হলং বনবাংলোর নয়া নকশা জমা পড়ল নবান্নে

কয়েক মাস আগেই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। বন দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় দ্রুত সেই  বনবাংলো তৈরি করে দেওয়া হবে। ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে আলিপুরদুয়ারের হলং বনবাংলো নতুন নকশা জমা করা হল নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে। বন দফতর সূত্রে জানানও হয়েছে, হলং বনবাংলো নতুন চারটি নকশা জমা করা হয়েছে নবান্নে। তার মধ্যে যেই নকশায় অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী, সেই নকশা অনুযায়ী গড়া হবে নতুন হলং বনবাংলো। উল্লেখ্য, বাম জামানায় তৈরি করা হয়েছিল আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। বনের অন্দরে নির্মিত যে কোনও সরকারি অফিস বা বাংলোর নির্মাণের দায়িত্বে থাকত পর্যটন দফতরের হাতে। কিন্তু হলং বনবাংলো যখন পুড়ে ছাই হয়ে যায় তখন প্রথমে প্রশাসনের পক্ষ থেকে প্রথম দায়িত্ব নেওয়া হয় নতুন ভাবে হলং বনবাংলো নির্মানের কাজের। তারপর প্রশাসনের পক্ষ থেকে জানানও হয় বনের কোর এলাকায় যে কোনও নির্মাণের দায়িত্ব থাকবে বন দফতরের হাতেই। আর তারপরই নতুন বনবাংলো তৈরির নকশা বন দফতরের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরে।

বিধানসভা নির্বাচনে একক লড়াইয়ের সিদ্ধান্ত কেজরিওয়ালের

দিল্লি বিধানসভা নির্বাচনে একক লড়াই করবে আম আদমি পার্টি (আপ)। আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল রবিবার বলেন, দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে দল এককভাবে লড়াই করবে। আগামী বছরের শুরুতেই দিল্লি বিধানসভা নির্বাচন। দিন যত এগিয়ে আসছে রাজধানীতে একের পর এক নেতার দলবদলের ঘটনা ঘটছে। তারই মধ্যে রবিবার কেজরিওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। গত লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোট করেছিল আপ। কিন্তু, দিল্লিতে সব কটি আসনেই হার হয়েছে তাদের। সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ আসনের ভাগ্য নির্ধারণ হবে। ইতিমধ্যে আপ প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যার মধ্যে ছয়জন নেতা যাঁরা বিজেপি এবং কংগ্রেস থেকে আপে যোগ দেন। কেজরিওয়ালের এই ঘোষণা ইন্ডিয়া জোটের কাছে ধাক্কা বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি মহারাষ্ট্র নির্বাচনে ইন্ডিয়া জোট বড় ধাক্কা খেয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচন হতে পারে।

হলুদ ট্যাক্সিতে কলকাতা ভ্রমণ দিলজিতের

শনিবার ছিল দিলজিতের প্রথম কলকাতায় অনুষ্ঠান। দেশের একাধিক জায়গায় শো করেছেন। দিল্লি, হায়দ্রাবাদ, পুনে, গুজরাতের পর এ বার তিনি হাজির হয়েছেন কলকাতায়। আজ শনিবার ৩০ নভেম্বর, কলকাতায় শো করবেন দিলজিৎ। কনসার্টের আগের দিন অর্থাৎ শুক্রবার কলকাতায় পা রেখেছেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। শহরে পা রেখে হলুদ ট্যাক্সি চেপে ঘুরে দেখলেন কলকাতার আইকনিক স্থান। ঘুরতে ঘুরতে শুনলেন ‘আমি শুনেছি সেদিন তুমি…’। শহরে এসে দিলজিতের সকাল শুরু হল হাওড়ার মল্লিকঘাটের ফুলের বাজার দিয়ে। সেখানে ঘুরে দেখেন তিনি। সেখানে গিয়ে তিনি কথা বলেন ফুল বিক্রেতাদের সঙ্গে। তাকে দেখা গিয়েছে নিজেই ফুল বিক্রেতার হাতে তুলে দিলেন গোলাপ। এরপর পায়ে হেঁটে ঘুরে দেখলেন হাওড়া ব্রিজ। তাঁকে বেশ কিছুক্ষণ বসে থাকতে দেখা যায় জগন্নাথ ঘাটে। হলুদ ট্যাক্সি চেপে দক্ষিণেশ্বরে যান তিনি। তাঁর মন ভালো কলা রিল মিলিয়ে দিয়েছে দুপ্রজন্মের সঙ্গীতকে। তাঁর শেয়ার করা ভিডিওয় শোনা গিয়েছে মৌসুমী ভৌমিকের গান, ‘বলো নেবে তো আমায়…’। দিলজিতের ভিডিও এই বাংলা গান মন কেড়েছে বাঙালি দর্শকদের। তাঁর ভিডিও ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কলকাতায় প্রথমবার পা রেখেই দিলজিৎ জিতে নিলেন দর্শকদের মন।   View this post on Instagram   A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

বাংলায় আবহাওয়ার আপডেট

শীতের কালকাতায় আচমকা বৃষ্টির দাপট। দক্ষিণ ভারতে হানা দিয়েছে ‘ফেনজল’। যার প্রকোপে ভাসছে তামিলনাড়ু। শনিবার কলকাতা সহ পার্শ্ববর্তি অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে ঠকঠকিয়ে কাঁপছে শহর। যদিও শনিবারের তুলনায় রবিবার খানিক আবহাওয়া বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারও বৃষ্টি হতে পারে। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভবনা? হাওয়া অফিস সূত্রে খবর, আজ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বাদে বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা। রবিবার দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবে না। রাতের দিকেও তাপমাত্রার পারদ খুব একটা নামবে না।