওয়া হচ্ছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ার সেভাবে সম্ভাবনা নেই। তবে কুয়াশা দেখা দেবে পাহাড় ও সমতলে। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে ।

অভিনয় থেকে কি অবসর নিচ্ছেন বিক্রান্ত মাসে?

ফিল্মি কেরিয়ারের মধ্যগগনে তিনি। ইতিমধ্যেই পেয়েছেন জাতীয় পুরস্কারও। তাঁর অভিনীত ১২থ ফেল মুভির দ্বারা দর্শকদের কাঁদিয়ে তুলিয়েছিলেন তিনি। কিন্তু এবার কী তিনি অবসর ঘোষণা করতে চলেছেন বলি ইন্ডাস্ট্রি থেকে? এই জল্পনাই শুরু হয়েছে নেট দুনিয়ায়। বয়স মাত্র ৩৭। ইতিমধ্যেই তাঁর অভিনয়ের দক্ষতার জন্য তিনি অর্জন করেছেন জাতীয় পুরস্কার। তার বহুল জনপ্রিয় ছবি ‘ ১২ ফেল ‘, যা দর্শকদের কাঁদিয়ে তুলেছিল। আর এরই মধ্যে অভিনেতা বিক্রান্ত মাসে ঘোষণা করলেন তিনি অবসর নিতে চলেছেন সিনেমা জগত থেকে। গতকাল মধ্যরাত তিনটে নাগাদ, নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি।  তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব।’ এ থেকে অভিনেতা স্পষ্টত জানিয়ে দিয়েছেন, ২০২৫ সালে তার একটি মুভি আসতে চলেছে, আর তারপরে অভিনয় জগত থেকে অবসর নিতে চলেছেন তিনি। কিন্তু কেন? এই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে জল্পনা। বিক্রান্ত মাসে উল্লেখ করেছেন, এবার সময় হয়েছে ভালো বাবা , ভালো স্বামী, এবং নিজের অভিনয়ের উপর আরও দক্ষতা আনার জন্য তিনি অবসর ঘোষণা করছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে জল্পনা শুরু হয়েছে তিনি যোগ দিতে চলেছেন রাজনীতিতে।   View this post on Instagram   A post shared by Vikrant Massey (@vikrantmassey)