Amendment in AIFs Rules by SEBI

Market regulator Securities and Exchange Board of India (SEBI) has made amendments to the rules governing Alternative Investment Funds (AIFs), particularly focusing on ensuring fair and proportional treatment of investors in terms of their rights related to investments and the distribution of proceeds. An AIF is a privately pooled investment vehicle, which means it is a fund that collects capital from a group of investors and invests that capital under a specific investment strategy. The goal is to generate returns for the benefit of its investors. These funds are typically less regulated than public funds and can involve complex investment strategies. They are similar to Mutual Funds, but these private funds do not come under the jurisdiction of any regulatory agency in India, as per the SEBI website.
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)। ওই আদালত বৃহস্পতিবার জানিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে হামাস নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে, ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে। সাম্প্রতিক কালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইরানের পারমাণবিক ঘাঁটিতে একাধিক আঘাত হানার অভিযোগ। সর্বশেষ, পার্শিন অঞ্চলে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে তেল আভিভ। নেতানিয়াহুর লক্ষ্য, এই উত্তেজনাকে সরাসরি যুদ্ধে রূপান্তরিত করে পশ্চিমা মিত্রদের মধ্যপ্রাচ্যে টেনে আনা। তেহরানের ওপর আঘাত হানতে বারবার সীমা অতিক্রম করছে ইজরায়েল, যা ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য করছে।
আমলকির গুন জানেন?

শীতকালে কবে আসবে সুপর্ণা? সেই মধুর শীতকাল (Winter) আসার চিন্তার সঙ্গে এখন অবশ্য শীতের অনাকাঙ্খিত অতিথির মতো হাজির হচ্ছে দূষণও (Pollution)। যাতে জেরবার শুধু রাজধানী দিল্লি নয়, রিপোর্টে প্রকাশ, কলকাতা সহ দেশের অন্য শহরগুলিও। যার জেরে শুধু বিষাক্ত নিঃশ্বাস নিতে হচ্ছে তাই নয় ত্বকের উপর পড়ছে মারাত্মক প্রভাব। এমনিতেই শীতে ত্বক রুক্ষ হয়ে যায়। সেখানে কী করা উচিত অনেকে ভেবে পাচ্ছেন না। বাজারে প্রচুর ওষুধ থাকলেও অনেকে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে ওষুধ ব্যবহার করতে চান না। সেখানেই মুশকিল আসান হতে পারে এক টুকরো আমলকি। যা চিরকালীন ভারতীয় পথ্য। যা পাতে স্বাদের বাহার বাড়াবে একইসঙ্গে ত্বক, চুলকে সতেজ রাখবে। এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেরকমই আমলকির আচারের একটি নতুন রিল ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। যেখানে পশ্চিমী বিশ্বে কীভাবে আমলকির আচার তৈরি হচ্ছে তার একটি ভিডিও জনপ্রিয় হয়েছে। শীত এবং দূষণ প্রায়শই আমাদের জীবনযাত্রার সমস্যা বাড়িয়ে দিচ্ছে। অত্যধিক চুল পড়া, ত্বকে কালচে ভাব, ত্বকে ব্রণ বা ছিদ্র এবং অন্ত্রের সমস্যা দেখা দিচ্ছে। আমলা ভিটামিন সি সমৃদ্ধ, যা বিশেষজ্ঞদের মতে আমাদের ত্বক ও চুলে পুষ্টি জোগায়। ডায়েটিশিয়ান নাহিদ খিলজি জানিয়েছেন, ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে শক্ত রাখতে, বলিরেখা কমাতে সাহায্য করে। স্থিতিস্থাপকতা উন্নত করতে ও আর্দ্রতা কমাতে এবং সতেজ করতে কোলাজেন উৎপাদন বাড়িয়ে সাহায্য করে। আমলায় প্রদাহ রোধের বৈশিষ্ট্যও রয়েছে। ব্রণ, লালভাব বা জ্বালা কমাতে সাহায্য করে। ভিটামিন সি কালো দাগ কমিয়ে ত্বকের টোন ভালো করতেও সাহায্য করে। পুষ্টিবিদ ভাবনা গর্গ, ত্বক এবং চুল সহ আমলার বিভিন্ন উপকারিতার কথা জানিয়েছেন।
উচ্চ মাধ্যমিকের অনলাইন এনরোলমেন্ট শুরু

কাউন্ট ডাউন শুরু। ইংরেজি নতুন বছর শুরু হলেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায়। আগামী বছর, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইন এনরোলমেন্টের (Online Enrolment) দিন ঘোষণা হল। আগামী ২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ওই প্রক্রিয়া চলবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ জানিয়েছে, ওই নির্ধারিত দিনের মধ্যে স্কুলগুলি এনরোলমেন্ট করলে কোনও জরিমানা দিতে হবে না। স্কুলগুলিকে সংসদের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আগামী বছরের উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর থেকে। তা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সংসদের জেলাভিত্তিক অফিসে আগামী ২৭ নভেম্বর স্কুলগুলিকে দেওয়া হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষা শেষ হলে স্কুলগুলোকে উত্তরপত্র সংরক্ষণ করে রাখার নির্দেশ। সংসদ প্রয়োজন মতো সেই উত্তরপত্র সংগ্রহ করে নেবে বলে জানানো হয়েছে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
পার্থ টেস্টে প্রভাব ফেলবে বৃষ্টি?

শুক্রবার ভারতীয় সময় সকাল ৭.৫০-এ শুরু হবে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)। ভারত এবং অস্ট্রেলিয়া, দুই যুযুধান প্রতিপক্ষ প্রথম টেস্টে মুখোমুখি হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে (Optus Stadium)। প্যাট কামিন্সের (Pat Cummins) সঙ্গে টস করতে নামবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। রোহিত শর্মা (Rohit Shamra) না থাকায় তিনি এই ম্যাচে অধিনায়কত্ব করবেন। প্রশ্ন হল, কালকের টস কতটা গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দিনের খেলায় কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। বেঙ্গালুরুতে ৪৬ রানে অল আউটের বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। বৃষ্টিতে প্রথম দিনের খেলা বাতিল হয়েছিল, দ্বিতীয় দিন মেঘলা থাকা সত্ত্বেও টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। মেঘলা আবহাওয়ায় ম্যাট হেনরিদের সুইংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং লাইন আপ। বিরাট কোহলি (Virat Kohli) সহ পাঁচজন শূন্য করেছিলেন। আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু শুক্রবার পার্থ শহরেও বৃষ্টির সম্ভাবনা আছে। অনুশীলনের দিনগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল। শুক্রবারও ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সুখবর হল, বাকি চারদিনে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে প্রথম দিনের পরিবেশ-পরিস্থিতি কেমন থাকে তার উপর টসের পরের সিদ্ধান্ত অনেকটা নির্ভর করবে। মেঘলা, স্যাঁতস্যাঁতে পরিস্থিতি থাকলে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়া হতেই পারে।