নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের পথে ছুটল টয়ট্রেন

বঙ্গে এসেছে শীত। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও পারদের পতন ঘটছে। ভ্রমণপ্রিয় বাঙালির মন এবার দার্জিলিংয়ের পাহাড়ি সৌন্দর্যে হারিয়ে যাওয়ার জন্য ডানা মেলবে। সেই কারণে নতুনভাবে সেজে উঠছে বাংলার বাংলার এই শৈলশহর। রবিবার থেকেই সাদা ধোঁয়া ছেড়ে ফের ছুটল টয়ট্রেন। প্রতিবছর বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগের জেরে নিজের ছন্দ হারায় পাহাড়। একাধিক জায়গায় ধস নামে। বিচ্ছিন্ন হয় পাহাড় সমতলের যোগাযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে পড়ে ঐতিহ্যবাহী টয়ট্রেন। বর্ষায় দার্জিলিংয়ের টয়ট্রেন বন্ধ হওয়ায় বিষন্নতা দেখা যায় পর্যটকদের মধ্যে। তবে এবার পর্যটকদের এই ইচ্ছেপূরণ করতে রেল কর্তৃপক্ষ ফের চালু করল টয়ট্রেন পরিষেবা। রবিবার প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের পথে ছুটল টয়ট্রেন। এই বিষয়ে কাঠিয়ার ডিভিশনের ডিআরএম জানান, ইচ্ছে থাকলেও প্রকৃতির কাছে হার মানতে হয় সকলকে, তাই টয়ট্রেন চালানো সম্ভব হয় না বছরের বেশ কিছু সময়। তবে ফের শীতের মরশুমে টয় ট্রেন চালু করতে পেরে তিনি খুশি। তিনি আশাবাদী, এবার প্রচুর পর্যটক টয়ট্রেনের আনন্দ উপভোগ করবেন।
একফ্রেমে মিঠুন-অঞ্জন

মৃণাল সেনের হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং অঞ্জন দত্ত (Anjan Dutta)। দুই ডাকসাইটে অভিনেতাকেই একফ্রেমে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। সম্পর্কের জটিল ধাঁধার সমীকরণের গল্প বলবে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’র (Shriman Vs Shrimati)। শুক্রবার সেই ছবির সিনেমারই টিজার পোস্টারে ঝলক দেখালেন পথিকৃৎ বসু। সিনেমারই টিজার পোস্টারে দেখা গেল কোর্টের এক টুকরো দৃশ্য। যেখানে বিয়ে টিকিয়ে রাখার জন্য এক দম্পতির প্রচেষ্টার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রথমবার পর্দায় মুখোমুখি হতে চলেছেন মিঠুন-অঞ্জনকে। ছবিতে মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্তর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, অঞ্জনা বসু, সত্যম ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য এবং বিশ্বনাথ বসুকে। দেশের সবথেকে দীর্ঘ সময় ধরে চলা ডিভোর্স মামলার ঘটনা অবলম্বনে এই সিনেমা। দীর্ঘ ২৭ বছর ধরে চলা এক ডিভোর্স মামলা নিয়েই সিনেমার গল্প। তবে ২৭ বছরেও আইনত তাঁদের বিচ্ছেদ হয়নি। এই দম্পতির ভূমিকায় দেখা যাবে মিঠুন-অঞ্জনাকে। অঞ্জন দত্তকে দেখা যাবে অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে। এছাড়াও ছবিতে থাকবে নানা চমক। এক ডিভোর্স মামলা ও সম্পর্কের টানাপোড়েনের নিয়ে এগোবে ছবির গল্প। যা কিনা দেশের আইনের ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে চলা বিবাহ বিচ্ছেদের মামলা।
নাইজেরিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত ‘বন্দে মাতরম’ স্লোগানে

তিনদিনের সফরে নাইজেরিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra modi) । প্রধানমন্ত্রী ব্রাজিলে জি ২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ তিন দেশের সফর শুরু করেছেন। তিনি নাইজেরিয়া (Nigeria), ব্রাজিল এবং গায়ানা সফর করবেন। মোদি ১৭ বছরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পশ্চিম আফ্রিকার দেশ সফর করছেন। রবিবার আবুজা পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে বসবাসরত মারাঠি সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মারাঠি ভাষাকে ধ্রুপদ ভাষার তকমা দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ জানান তাঁরা। পরিবেশ করা হয় মারাঠি নৃত্য ‘লাভনি’। বিমানবন্দরে নামতেই মোদিকে নাইজেরিয়ায় স্বাগত জানান দেশের প্রেসিডেন্ট টিনুবু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমাদের দ্বিপাক্ষিক আলোচনা উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও বৃদ্ধি করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করব আমরা। নাইজেরিয়ায় স্বাগত, প্রধানমন্ত্রী মোদি।’ এর জবাবে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট টিনুবু। কিছুক্ষণ আগেই নাইজেরিয়ায় অবতরণ করেছি। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। এই সফর আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বকে আরও গভীর করুক।’
শীত কবে? বড় আপডেট হাওয়া অফিসের

উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ, সকালের দিকে অল্প হলেও বাতাসে হিমেল হাওয়ার পরশ। তাপমাত্রার পারদ পতন হচ্ছে। আবহাওয়া (Weather) জানান দিচ্ছে শীত (Winter) আসছে। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। আগামী দু দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় সপ্তাহান্তে মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আরও নামল দিন ও রাতের পারদ। উনিশের ঘরে কলকাতার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া,বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি।