সপ্তাহান্তে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ

সপ্তাহান্তে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত হাওড়া ব্রিজ বন্ধ থাকবে। এই ৫ ঘণ্টা চলবে না কোনও যান চলাচল করবেনা। শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। এর জন্য কলকাতা পুলিশের তরফে বিকল্প রাস্তার কথাও বলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত কোনও যানবাহন চলবে না হাওড়া ব্রিজ দিয়ে। তার পর থেকে আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। স্বাভাবিক যান চলাচল করবে। কলকাতা পুলিশের তরফে বিকল্প পথের তালিকও প্রকাশ করা হয়েছে। স্ট্র্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এমজি রোড ও স্ট্র্যান্ড রোডের ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে নিবেদিতা সেতু দিয়ে পরিবহণ স্বাভাবিক থাকবে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে এমজি রোড থেকে ঘুরে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাওড়ার দিকে যেতে হবে। ব্র্যাবোর্ন রোড দিয়ে যাতায়াতকারী গাড়িগুলি স্ট্র্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যেতে পারবে। দক্ষিণ কলকাতা এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজমুখী গাড়িগুলি বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া গাড়ি চলবে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজিপাড়া ক্রসিং দিয়ে।

সুখবর শোনালেন রূপসা

৩ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ। বিয়ের মাস ঘুরতেই শুখবর শোনালেন অভিনেত্রী। মা হচ্ছে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। জানান, তাঁর শরীরে বেড়ে উঠছে আরও একটা প্রাণ। গত বছরই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন রূপসা-সায়নদীপ। চলতি বছরে অক্টোবরের সামাজিক বিয়ে করেছে অভিনেত্রী। বিয়ের একমাসের মধ্যেই তিনি সুখবর দিয়েছেন তিনি মা হতে চলেছেন। স্বামী সায়নদীপকে পাশে নিয়ে গোলাপি-নীল-সাদা কেক ও বাচ্চাদের জন্য নীল ও গোলাপি জামা জুতো ছবি পোস্ট করে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। রূপসা বললেন, ‘যখন থেকে জানতে পেরেছি মা হতে চলেছি, তখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ফাইনালি সবাইকে সুখবরটা দিলাম, এখন মনে হচ্ছে আমি অনুভব করতে পারছি সত্যি আমি মা হতে চলেছি! প্রতিদিন বুঝতে পারছি শরীরের আমার ভিতরে একটা প্রাণ বেড়ে উঠছে।

দ্বিতীয়বার বাবা হলেন রোহিত

দ্বিতীয়বার বাবা হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার (১৫ নভেম্বর) পুত্রসন্তান প্রসব করলেন তাঁর স্ত্রী রীতিকা সজদেহ (Ritika Sajdeh)। ২০১৮ সালে প্রথম সন্তান সামাইরার জন্ম হয়েছিল। রোহিত কিংবা রীতিকা কেউই পুত্রসন্তানের জন্মের খবর আনুষ্ঠানিকভাবে জানাননি। এমনকী রীতিকার অন্তঃসত্ত্বা হওয়ার কথাও ছিল লোকচক্ষুর অন্তরালে। তবে বর্ডার-গাভাসকর (Border-Gavaskar Trophy) ট্রফির শুরুতে রোহিতের না থাকার খবর সামনে আসতেই সন্তান জন্মের বিষয়টি বোঝা যায়। ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্ট। বাকি দল কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছে। এবার সবথেকে বড় প্রশ্ন তিনি প্রথম টেস্ট খেলতে পারবেন কি না। সন্তান জন্ম দেওয়ার পর স্ত্রী রীতিকা এখন বিশ্রামে। তাঁর পাশে থাকতে হবে রোহিতকে। নবজাতক এবং সামাইরার দেখভাল করতে হবে। এই পরিস্থিতিতে পরিবার ছেড়ে অস্ট্রেলিয়া যাবেন কি না সন্দেহ আছে। রোহিত না গেলে পার্থে অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতের টেস্ট দলের তিনিই সহ-অধিনায়ক। তবে রোহিত যেমন পরিবারের পাশে আছেন, তেমন ক্রিকেট থেকেও দূরে নেই। বাকি দল অস্ট্রেলিয়ায় অনুশীলন করছে, মুম্বইতে নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেল অধিনায়ককে। বুঁচি বাবু টুর্নামেন্টের ম্যাচ দেখতেও দেখা গিয়েছে তাঁকে।

ঝাঁসি মেডিক্যাল কলেজে মর্মান্তিক অগ্নিকাণ্ড, মৃত ১০ নবজাতক

ভয়াবহ আগুন লাগল ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে। আগুন লেগেছে শিশু বিভাগে, ইতিমধ্যেই ১০টি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। আরও ১৬টি শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন লাগার সময় শিশু বিভাগে ভর্তি ছিল ৫৪টি নবজাতক। তাদের বয়স এক দিন থেকে এক মাস। ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার ১০টি শিশুর মৃত্যুর মর্মান্তিক খবর দিয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার রাত ১০.৩০টা নাগাদ আগুন লাগে মেডিক্যাল কলেজের এনআইসিইউ বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তবে দমকল পৌঁছনোর আগেই ওয়ার্ডের জানালা ভেঙে ৪০টি শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট হলেও বিস্তারিত কারণ জানতে তদন্ত করা হবে। এর জন্য সরকারি কমিটি গঠন করা হয়েছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের পাঁচ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।