মুক্তি পেল ‘পুষ্পা ২’র আইটেম সং

মুক্তি পেল ‘পুষ্পা ২’র (Pushpa 2) আইটেম সং ‘কিশিক’ (Kissik Song Pushpa-2)। আল্লু অর্জুন এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসেত ঝড় তুলেছে গোটা দেশে। পুষ্পা ছবিতে সামান্থার ‘উ আন্টাভা’ গানটিও হইচই ফেলে দিয়েছিল। যে কোনও পার্টির জমাকে কয়েকগুন বাড়িয়ে দিয়ে ছিল ‘উ আন্টাভা’ গানটি। এবার আর সামান্থা নয়, শ্রীলীলাই আইটেম গার্ল হিসেবে এন্ট্রি নিয়েছেন এই ছবিতে। আর গানটি হল ‘কিশিক’। এবার হল কাঁপাবেন শ্রীলীলার কিশিক। মুক্তি পেল পুষ্পা ২-এর এই আইটেম গান। তবে এই গানে কোনও ভিডিও প্রকাশ হয়নি, প্রকাশ পেয়েছে গানের অডিও। উল্লেখ্য, বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।
বিদায় নেওয়া চ্যাম্পিয়নদের ‘ট্রিবিউট’ কলকাতার

২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের যে দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দল ভেঙে গিয়েছে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী মাত্র ছ’জনকে ধরে রেখে বাকি সবাইকে ছেড়ে দিতে হয়েছিল। ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল মেগা নিলাম। নাইট শিবিরের পকেটে খুব বেশি অর্থ ছিল না, তা সত্ত্বেও চ্যাম্পিয়ন দলের কয়েকজনকে ঘরে ফিরিয়েছে তারা। কিন্তু একই সঙ্গে অনেকেই চলে গিয়েছেন অন্য দলে। যাঁরা চলে গিয়েছেন তাঁদের ‘ট্রিবিউট’ দিয়ে একটি ছোট্ট আবেগঘন ভিডিও প্রকাশ করল শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি। ক্যাপশনে লেখা হল, “জার্নিটা হয়তো শেষ হয়েছে কিন্তু চ্যাম্পিয়ন যোগসূত্র চিরকাল রয়ে যাবে।” যাঁরা অন্য দলে চলে গিয়েছেন তাঁদের মধ্যে অনেকেই কেকেআরে মহারথী ছিলেন। যেমন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । ভিডিওর শুরুতেই তাঁকে দেখানো হল। তারপরেই দেখা গেল ফিল সল্টকে (Phil Salt)। এই ব্রিটিশ ওপেনারের চলে যাওয়া মেনে নিতে পারছেন না বহু নাইট সমর্থক। এরপর দেখা গেল নীতীশ রানাকে, যিনি ২০২৩ মরসুমে অধিনায়কত্ব করেছিলেন। এরপর এই ভিডিওতে দেখা গেল মিচেল স্টার্ককে (Mitchell Starc), যাঁকে তৎকালীন রেকর্ড অর্থ (২৪.৭৫ কোটি টাকা) দিয়ে কিনেছিল কলকাতা। টুর্নামেন্টের শুরুতে প্রবল মার খাচ্ছিলেন তিনি, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিম, ট্রোলিংয়ের বন্যা বয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত নিজের মূল্যের প্রতিটি পয়সার হিসেব দিয়ে যান অজি পেসার। ফাইনালে অভিষেক শর্মাকে যে বলে বোল্ড করেছিলেন, তা আইপিএলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা। এরপর এই ভিডিওতে একে একে এলেন সুযশ শর্মা, কে এস ভরত, চেতন সাকারিয়া, দুষ্মন্ত চামিরা, আল্লাহ গজনফর, সাকিব হুসেনরা। প্রসঙ্গত, যে ছ’জনকে কেকেআর রিটেন করেছিল তাঁরা হলেন রিঙ্কু সিং, রামনদীপ সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। নিলামে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ফেরানো হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে।
এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো কবে থেকে চালু?

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এই পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথ যদি জুড়ে যায় হাওড়া ময়দানের সাথে, তাহলে তা সোজা পৌঁছে যাবে সেক্টর ফাইভে। কিন্তু এই অংশের কাজ বহুদিন ধরেই বন্ধ। বারবার বউবাজারে বিপর্যয়ের কারণে মেট্রোর কাজ থমকে যায়। তবে মেট্রো সূত্রে জানানও হয়েছে, অবশেষে কাজ প্রায় শেষের মুখে এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যেকার সুড়ঙ্গের কাজ। বাকি শুধু লাইন পাতার কাজ। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানও হয়, জটিলতার কারণে বহুদিন ধরেই বন্ধ ছিল ওই লাইনের মেট্রো পরিষেবা। কিন্তু আগামী বছরের শুরুর দিকেই চালু হয়ে যেতে পারে ওই রুটের মেট্রো পরিষেবা বলে আসা দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। মঙ্গলবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি, কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল মেট্রোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন। কাজের অগ্রগতি দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, আগামী বছর,অর্থাৎ ২০২৫ সালের প্রথম দিকেই গ্রিন লাইনের এই অংশের কাজ শেষ করে পরিষেবা চালু করা সম্ভব হবে।
কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী?

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে তিন দিন হয়ে গেল। কিন্তু কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। একদিকে আছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis), অন্যদিকে শিবসেনার একনাথ শিন্দে (Eknatha Shinde)। বিজেপি (BJP) এককভাবে ১৩২টি আসন জিতেছে, এক নম্বরে তারাই, তাই মুখ্যমন্ত্রীর কুর্সি পেতে তারাই ফেভারিট হওয়ার কথা। কিন্তু বাদ সাধছে শিন্দের শিবসেনা (Shiv Sena)। শিন্দে আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চান এবং এ ব্যাপারে তিনি নাকি এনসিপির (NCP) অজিত পওয়ারের (Ajit Pawar) সমর্থন আদায় করেছেন। শোনা যাচ্ছে, শিন্দে বিজেপি নেতৃত্বের কাছে দাবি করেছেন, নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয় এসেছে তাঁর জন্যই। নির্বাচনী প্রচারের মুখ তিনি হওয়ার কারণেই এই সাড়াজাগানো সাফল্য। এও জল্পনা, মুখ্যমন্ত্রী পদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হতে পারেন শিন্দে। সঙ্গে থাকবেন অজিত পওয়ারও। রাজনৈতিক মহলে গুঞ্জন, শিন্দেকে মুখ্যমন্ত্রী না করা হলে মহারাষ্ট্রে এনডিএ জোট ভাঙনের মুখে পড়তে পারে। শেষ পর্যন্ত কী হবে তা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হবে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ১৩২টি আসন। শিন্দের শিবসেনা এবং অজিত পওয়ারের এনসিপি জেতে যথাক্রমে ৫৭ এবং ৪১টি আসন। সবমিলিয়ে মহাযুতি জোটের দখলে আসে ২৩০টি আসন। অন্যদিকে বিরোধী জোট মহাবিকাশ আগাড়ির শরিক উদ্ধব ঠাকরের শিবসেনা জিতেছে ২০টি আসন, কংগ্রেস ১৬টি, শরদ পওয়ারের এনসিপি ১০টি এবং সমাজবাদী পার্টি ২টি আসন।