হাসপাতাল থেকে ছাড়া পেলেন লহমা!

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। আর এই খবর সামনে আসার পরই তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কী হল অভিনেত্রীর? জানা যাচ্ছে, শুটিং ফ্লোরে নাচ করতে গিয়ে চাপ পড়ে তাঁর ডান পায়ের বুড়ো আঙুলের নখ মাংসের মধ্যে ঢুকে যায়। আর যার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেত্রীকে। আপাতত অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। অভিনেত্রী হাসপাতালে ভর্তি তা নিজেই লহমা জানান সোশ্যাল মিডিয়াতে। একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী, সেখানে দেখা যায় লহমার হাতে স্যালাইনের চ্যানেল। জানা যাচ্ছে, মঙ্গলবার ‘চালচিত্র’ ছবির একটি বিশেষ গানের শুটিং চলছিল পরিচালক প্রতিম ডি’গুপ্তর অধীনে। গানের শুটিংয়ে উপস্থিত ছিলেন দুই অভিনেতা টোটা রায়চৌধুরী এবং শান্তনু মহেশ্বরী। সেই গানেরই অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন লহমা। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী লেখেন, “সেটে দিনটা অন্যভাবে পরিকল্পনা করেছিলাম, কিন্তু কী হয়ে গেল। দুর্ঘটনা ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়ে গিয়েছে এবং আমি ভালই আছি।’’ তবে জানা যাচ্ছে আপাতত লহমা ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। এমনকি হাসপাতাল থেকেও ছাড়া পেয়ে গেছেন তিনি। ঘরেই বিশ্রামে আছেন অভিনেত্রী।

অস্ত্র কারখানার হদিশ কলকাতা পুলিশের

আশেপাশের সবাই জানতেন সেখানে তৈরি হয় খাবার থালা। আচমকাই সেখানে পুলিশে ছয়লাপ। কলকাতা পুলিশ, বিহার পুলিশের গাড়ির সাইরেন। রাতের অন্ধকারে চমকে ওঠেন এলাকার মানুষ। ঘটনা তাজ্জব সবাই। জানা গেল, সেই খাবার থালা তৈরির আড়ালে মাটির নীচে রয়েছে গোপন সুড়ঙ্গ। সেখানেই তৈরি হত ভয়ঙ্কর সব মারণাস্ত্র। পুলিশ উদ্ধার করল প্রচাুর আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় দুজন গ্রেফতার। সেখান থেকে অস্ত্র আসত এই রাজ্যে সেই সূত্রে এই পুলিশি অভিযান। ভিন রাজ্যে গিয়ে মাটির তলায় থাকা অস্ত্র কারখানার হদিশ বার করার সাফল্য কলকাতা পুলিশের। বিহারের ভাগলপুরের পর এক মাসের মাথায় ফের বিহারে ঢুকে অস্ত্র কারখানার নাগাল ভারতের ‘স্কটল্যান্ড ইয়ার্ডের’। ধৃত কারখানা মালিকের নাম মহম্মদ মোনাজির হুসেন ও তাঁর শ্যালক মহম্দ নাসিম। বুধবার রাতে বিহারের তারাপুরের ঘটনা। এই ঘটনায় কলকাতা পুলিশের এসটিএফকে সাহায্য করেছে বিহার এসটিএফ, স্থানীয় তারাপুর থানার পুলিশও। গোপন সূত্রে খবর পেয়ে হানা লালবাজারের। দীর্ঘদিন ধরে সেখানে আগ্নেয়াস্ত্র তৈরি হত। বন্দুকের যান্ত্রাংশও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখান থেকে উদ্ধার হয়েছে, ৬টি ৭ এমএম পিস্তলের যন্ত্রাংশ। পিস্তলের বাট, ড্রিলিং মেশিনও উদ্ধার হয়েছে। অভিযোগ, ঝাড়খণ্ড ও বিহারে বেআইনিভাবে তৈরি হওয়া সেই সব আগ্নেয়াস্ত্র এই রাজ্যে ঢোকে। গত তিন বছরে ওই দুই পড়শি রাজ্যে এই নিয়ে ১৪তম অস্ত্র কারখানার হদিশ।

‘বাজিগর ২’ করবেন শাহরুখ?

ওয়েব ডেস্ক: বাজিগর আজও নব্বই দশকের নস্টালজিয়া। ২০২৪ যখন তাঁর ‘পাঠান’ বা ‘জওয়ান’ অবতারে শাহরুখ খানকে নিয়ে যখন বুঁদ, তখন আরও এক বার স্মৃতি উস্কে যদি ১৯৯৩ সালের পুরনো অবতারে শাহরুখ ধরা দেন, কেমন হবে? একটু খুলেই বলা যাক, ‘বাজিগর ২’ তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। আর সেই ঘটনাই নাকি ঘটাতে চলেছেন প্রযোজক রতন জৈন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের কানে ইতিমধ্যেই তিনি বিষয়টি তুলে দিয়েছেন। ছবিটি যে হবেই, সে বিষয়ে রতন আশ্বস্ত করেছেন সাংবাদিকদের। পাশাপাশি এ-ও জানিয়েছেন, পুরোটাই নির্ভর করছে কিং খানের উপরে। নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ রাজি হলে তবেই তিনি ‘বাজিগর ২’ বানাবেন। শাহরুখ যদি নায়ক হতে রাজি হন, তাহলে নায়িকা? এই প্রশ্নের উত্তর সাংবাদিকেরা স্পষ্টভাবে দেননি প্রযোজক। তিনি এখনই পুরোটা ভাঙতে চাননি। বদলে জানিয়েছেন, আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকিটা শাহরুখের উপরে নির্ভর করছে।

সামান্থার জায়গায় শ্রীলীলা

ওয়েব ডেস্ক: ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির সাফল্যে বড় ভূমিকা ছিল একটি গানের— ‘উঁ অন্তভা’। শুধু গানের কথা বা সুর নয়, তারই সঙ্গে জুড়ে গিয়েছিল দক্ষিণী নায়িকা সামান্থা প্রভুর বিভঙ্গ, তাঁর আবেদনে উত্তাল হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। কিন্তু ‘পুষ্পা ২’ ছবিতে দেখা যাবে না সামান্থাকে। তাঁর জায়গায় এ বার দেখা যাবে দক্ষিণের আর এক অভিনেত্রী শ্রীলীলাকে। মিনিট তিনেকের গানে নাচবেন। ওই ৩ মিনিটের গানের জন্যই সামান্থা পেয়েছিলেন ৫ কোটি টাকা। তবে শ্রীলীলাকে দেওয়া হবে মাত্র ২ কোটি টাকা। কে এই শ্রীলীলা? দক্ষিণী ছবির জগতে জনপ্রিয় মুখ শ্রীলীলা। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে তাঁর গান ‘কুর্চি মাধাথাপেট্টি’। এ গানের চিত্রায়ণে তাঁর বিপরীতে রয়েছেন মহেশ বাবু।   View this post on Instagram   A post shared by Sreeleela (@sreeleela14)