সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন তিলক?

টি২০তে সাম্প্রতিক কালে ভারতীয় দলে তিন নম্বরে ব্যাট করতে নামছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বুধবার ফার্স্ট ডাউনে নামেন তিলক বর্মা এবং তারপরের কাহিনি সবার জানা। দক্ষিণ আফ্রিকার বোলারদের ধুনে দিয়ে ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিলক। তাঁর ইনিংসটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতে ভারত ২-১ এগিয়ে গিয়েছে। চমকপ্রদ ইনিংসের পর তিলকের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ দর্শক থেকে বিশেষজ্ঞরা। তবে সাফল্যের কৃতিত্ব অধিনায়ককে দিচ্ছেন ম্যাচের নায়ক। তিলক বলছেন, অধিনায়ক সূর্য আমায় সুযোগ দিয়েছেন, সমস্ত কৃতিত্ব তাঁরই প্রাপ্য। এদিকে সূর্য বলছেন, তিলক আমার রুমে এসে জিজ্ঞেস করে যে ওকে তিন নম্বরে ব্যাট করতে দেব কি না। আমি সম্মতি দিয়েছিলাম এবং বললাম নিজের মতো করে খেলো। তিলক সুযোগ পেয়েছে এবং সেটা কাযে লাগিয়েচগে। ও আর ওর পরিবারের জন্য আমি খুব খুশি। প্রসঙ্গত, বুধবার প্রথমে ব্যাট করে ২১৯ করেছিল ভারত। তিলকের সেঞ্চুরি ছাড়াও ভালো রান করেন অভিষেক শর্মা। তিনটি চার এবং পাঁচটি ছয় সহ ২৫ বলে ৫০ করেন তিনি। প্রোটিয়াদের জয়ের আশা দেখাচ্ছিলেন হেনরিখ ক্লাসেন। তিনি আউট হতে আশায় জল পড়ে যায়। কিন্তু শেষ বেলায় অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলেছিলেন মার্কো জ্যানসেন। ১৭ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি, ভারত জিতে যায় ১১ রানে।

চলতি সপ্তাহ থেকেই শীতের আমেজ?

উইকেন্ডে শহর কলকাতায় হাওয়া বদল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। ঘন কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গের কিছু এলাকা। রাজ্যে বৃষ্টির সম্ভবনা আপাতত নেই। দার্জিলিঙয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া? শহর কলকাতায় সপ্তাহ শেষে আবহাওয়ার পরিবর্তন। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ শুরুর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ।মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া,বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা।পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই পারা পতন। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। আগামী পাঁচ দিনে‌ তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। চলতি সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। উইকেন্ডে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।