বর্ডার-গাভাসকর সিরিজ কোহলির কেমন যাব? জানালেন দ্রাবিড়

পার্থ টেস্টের (Perth Test) দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরে বড় রান পাচ্ছিলেন না তিনি, মোক্ষম সময়ে ফর্মে ফিরেছেন। মহাগুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচেই দলের এক নম্বর ব্যাটার রান পাওয়ায় আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। গোটা সিরিজেই কোহলি রানের মধ্যে থাকবেন, তেমনটাই আশা করা হচ্ছে। ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) মনে করছেন, এই সিরিজে প্রচুর রান করবেন কোহলি। সাম্প্রতিক অতীতে দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির ব্যাটিংয়ের কথা স্মরণ করালেন দ্রাবিড়। তিনি বলেন, “কোহলি খুবই ভালো ব্যাটিং করে চলেছে। এমনকী ছয় মাস আগে দক্ষিণ আফ্রিকা সফরে দুটো কঠিন উইকেটেও ভালো ব্যাট করেছিল। এই সিরিজের শুরুতেই শতরান পাওয়া খুবই ভালো বিষয়। আমার মনে হয়, সিরিজটা কোহলির জন্য খুবই ভালো যাবে।” পার্থে সেঞ্চুরি করে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসেবে সবথেকে বেশি ৭টি শতরান করেছেন তিনি। শচীন করেছিলেন ৬টি। অন্য সমস্ত প্রতিপক্ষ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সবথেকে বেশি ৯টি টেস্ট সেঞ্চুরি আছে ইংল্যান্ডের জ্যাক হবসের (Jack Hobbs)। ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডের (Wally Hammond) অস্ট্রেলিয়ায় সেঞ্চুরির সংখ্যা ৭। সমস্ত ফর্ম্যাট মিলিয়ে অজি ভূমে ১২টি শতরান আছে কোহলির যা অ-অস্ট্রেলীয় হিসেবে আরও কারও নেই। অস্ট্রেলিয়ায় ৪৩টি ম্যাচ এবং ৫৫টি ইনিংসে ৫৬.৯৫ গড়ে ৩৫৩১ রান করেছেন তিনি। ১২টি শতরানের পাশাপাশি আছে ১৯টি অর্ধশতরান এবং সর্বোচ্চ স্কোর ১৬৯।
ওয়াকফ বিল বিষয়ক জেপিসির মেয়াদ বাড়ল

বিরোধীদের দাবি মেনে ওয়াকফ বিল বিষয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) মেয়াদ বাড়ল। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ ছিল। বৃহস্পতিবার লোকসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়াকফ বিল বিষয়ক যৌথ সংসদীয় কমিটির কাজের ধরন নিয়ে নানা অভিযোগ উঠেছে। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, অযথা তাড়াহুড়ো করা হয়েছে কমিটিতে। যথেষ্ট বলার সুযোগ পায়নি বিরোধীরা। এসব কারণে জেপিসি-র মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন বিরোধীরা। সংশোধিত ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আগামী বাজেট অধিবেশন পর্যন্ত বাড়াতে রাজি হয় নরেন্দ্র মোদি সরকার। লোকসভায় এই সময়সীমা বাড়ানো সংক্রান্ত প্রস্তাব আনে শাসক শিবির। ওয়াকফ আইনে পরিবর্তনের উদ্দেশ্যে গত অধিবেশনে সংশোধিত ওয়াকফ বিল এনেছিল নরেন্দ্র মোদি সরকার। জেপিসি-র চেয়ারম্যান জগদম্বিকা পালের অগণতান্ত্রিক আচরণ নিয়ে সরব হন বিরোধী সদস্যরা। এই পরিস্থিতিতে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আগামী বছর বাজেট অধিবেশনের শেষ পর্যন্ত বাড়ানো হল। জগদম্বিকা অবশ্য বলেছেন, কাজ বাকি আছে, তাই কমিটির কার্যকালের মেয়াদ বাড়ল।
‘বচ্চন’ পদবি সরালেন ঐশ্বর্য!

অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কের বিয়ে ভাঙার চর্চা নতুন নয়। দীর্ঘদিন ধরে কানাঘুষো শোনা যা ছিল অভিষেক-ঐশ্বর্য আর এক ছাদের তলায় থাকছেন না। জলসা ছেড়ে মেয়েকে নিয়ে মার সঙ্গে থাকছেন। নভেম্বর মাসে মেয়ে-বউকে জন্মদিনে শুভেচ্ছাও জানাননি অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। যদিও বিচ্ছে নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। বিচ্ছেদের জল্পনার মাঝে নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরালেন ঐশ্বর্য রাই (Aishwarya Rai)! ব্যাপারটা একটু বিশদে বলা যাক। ঐশ্বর্যায়া দুবাইতে গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বুধবারের সেই অনুষ্ঠানের একাধিক ঝলক প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। উইমেন এস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের একটি ভিডিয়ো শেয়ার করা হয়। মঞ্চে ঐশ্বর্য আসতে স্ক্রিনে ফুটে ওঠে ঐশ্বর্য রাই। নামে পাশ থেকে উধাও হয়ে যায় বচ্চন। বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করেন। তাই হঠাৎ সেটাকে না দেখতে পাওয়ায় হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, যেহেতু দুবাইয়ের এই অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে সেহেতুই আয়োজকরা ঐশ্বর্যের নামের পাশে রাই পদবি ব্যবহার করেছেন। তাঁর স্বামীর পদবি নয়! View this post on Instagram A post shared by BollywoodShaadis.com (@bollywoodshaadis)
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কে-৪-এর সফল উৎক্ষেপণ করল ভারত

প্রতিরক্ষা (Defense) ক্ষেত্রে আরও একবার নিজেকে প্রমাণ করল ভারত। সফলভাবে ৩,৫০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কে-৪ ( K-4 ballistic missile)। এই ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করল ভারতীয় নৌবাহিনী। এটি নতুন পরমাণু সাবমেরিন আইএনএস অরিঘাট থেকে উৎক্ষেপণ করা হয়। এই সফল পরীক্ষা ভারতের দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করল। নৌসেনার ডুবোজাহাজ আইএনএস আরিঘাট থেকে পরমাণু অস্ত্র বহনক্ষম ক্ষেপনাস্ত্রের উৎক্ষেপন করল। বিশাখাপত্তনমে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে নৌসেনা। ভারত ছাড়াও আমেরিকা, রাশিয়া এবং চীনের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র বহনক্ষম ডুবোজাহাজ রয়েছে। পরমাণু অস্ত্র বহনকারী সেই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০০ কিলোমিটার। গত আগস্টে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্তি হয় পরমাণু অস্ত্র বহনক্ষম ডুবোজাহাজ আইএনএস আরিঘাট। কে-৪ ক্ষেপণাস্ত্র জলের নীচ থেকে উৎক্ষেপণযোগ্য। এটি ভারতের প্রতিরক্ষা কৌশলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এই ক্ষেপণাস্ত্র ৩,৫০০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।