বন্দে ভারতের থেকেও দ্রুতগতিতে ছুটবে ট্রেন

অত্যাধুনিক পদ্ধতিতে সেজে উঠছে ভারতীয় রেল। পুরনো আমলের ধ্যান ধারণা ছেড়ে অত্যাধুনিক সাজে এসেছিল বন্দে ভারত। হাই স্পিড ট্রেনে এই বন্দে ভারত। এবার ট্রেনের আরও গতি বাড়ানো হবে বলে লোকসভায় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বন্দে ভারতের গতি হতে পারে সর্বোচ্চ গতি হতে পারে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এবার তার থেকেও দ্রুতগতিতে ছুটবে ট্রেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে শুরু হয়েছে সেই ট্রেন সেট তৈরির কাজ। ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে সেই ট্রেন। অর্থাৎ বন্দে ভারতের প্রায় দ্বিগুণ বেগে ট্রেন ছুটবে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে বন্দে ভারত তৈরি করে সাফল্য পেয়েছে রেল। এবার আরও উচ্চগতির ট্রেন তৈরি হচ্ছে বলে লোকসভায় এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন রেখেছিলেন  বিজেপি সাংসদ সুধীর গুপ্তা ও অনন্ত নায়ক। তার জবাবে মন্ত্রী জানান, প্রতিটি গাড়ি তৈরির খরচ পড়ছে ২৮ কোটি টাকা। উচ্চগতির ট্রেনে অনেক জটিল প্রযুক্তি ব্যবহার করতে হয়। বিশেষ করে এয়ারটাইট কার বডি, অ্যারোডাইনামিকের বিষয় রয়েছে। ট্রেনের ওজন, গরম হয়ে যাচ্ছে কিনা, হাওয়া চলাচল, বাতানুকূল যন্ত্র ঠিকভাবে কাজ হচ্ছে কিনা তা দেখতে হয়। লোকসভায় রেলের উন্নয়ন নিয়ে একগুচ্ছ বিবৃতি দিয়ে মন্ত্রী এদিন -আমেদাবাদ হাই স্পিড রেল নিয়েও আপডেট জানিয়েছেন। কেন্দ্রের এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে জাপান। দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে। এই প্রজেক্টের দৈর্ঘ্য প্রায় ৫০৮ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মোট ১২টি স্টেশনে থামবে এই ট্রেন।

রাজ্যজুড়ে শীতের আমেজ, কেমন থাকবে আবহাওয়া?

রাজ্যজুড়ে শীতের আমেজ। একটু একটু করে পারদ পতন শুরু হয়েছে। ধীরে ধীরে বইছে উত্তরের হাওয়া। এই আবহে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়ার দফতর বলছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম অভিমুখে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড় বঙ্গে শীতসুখে কিছুটা বাধা হবে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পারদ পতন হয়েছে। সকাল কুয়াশার চাদরে ঢাকা। উত্তরবঙ্গের তাপমাত্রার নীচের দিকে। দক্ষিণ–পূর্ব উপকূলে বিরাট এলাকায় মেঘ জমেছে। উত্তর–পশ্চিম ভারত থেকে প্রবেশ করা ঠান্ডা হাওয়া পথে ‘প্রাচীর’ হয়ে দাঁড়াচ্ছে। জার জেরে কলকাতা থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি অনুকূল হলে ধীরে ধীরে ঠান্ডা পড়বে নতুন করে, জানাচ্ছেন আবহবিদরা। হাওয়া অফিসে জানাচ্ছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা সব থেকে কম। তবে সপ্তাহ শেষে বৃষ্টির প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ঠাণ্ডা আরও জাঁকিয়ে পড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ডিসেম্বরের শুরু থেকেও শীতের আমেজ বজায় থাকবে।

জেব্রার সামনে নাচ বনি-কৌশানির

বক্স অফিসে ঝড় তুলেছে বহুরূপী’র। ছবিতে ‘ঝিমলি’র চরিত্রে দর্শকদের মন কড়েছেন কৌশানি মুখোপাধ্যায়। ছবির সাফল্যের পর বনিকে সঙ্গে নিয়ে লম্বা ছুটিতে গেলেন কৌশানি। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া-তে বেড়াতে গিয়েছেন বনি (Bonny Sengupta)-কৌশানি। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক থেকে বনির সঙ্গেই ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে ‘ভুলভুলাইয়া’র গানে কোমর দোলাতে দেখা গেল অভিনেতা-অভিনেত্রীকে। বনির হাত ধরে দেশ ছেড়েছেন কৌশানি। এই মুহূর্তে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া-তে বেড়াতে গিয়েছেন বনি-কৌশানি। সেখানে দুজনে হাতে হাত রেখে ছুটি উপভোগ করছেন। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। প্রতিটা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাঁরা। ভিডিও-তে দেখা যাচ্ছে, বনি-কৌশানির পিছন দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে জেব্রার দলকে। আবার কখনও তানজানিয়ার জাঞ্জিবার-এর আদিবাসীদের সঙ্গে নেচেও রিল বানিয়েছেন। তাঁদের দেখা গেল জেব্রা এবং জিরাফদের মাঝে ‘ভুল ভুলাইয়া’র গানে নাচতে। জাঞ্জিবার-এর সমুদ্রউপকূল থেকে নানান ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন কৌশানি।   View this post on Instagram   A post shared by Koushani (@myself_koushani)

বিরাটকে টপকালেন ঋষভ, কীভাবে জানেন?

বর্তমান সময়কে ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ বললেও খুব একটা ভুল হবেনা। কারণ, ভারতীয় ক্রিকেট দল এখন সমস্ত ফরম্যাটেই দাপটের সঙ্গে খেলছে। একইসঙ্গে, ভারতীয় ক্রিকেটের অনেক তারকা এখন বিশ্বসেরার তকমা পাচ্ছেন। বিরাট কোহলি হলেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। এতদিন অবধি তিনি ছিলেন ভারতের সবথেকে দামি ক্রিকেটার। আইপিএল এবং জাতীয় দলের বেতন মিলিয়ে তিনি আর সব ভারতীয় ক্রিকেটারদের থেকে বেশি বেতন পেতেন। তবে আইপিএল-এর মেগা নিলামের পর তাঁর থেকে এই মুকুট ছিনিয়ে নিয়েছেন ভারতের তরুণ তুর্কি ঋষভ পন্থ। আসন্ন মরশুমে তিনি বিরাট কোহলির থেকেও বেশি বেতন পাবেন। যদিও পন্থের এই নতুন নজিরের নেপথ্যে রয়েছে আইপিএল-এর মেগা নিলাম। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক। আসলে আরসিবি দল আসন্ন আইপিএল মরশুমের জন্য বিরাট কোহলিকে ধরে রেখেছিল রিটেনশনের মাধ্যমে। সেই জন্য দল বিরাট’কে ২১ কোটি টাকা দিয়েছে। এদিকে জাতীয় দলের একজন ‘এ প্লাস’ খেলোয়াড় হওয়ার কারণে তিনি বোর্ডের তরফ থেকে বার্ষিক ৭ কোটি টাকা বেতন পেয়ে থাকেন। সেই কারণে কোহলির মোট বার্ষিক বেতন দাঁড়ায় ২৮ কোটি টাকা। এদিকে এবার ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। একইসঙ্গে তিনি ভারতীয় দলের একজন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়। সেই বাবদ বিসিসিআই তাঁকে বার্ষিক ৫ কোটি টাকা বেতন দেয়। সর্বমোট তিনি বছরে ৩২ কোটি টাকা পাবেন। অর্থাৎ, যেখানে বিরাটের বার্ষিক বেতন ২৮ কোটি টাকা, সেখানে ঋষভ তাঁর থেকে ৪ কোটি টাকা বেশি বেতন পাচ্ছেন। তাই একথা বলাই যায় যে, বর্তমানে বিরাট নয়, ভারতের সবথেকে দামি খেলোয়াড় হলেন ঋষভ পন্থ।