বিয়ে হল ভিডিও কলে

বিয়ে বলে কথা। কত রীতি-নীতি রয়েছে, সেই সব নিয়ম মেনে তবেই বিয়ে হয়। তার জন্য মানসিক প্রস্তুতিও লাগে। আবার সবচেয়ে বড় যেটা সেটা হল প্রয়োজনীয় ছুটি। কিন্তু সেই ছুটি যদি না পাওয়া যায়, তাহলে বিয়ে কী করে হবে। এবার ঘটে গেল অভিনব ঘটনা। বিয়ে হল ভিডিও কলে। হ্যাঁ, আপনারা ঠিকই পড়ছেন। তাহলে বিষয়টা খুলেই বলা যাক। তরুণের নাম আদনান মহম্মদ। চাকরিসূত্রে তুরস্কে থাকেন তিনি। আদতে তিনি ছত্তীসগড়ের বিলাসপুরের বাসিন্দা। তাঁর হবু স্ত্রী হিমাচল প্রদেশের মান্ডিতে থাকেন। আদনানের হবু স্ত্রীর দাদুর ইচ্ছা ছিল, মৃত্যুর আগে তিনি নাতনির বিয়ে দেখে যাবেন। তাই বিয়ের তারিখ তাড়াতাড়ি ঠিক করে ফেলেন তাঁরা। বিয়ে উপলক্ষে দেশে ফেরারও কথা ছিল আদনানের। কিন্তু ছুটির আবেদন খারিজ করে দেন তাঁর বস। এ দিকে বিয়ের তারিখও পিছিয়ে দেওয়া যাবে না। অগত্যা ভিডিও কলেই বিয়ে সারতে হল আদনানকে। পিটিআই সূত্রে খবর, বরযাত্রী নিয়ে বিলাসপুর থেকে মান্ডিতে যান আদনানের পরিবারের সদস্যেরা। বর এবং কনেপক্ষের উপস্থিতিতে ভিডিও কলে আদনানের সঙ্গে বিয়ে সারেন তরুণী। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral News)।

অসুস্থ বিমান বসু

কলকাতা: অসুস্থ সিপিআইএম নেতা বিমান বসু। গতকাল, সোমবার রাত ৯ টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় বিমান বসুকে। জানা গিয়েছে, রাতে ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস‍্যার কারণে অসুস্থ বোধ করেন সিপিআইএম নেতা। প্রবীণ নেতার বয়স বর্তমানে ৮৪ বছর। আপাতত আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। জেনারেল বেডেই রাখা হয়েছে তাঁকে।

প্রয়াত মনোজ মিত্র

প্রয়াত হলেন নাট্যকার মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে প্রখ্যাত এই নাট্যকারের প্রয়াণের খবরটি জানান তাঁর ভাই তথা সাহিত্যিক অমর মিত্র। মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের দাপুটে শিল্পী। ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল, তাঁর হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। হার্ট পাম্পের সমস্যা রয়েছে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে। সোডিয়াম-পটাসিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা গেল!

রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের হাত ধরে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কেরল এবং মাহেতে। অন্যদিকে, মঙ্গলবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বৃষ্টি হবে। অন্য জায়গাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।