বিপুল ভোটে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী

কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রে ৪ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে। পেলেন প্রায় ৭০ শতাংশ ভোট। মাত্র ছ’মাস আগে ওই আসনে তাঁর দাদা রাহুল ওয়েনাড়ে জিতেছিলেন ৩ লক্ষ ৬৪ হাজার ভোটে। তাঁর ঝুলিতে গিয়েছিল প্রায় ৬০ শতাংশ ভোট। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পরে উত্তরপ্রদেশের রায়বরেলী ধরে রেখে ওয়েনাড়ের সাংসদ পদে ইস্তফা দেন তিনি। তাই সেখানে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে জয়ের ব্যবধানের নিরিখে শনিবার বাবা রাজীব গান্ধী এবং ঠাকুমা ইন্দিরা গান্ধীকেও ‘হারিয়েছেন’ প্রিয়ঙ্কা। তবে সামান্য ব্যবধানে ‘হেরেছেন’ মা সনিয়ার কাছে।
দিনের শুরুতেই মেট্রো বিভ্রাট

ব্যস্ততম দিনের সময়ের শুরুতেই মেট্রো (Metro) বিভ্রাট। নাকাল হলেন যাত্রীরা। শনিবার সাতসকালেই এই বিপত্তি ঘটে। দমদম থেকে কবি সুভাষমুখী মেট্রোর ডাউনলাইনে বিভ্রাট বলে জানা যায়। যাত্রীদের শোভাবাজার মেট্রো স্টেশনে নামিয়ে দেওয়া হয়। কিন্তু প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল আটকে ছিল। সকাল ৭ টা ৫ নাগাদ দমদম থেকে ছেড়েছিল মেট্রোটি। শোভাবাজার পর্যন্ত গিয়েই সেটি থমকে যায়। মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে। যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। কিছু না বোঝার আগেই ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। যদিও আপ লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল বলে দাবি করা হচ্ছে মেট্রোর তরফে। মেট্রোর কর্তারা জানিয়েছেন, ডাউন লাইনে বিদ্যুতের বিভ্রাটের কারণেই এই সমস্যা। এদিকে সমস্যার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসেন মেট্রোর ইঞ্জিনয়ররা। পরে ৭.৪৩ নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়।
কোথায় দেখবেন এশিয়া কাপের ম্যাচ?

এশিয়া কাপ নিয়ে টালবাহানা অব্যহত। তবে এর মাঝেই বড় ঘোষণা করলেন জয় শাহ। আসন্ন এশিয়া কাপের প্রতিটি ম্যাচ কোথায় দেখা যাবে, সেই নিয়ে অবশেষে নেওয়া হল সিদ্ধান্ত। আসলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া-র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব এশিয়া কাপ টুর্নামেন্টের একচেটিয়াভাবে সম্প্রচার করার অধিকার পাবে সনি পিকচার্স নেটওয়ার্কস। সম্প্রতি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর তরফ থেকে জানানো হয়েছে, এই চুক্তিটি আগের সম্প্রচার অধিকার চক্রের তুলনায় ৭০ শতাংশ বেশি মূল্যবান। সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার দক্ষতার ওপর আস্থা প্রকাশ করে এএসিসি বলেছে, এই অংশীদারিত্ব দর্শকদের ক্রিকেট দেখার দারুন অভিজ্ঞতা প্রদান করবে। পাশাপাশি, এটি এশিয়ান ক্রিকেটের জন্য নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তি এশিয়ান ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি, এটি ক্রিকেট ভক্তদের জন্যও একটি বড় খবর হতে চলেছে। কারণ, অনেকেই এশিয়া কাপ দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
শুভশ্রীর মেকআপ কে করছে দেখুন

গত বছর নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মেয়ের জন্মের দু’মাসের মাথায় শ্যুটিং ফ্লোরেও ফেরেন নায়িকা। ছেলে ইফভানের জন্মদিনে মেয়ে ইয়ালিনির ছথবি প্রকাশ্যে আনেন শুভশ্রী। ইউভানকে বহুবার বাবা-মায়ের শ্যুটিং ফ্লোরে দেখা গিয়েছে। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই শুভশ্রী জানিয়েছেন দুই সন্তান আসলে কেমন? ইউভান আর ইয়ালিনির স্বভাব প্রসঙ্গে দুটি ডাইনোসরের ছবি দেন শুভশ্রী। তাঁর প্রথম সন্তান এক্কেবারে শান্তশিষ্ট ছোট্টটি বেজায় দুষ্টু। এবার মায়ের সঙ্গে শ্যুটিংয়ে গেল ইয়ালিনি (Subhashree Daughter Yaalini)। মেকআপ রুমের একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। মায়ের মেকআপের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিল ইয়ালিনি। ব্রাশ ধরে চলল তাঁর কারনামা। মেয়ের সেই মিষ্টি ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন শুভশ্রী। পরনে সাদা হার্ট ইমোজি আঁকা গোলাপি কো-অর্ড সেট। চুলে মিষ্টি ঝুঁটি আর পায়ে সাদা জুতো, মায়ের কোলে ইয়ালিনিকে। নেটিজেনরা এই ছবি দেখে ইয়ালিনিকে ‘খুদে হিরোইন’ এর তকমা দিল। View this post on Instagram A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)