আর্সেনাল, বার্সার বড় জয়

মঙ্গলবার (ভারতীয় সময়ে বুধবার) ছিল ঘটনাবহুল চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) রাত। রবার্ট লেওয়ানডস্কির (Robert Levandowski) নজির গড়ার দিনে বড় জয় পেল বার্সেলোনা, স্পোর্টিং সিপিকে পাঁচ গোল দিল আর্সেনাল এবং ৭০ মিনিট পর্যন্ত ৩-০ এগিয়ে থাকা সত্ত্বেও ফায়ানুর্ডের বিরুদ্ধে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। আবারও বিধ্বংসী ফর্মে মিকেল আর্তেতার আর্সেনাল। অধিনায়ক মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকারা চোট সারিয়ে ফিরতেই আক্রমণের ঝড় তুলছে লন্ডনের ক্লাব। যাকে ৫-১ হারাল তারা, সেই স্পোর্টিংই ম্যান সিটিকে ৪-০ হারিয়েছিল। পর্তুগিজ ক্লাবটি অবশ্য তাদের হেড কোচ রুবেন অ্যামোরিমকে হারিয়েছে। অ্যামোরিম যোগ দিয়েছেব ম্যান ইউতে। ব্রেস্টকে ৩-০ হারিয়েছে হান্সি ফ্লিকের বার্সা। তার মধ্যে দুটি গোল করেছেন লেওয়ানডস্কি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পর তৃতীয় ব্যক্তি হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলের নজির গড়লেন পোলিশ স্ট্রাইকার। ১০০ গোল করতে সবথেকে কম ৪৫১টি শট মারতে হয়েছে তাঁকে। ১০০ গোল করতে মেসি এবং রোনাল্ডোর মারতে হয়েছিল যথাক্রমে ৫২৭ এবং ৭৯৩ শট।

ব্যাট হাতে দেব

৪১ বছরেও তার মধ্যে রয়েছেন উদ্যম তারুণ্য। একদিকে অভিনেতা-পরিচালক, অন্যদিকে তিনি আবার সাংসদ। ছুটে বেরাচ্ছে নিজে সাংসদীয় এলাকায়। এবার তাঁকে দেখা গেল দলবল নিয়ে মাঠে ক্রিকেট খেলতে। কার কথা হচ্ছে বুঝতে পারছেন না। আরে কথা হচ্ছে দেবের। বাইশ গজে টিম নিয়ে নেমে পড়লেন দেব।  টিম খাদানের সঙ্গে ক্রিকেট খেললেন দেব। সেই ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যাট আর বল হাতে মাঠে যে ঝড় তুলল টিম খাদান। এই ক্রিকেট ম্যাচ কালো টি-শার্ট পরে খেলতে নেমে পড়েছিলেন সকলে। ম্যাচ দুই-দলের মধ্যে হলেও টি-শার্ট ছিল একটি।  দেবের টি-শার্টের গায়ে লেখা ছিল ‘রাজার রাজা’। অভিনেতার আসন্ন এই ছবির রাজার রাজা গানটি ব্যাপক সাড়া জাগিয়েছে। ভিডিও শেয়ার করে তারকা লিখেছেন, ‘যখন টার্ফ হয়ে যায় খাদান।’ Emni…❤️ pic.twitter.com/SiBm5pyTNa — Dev (@idevadhikari) November 26, 2024

এবার চালকবিহীন হেলিকপ্টার ড্রোন

সেনাবাহিনীতে মাইলফলক। সেনায় যোগ হল চালকবিহীন হেলিকপ্টার ড্রোন। যা ২০ কেজি পর্যন্ত পে লোড বহন করতে পারবে। অত্যাধুনিক এই কপ্টারটির নাম সবল ২০। একটি ইলেকট্রিক মনুষ্যবিহীন হেলিকপ্টার। পরিবর্তনশীল পিচ প্রযুক্তির উপর ভিত্তি করে, বিশেষ করে এরিয়াল লজিস্টিকসের জন্য ডিজাইন করা হয়েছে। ২০ কেজি পর্যন্ত পে লোড বহন করতে পারে,যা তার নিজের ওজনের সঙ্গে সমান। এটি রুক্ষ ও উচ্চ ভূখণ্ডে কাজ করতে সক্ষম। চিনুক হেলিকপ্টারের উত্তরাধিকারের উপর ভিত্তি করে তৈরি, সাবাল ২০-এ বড় রটারগুলির উচ্চ দক্ষতা এবং টেন্ডেম রটার কনফিগারেশনের ব্যতিক্রমী লোড বহন করার ক্ষমতা রয়েছে। এন্ডুরএয়ারের পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা অভিষেক এই অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, “ভারতীয় সেনাবাহিনীর লজিস্টিক সক্ষমতা আধুনিকীকরণের অগ্রগতিতে অবদান রাখতে পেরে আমরা সম্মানিত৷ EndureAir একাধিক সেক্টরের জন্য অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করেছে এবং বাস্তব-বিশ্বের সমস্যার কাস্টমাইজযোগ্য ড্রোন সমাধান প্রদান করছে। EndureAir-এর ড্রোনগুলি বর্তমানে নজরদারি, ভিড় পর্যবেক্ষণ, ISR অ্যাপ্লিকেশন, লজিস্টিক, অনুসন্ধান ও উদ্ধার, পরিবর্তন সনাক্তকরণ এবং পেলোড সহ  বহু অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হচ্ছে।

হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল

দলবিরোধী মন্তব্যের জন্য হুমায়ুন কবীরকে শোকজ করা হচ্ছে। মঙ্গলবার বিধানসভার বাইরে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন ভরতপুরের বিধায়ক। এর ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই শোকজ করা হল হুমায়ুন কবীরকে। তিন দিনের মধ্যে দিতে হবে জবাব। বুধবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ভরতপুরের বিধায়ককে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁর কাছে যে চিঠি পাঠানো হচ্ছে তাতে লেখা রয়েছে, তিনি দলকে নিয়ে প্রকাশ্যে যে বক্তব্য করেছেন তাতে দল বিড়ম্বনায় পড়েছে। যার জেরে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন, তা জানাতে বেঁধে দেওয়া হয়েছে তিনদিনের সময়।