এবার ‘সেবাশ্রয়’ কর্মসূচির ঘোষণা অভিষেকের

শনিবার আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে ‘সমন্বয়’ বৈঠক ডাকলেন অভিষেক। ‘স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের অভূতপূর্ব সাড়া মিলেছে। সেখানেই উপস্থিত হয়েছেন হাজারের বেশি চিকিৎসক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মডার্ন মেডিসিন, আয়ুর্বেদ বিভাগ, সহ বিভিন্ন বিভাগের হাজার চিকিৎসকের সভায় যোগদান করেছেন। এই সভা থেকে নিজের সংসদীয় এলাকায় ‘সেবা শ্রয়’ (Abhishek Announce Sebasray New Campaign) কর্মসূচীর ঘোষণা করলেন অভিষেক। আগামী ২ জানুয়ারি থেকে ৭৫ দিনের চিকিৎসা পরিষেবা অর্থাৎ ‘সেবাশ্রয়’-র সূচনা করেন তিনি। এদিনের বৈঠক থেকে অভিষেক বলেন, কলকাতায় ৫ হাজার চিকিৎসককে নিয়ে কনভেনশন করব’। পাশাপাশি ডাক্তারদের জন্য ‘এক ডাকে অভিষেক’ প্রকল্পের ঘোষণা করে ফোন নম্বর দেন অভিষেক। নতুন বছর থেকে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় চিকিৎসা শিবির চলবে। এক একটি বিধানসভায় ১০ ধরে চলবে ক্যাম্প। ডায়মন্ডহারবার, ফলতা, মেটিয়াবুরুজ সহ বেশ কয়েকটি বিধানসভায় ক্যাম্প হবে। প্রতিটা বিধানসভায় ৪০টা করে ক্যাম্প করা হবে। তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকতে পারেন। তিনি আরও জানান ৭০ দিনে ৭টি বিধানসভায় ক্যাম্প হবে। ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচিটি। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। হিমোগ্লোবিন-সহ রক্তের নানাবিধ পরীক্ষা-সহ ডেঙ্গি পরীক্ষা বিনামূল্যে করা হবে। ক্যাম্পে থাকবে ডায়গনিস্টিক টেস্টও।
আইসিসির চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু জয় শাহের

আন্তর্জাতিক ক্রিকেটের (ICC) মঞ্চে কর্তৃত্ব শুরু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র জয় শাহের (Jay Shah)। ঘোষণা আগেই হয়েছিল। প্রাক্তন বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন রবিবার। প্রাক্তন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে সরে দাঁড়ানোর পরে গত ২৮ অগাস্ট জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। শাহ এই পদে এন. শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহরের পরে তৃতীয় ভারতীয়। সার্বিকভাবে ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চের শীর্ষ পদে পঞ্চম ভারতীয়। জগমোহন ডালমিয়া এবং শরদ পাওয়ার আইসিসির সভাপতি ছিলেন। শাহ আইসিসি চেয়ারম্যান হিসেবে তার প্রথম ভাষণে জানিয়েছেন, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের ঐতিহাসিক অন্তর্ভুক্তি নতুন অনুরাগীদের আকৃষ্ট করার জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দেবে। আইসিসির নেতৃত্বে ভারতীয়দের সম্পূর্ণ তালিকা- জগমোহন ডালমিয়া ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত আইসিসি সভাপতি ছিলেন। শরদ পাওয়ার ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসি সভাপতি ছিলেন। এন. শ্রীনিবাসন ২০১৪ সালের ২৬ জুলাই থেকে ২০১৫ সালের ৯ নভেম্বর পর্যন্ত আইসিসি চেয়ারম্যান ছিলেন। শশাঙ্ক মনোহর ২০১৫ সালের ২২ নভেম্বর থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত আইসিসি চেয়ারম্যান ছিলেন। জয় শাহ ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু করলেন।