পাঁজরে চোট পেলেন সুনীল শেট্টি

আপাতত বড়পর্দা থেকে সরে ছোটপর্দায় অভিনয়ে মন দিয়েছেন বলিউড তারকা সুনীল শেট্টি। ইদানীং একটি ওয়েব সিরিজের কাজে ব্যস্ত তিনি। শুটিং চলাকালীন সেটেই সামান্য চোট পেয়েছেন অভিনেতা। আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন ৬৩ বছর বয়সী অভিনেতা। আবারও জোর কদমে শুটিং করার প্রস্তুতি নিয়ে চলেছেন তিনি। সূত্রের খবর, মুম্বইয়ে ‘হান্টার সিজন ২’-এর শুটিং চলাকালীন চোট পান সুনীল। কীভাবে ঘটল এই ঘটনা? নিজেই মাইক্রোব্লগিং সাইটে লিখেছেন সুনীল। লিখছেন,’ছোটখাটো চোট, গুরুতর কিছু না! আমি পুরোপুরি সুস্থ আছি এবং পরবর্তী শটের জন্য প্রস্তুত। সবার ভালোবাসা ও যত্নের জন্য কৃতজ্ঞ। #OnSet।’ উল্লেখ্য, ‘হান্টার’-এর জন্য তীব্র মারামারির দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা। অভিনেতার অবস্থা খতিয়ে দেখতে এক্স-রে মেশিন নিয়ে চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়েছেন বলেও খবর হয়েছিল।
মেট্রোয় ‘আত্মহত্যা’র চেষ্টা! ব্যাহত পরিষেবা

কলকাতা: ফের মেট্রোয় ‘আত্মহত্যা’র চেষ্টা! ব্যাহত মেট্রো পরিষেবা। শুক্রবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে শোভাবাজার সুতানুটি স্টেশনে মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জেরে ব্যহত মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। চরম ভোগান্তির শিকার যাত্রাীরা। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, কবি সুভাষ থেকে সেন্ট্রাল স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। যাত্রীদের মধ্যে অনেকেই দুর্ভোগের মধ্যে পড়েছেন। কেউ কেউ মেট্রো ছেড়ে বাসে বা অন্য কোনও গণপরিবহণে গন্তব্যের উদ্দেশে রওনা দদিয়েছেন।
ভোটে হার, সমর্থকদের উদ্দেশে কী বললেন জো বাইডেন?

ওয়েব ডেস্ক: হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্পের। সিনেটের দখল ফের রিপাবলিকানদের হাতে। আমেরিকার মাসনদে ফের ট্রাম্পের প্রত্যাবর্তনের পর প্রতিক্রিয়া দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার দ্বিতীয়বার ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট প্রতশ্রুতি দেন, ডোনাল্ড ট্রাম্পের দুর্দান্ত নির্বাচনী জয়ের পর তিনি শান্তিপূর্ণভাবে ট্রাম্পের হাতে হস্তান্তর করবেন ক্ষমতা। পাশাপাশি তাঁর সমর্থকদের উদ্দেশে বাইডেন এও বলেন, “পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত হয়েছি”। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে সংক্ষিপ্ত ভাষণে জো বাইডেন তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, “ বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। আমার বাবা বলতেন, কোনও এক পদ থেকে আমরা ছিটকে পড়তেই পারি, কিন্তু আমাদের চরিত্রের পরিমাপ হল আমরা কত দ্রুত সেই জায়গা থেকে উঠে আসি। পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত, আমাদের স্বপ্নের আমেরিকা আমাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে।“
‘ভাগাম ভাগ ২’ আসছে

২০ বছর বাদে ফের পর্দায় ফিরছে ‘ভাগম ভাগ’। অক্ষয় কুমারের সঙ্গে থাকছেন গোবিন্দা-পরেশ। একের পর এর ফ্লপ, কমেডির দিকে ঝুঁকেছেন ‘খিলাড়ি’। ‘ভাগম ভাগ’ ছবির সত্ত্ব কিনে নিয়েছেন অক্ষয় কুমার। খুব তাড়াতাড়ি আসছে অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়াল-এর এই ছবির সিকুয়্যাল। ২০০৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার, গোবিন্দা এবং পরেশ রাওয়ালকে। সূত্রের খবর, এবার এই ছবির সিক্যুয়েল বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন অক্ষয়। এবং এও শোনা যাচ্ছে ‘ভাগম ভাগ ২’তেও অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন গোবিন্দা। ইতিমধ্যেই ‘ভাগম ভাগ’-এর সিক্যুয়েলের চিত্রনাট্য লেখাও নাকি শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ফের একবার প্রিয়দর্শনকেই এই ছবির পরিচালকের আসনে দেখা যেতে পারে। প্রসঙ্গত, নতুন বছরে অক্ষয় কুমারের একাধিক ফ্রাঞ্চাইজির ছবি মুক্তি পাওয়ার কথা। যার মধ্যে রয়েছে হাউসফুল- । এই ছবির শ্য়ুটিংয়েই ব্যস্ত রয়েছেন অক্ষয়। শোনা যাচ্ছে, অক্ষয়ের আরও দুই হিট ছবি ‘হেরা ফেরি’, ‘গরম মসালা’-র সিকুয়্যালও আসতে পারে। এছাড়াও নতুন বছরে আসার পারে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘ভূত বাংলো’, ‘জলি এলএলবি’- সিকুয়্যাল।