ঘুষ-কাণ্ডে বিবৃতি দিয়ে কী জানাল আদানি গোষ্ঠী?

ভারতের সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে। এ বার সেই ঘুষ-কাণ্ডে মুখ খুলল আদানি গোষ্ঠী। আমেরিকার বিচারবিভাগ এবং সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়েছে আদানি গোষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে সংস্থাটি জানিয়েছে, আদানি গ্রিন এনার্জির ডিরেক্টরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আদানি গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার বিচারবিভাগই জানিয়েছে যত ক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হচ্ছে, তত ক্ষণ তাঁদের নির্দোষ বলে গণ্য করা হবে। বিষয়টি নিয়ে সংস্থার পক্ষ থেকে সমস্ত রকমের আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। আদানি গোষ্ঠী সব সময় আইন মেনেই চলেছে। স্বচ্ছতাই সংস্থার মূল মন্ত্র বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

রুক্মিণীর ‘হাঁটি হাঁটি পা পা’

আসছে রুক্মিণীর ‘হাঁটি হাঁটি পা পা’। একের পর এক হিট ছবি। বুমেরাং, টেক্কা, এমনকি আসন্ন রিলিজ বিনোদিনী নিয়েও চর্চায় রয়েছেন রুক্মিণী। এবার নয়া ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। নতুন ছবি হাঁটি হাঁটি পা পা…তে দেখা যাবে রুক্মিণীকে। সদ্যই তিনি প্রকাশ করেছেন সেই ছবির মোশন পোস্টার। ব্যাক্তি বিশেষে বদলায় প্রেমের ধরণ। অন্য ধরনের প্রেম-ভালবাসার গল্প বলতে চলেছে অর্ণব মিদ্যে। প্রেম হোক বন্ধু প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ব বোধ, থাকে একে অপরের প্রতি শ্রদ্ধা। সেই ভালবাসার কথা বলবে হাঁটি হাঁটি পা পা। ছবিতে মূখ্য চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। রুক্মিণী কী লিখলেন সেই পোস্টার দেখিয়ে? পোস্টারে দেখা গিয়েছেস কোনও এক সমুদ্র তটের ছবি। যেখানে দেখা যাচ্ছে বালি এবং সমুদ্রের জলোচ্ছ্বাসের মেলবন্ধন, সঙ্গে দুটি পা। বড় পায়ের পাশে ছোট্ট একটি পা। ছবি দেখে বোঝা যাচ্ছে, সন্তান এবং মায়ের গল্প, তা নিয়েও আলোচনা তুঙ্গে।

শামি কি অস্ট্রেলিয়া যাবেন?

মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami)। প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই এই পারফরম্যান্সের পর শোরগোল উঠেছে, শামিকে কেন অস্ট্রেলিয়ায় পাঠানো হবে না? বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) দীর্ঘ পাঁচ টেস্টের সিরিজ। তাই অনেকেই আশায় আছেন, তৃতীয় কিংবা চতুর্থ টেস্টের সময় তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। শামিকে নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। তিনি স্বীকার করেছেন যে শামির প্রত্যাবর্তন ভারতের জন্য বিরাট সুখবর। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁকে খেলানো হবে কি না তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। বরং আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ডানহাতি পেসারকে সবরকম সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন মর্কেল। ভারতের বোলিং কোচ বলেন, “আমরা শামির উপর নজর রেখে চলেছি। ও প্রায় এক বছর মাঠের বাইরে ছিল। খেলায় ফিরেছে সেটা আমাদের জন্য বড় জয়। দলে ফিরতে কীভাবে ওকে সাহায্য করতে পারি? ভারতে আমাদের প্রতিনিধিরা কাজ করে চলেছে। শামি একজন বিশ্বমানের বোলার।” মর্কেলের কথাতে মোটামুটি পরিষ্কার, অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না শামির।

রাজ্যজুড়ে ঘন কুয়াশা, শীতের দাপট

শীতের দাপট শুরু না হলেও রাজ্যজুড়ে পারদের পতন ঘটেছে। ইতিমধ্যে উত্তরে হাওয়ার প্রভাব দেখা যাচ্ছে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের মতো আগামী সপ্তাহের শুরু পর্যন্ত শুষ্ক আবহাওয়ার ধারা অব্যহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর জানিয়েছে যে, আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবারও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বুধবার এবং বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। অন্যদিকে, ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি পরবর্তী দু’দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি। তাই এখনও কোনওরূপ সতর্কতা জারি করা হয়নি।