RBI Report: Internationalisation Of UPI Progressing Rapidly

The internationalisation of the unified payments interface (UPI) is progressing rapidly, as India emerges as a world leader in leveraging digital technologies for transformative change, according to a Reserve Bank of India (RBI) report. The UPI hit a milestone of 16.6 billion transactions in a month in October, with improvements in its capabilities like successful instant debit reversals at 86 per cent (77 per cent in the same month last year). “India’s UPI, an open-ended system that powers multiple bank accounts into a single mobile application of any participating bank, is propelling inter-bank peer-to-peer and person-to-merchant transactions seamlessly,” said RBI Deputy Governor Michael Debabrata Patra in the report.
লোকাল ট্রেনে বসছে টিভি!

ভারতে পরিবহণ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল রেল। রেলের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছন। তবে স্বল্প দুরত্বে যাতায়াত করার জন্য বেশিরভাগ যাত্রী লোকাল ট্রেনকে প্রাধান্য দিয়ে থাকেন। যারা হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য এবার এসে গেল এল বড়সড় সুখবর। কারণ, লোকাল ট্রেনের ‘বোরিং’ জার্নি এবার ইতিহাস হতে চলেছে। লোকাল ট্রেনেও এবার যাত্রীদের বিনোদনের জন্য টিভি-র ব্যবস্থা করছে পূর্ব রেল। এর মাধ্যমে যাত্রীদের লোকাল ট্রেনের সফরের অভিজ্ঞতা আরও সুন্দর হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। সূত্রের খবর, ইতিমধ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ৬টি থ্রি-ফেজ ইএমইউ রেকে এলইডি টিভি ইনস্টল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিটি কামরায় কি টিভি থাকবে? থাকলেও সেইসব টিভিতে কী কনটেন্ট দেখানো হবে? পূর্ব রেল জানিয়েছে যে, ইএমইউ রেকের প্রতিটি কোচে ৪টি করে এলসিডি অথবা এলইডি টিভি ইনস্টল করা হবে। লোকাল ট্রেনে থাকা এই টিভিগুলিতে বাণিজ্যিক বিজ্ঞাপন এবং প্রয়োজনীয় রেল বার্তা সম্প্রচার করা হবে। এর মধ্যে ৭০ শতাংশ বিজ্ঞাপন এবং ৩০ শতাংশ রেলের বার্তা চলবে। পূর্ব রেল জানিয়েছে, লোকাল ট্রেনের টিভিগুলিতে ‘ভিজিল্যান্স উইক,’ ‘স্বচ্ছতাই হে সেবা,’ ‘অমৃত ভারত,’ এবং ‘দেখো আপনা দেশ’ ইত্যাদির বিষয়ে সম্প্রচার করা হবে। রেলের তরফে জানা গিয়েছে, শীঘ্রই প্রত্যেকটি লোকাল ট্রেনে টিভি ইনস্টল করা হবে।
প্রথম দিনে কাদের দলে নিল কেকেআর?

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে চলছে আইপিএল-এর মেগা নিলাম। ইতিমধ্যে নিলামের টেবিল থেকে সর্বকালের দামি ক্রিকেটারের তকমা পেয়েছেন ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। যদিও কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে, ঋষভকে দলে নিতে পারে কেকেআর (KKR)। কিন্তু ঋষভ বা লোকেশ রাহুল কাউকেই নিতে পারেনি নাইট শিবির। এদিকে প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও মিচেল স্টার্ককেও ফেরাতে পারেনি তাঁরা। তবে মেগা নিলাম থেকে ভেঙ্কটেশ আইয়ারকে বিশাল দামে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে নাইটরা। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভেঙ্কটেশকে এত দাম দিয়ে ফেরাল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি? ক্রিকেটমহল মনে করছে, আসন্ন মরশুমে তাঁকেই হয়ত ক্যাপ্টেন করতে পারে নাইট শিবির। আসলে এবার কেকেআর ৬ জন খেলোয়াড়কে রিটেন করে দলে রেখে দিয়েছে। আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তীরা এবার রিটেন হয়েছেন। তাঁদের মধ্যে কাউকেই অধিনায়কত্ব দেওয়া ঠিক হবে না বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। এদিকে শ্রেয়স আইয়ারও আর দলে নেই। সেই কারণে নতুন করে অধিনায়ক খুঁজতে হতো নাইট শিবিরকে। অনেকেই মনে করছেন, ভেঙ্কটেশ আইয়ারকে আসন্ন মরশুমে অধিনায়ক করতে পারে কেকেআর। কারণ, তাঁর জন্য যেভাবে দর হাঁকিয়েছে দল, সেটা থেকেও এমন একটা ইঙ্গিত স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। একইসঙ্গে সূত্র মারফত জানা গিয়েছে, গত মরশুমে ভেঙ্কটেশের পারফরম্যান্সে বেজায় খুশি নাইট শিবির। সেই কারণে এবার তাঁর হাতে দলের ব্যাটন তুলে দেওয়ার কথা ভাবতেই পারে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। প্রথম দিনে কলকাতা নাইট রাইডার্সের টিমে কাদের নিল? ভেঙ্কটেশ আইয়ার, কুইনটন ডি’কক, রহমতুল্লা গুরবাজ, এনরিক নর্ৎজে, অঙ্কৃশ রঘুবংশী, বৈভব অরোরা
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর শপথ নেবেন হেমন্ত সোরেন

আগামী ২৮ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন হেমন্ত সোরেন। ইতিমধ্যে দলীয় তরফে তাঁর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রবিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সিপিআইএমএলের জোটের বৈঠক হয়। তারপর এদিনই হেমন্ত সোরেন রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। এবং নতুন সরকার গঠনের দাবি জানাবেন বলে তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সূত্রে জানা গিয়েছে। গত কয়েক মাসে ঝাড়খণ্ডের রাজনীতিতে টানাপোড়েন চলছিল। বিধানসভা নির্বাচনের আগে হেমন্তের গ্রেফতারি, ফের ক্ষমতায় প্রত্যাবর্তন, এর মধ্যে চম্পরাই সোরেন বিদ্রোহী হয়ে ওঠেন। শেষে হাসি ফোটে হেমন্তের মুখেই। শনিবার ফল প্রকাশের পর দেখা যায় ৮১ আসনের বিধানসভায় জেএমএম সহ ইন্ডিয়া জোট মোট ৫৬টি আসন পায়। তার মধ্যে জেএমএম ৩৪টি আসন পায়। কংগ্রেস ১৬টি, আরজেডি ৪টি, সিপিআইএমএল ২টি আসন পায়। বিরোধী বিজেপির এনডিএ পায় ২৪টি আসন। তার মধ্যে বিজেপি পেয়েছে ২১টি আসন। গত ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দুদফায় ভোট হয়েছিল। তবে হেমন্ত সোরেনের শপথে ইন্ডিয়া জোটের দিল্লির কোন কোন নেতা উপস্থিত থাকবেন তা এখনও জানা যায়নি।
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও বাংলায় বড়সড় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। অভিমুখ হতে চলেছে শ্রীলঙ্কা বা তামিলনাড়ূর দিকে। তাই পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহভর বাংলার তাপমাত্রার কোনও হেরফের হবে না। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে সামান্য কম। আসন্ন কয়েকদিন কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ থেকে ১৯ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে কুয়াশার পূর্বাভাস রয়েছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও আগামী ৪৮ ঘণ্টায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কুয়াশার সম্ভবনা।