IPL নিয়ে বড় মন্তব্য জেমস অ্যান্ডারসনের

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিকে সাধারণত তরুণদের খেলা বলা হয়। আইপিএলেও প্রতি বছর অনেক তরুণ ক্রিকেটার নজর কাড়েন। সেই প্রতিযোগিতায় এ বার নামতে চান জেমস অ্যান্ডারসন। তাঁর একটি বিশেষ কারণ রয়েছে। আইপিএলের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তিনি। অ্যান্ডারসন বলেন, “আমার মনে হয় এখনও আমি খেলার ক্ষমতা রয়েছে। আইপিএলে কোনও দিন খেলিনি। এই অভিজ্ঞতা আমাকে আরও কিছু দিন খেলা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।” টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ইংল্যান্ডের জাতীয় দলে মেন্টরের দায়িত্ব সামলেছেন অ্যান্ডারসন। ভবিষ্যতে কোচ হওয়ার বাসনা তাঁর রয়েছে। সেখানেও আইপিএলকে গুরুত্ব দিচ্ছেন তিনি। অ্যান্ডারসন বলেন, “আমি কয়েক দিন কোচিং করিয়েছি। ইংল্যান্ড দলের মেন্টর ছিলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কোচিং করাতে পারি। আইপিএল খেললে ক্রিকেটের জ্ঞান আরও কিছুটা বাড়বে। সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে।”

খুনের হুমকি পেলেন শাহরুখ খান

ওয়েব ডেস্ক: সলমন খানের পরে এ বার শাহরুখ খান। রায়পুর থেকে খুনের হুমকি পেলেন এসআরকে। জানা গিয়েছে, ফইজান নামে এক ব্যক্তির তরফে এই হুমকি ফোন আসে। ঘটনার পরে মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিয়োগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সূত্রে খবর, ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বই পুলিশ। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি সফল হওয়ার পরের ঘটনা এটি। ঘটনার পরে মুম্বই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। ২৪ ঘণ্টা তাঁর পাশে ছিলেন ৬ জন স্বশস্ত্র নিরাপত্তারক্ষী।

ছট পুজোতেও বৃষ্টি?

ওয়েব ডেস্ক: কালীপুজোর আগে ওড়িশার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা’। যার জেরে, কলকাতা সহ বঙ্গের বিভিন্ন এলাকায় দেখা মেলে ভারী বৃষ্টিপাতের। তারপর আবারও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে এবার আবহাওয়া দফতর সুত্রে খবর, বঙ্গে আপাতত নতুন করে ভারী বৃষ্টিপাত তো দূর, হালকা বৃষ্টির সম্ভাবনাও ক্ষীণ। তবে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গের কিছু প্রান্তে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। নভেম্বর পড়ে গেলেও বঙ্গে শীতের আমেজ এখনও আসেনি বললেই চলে। রাজ্যে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত শীত পড়বেনা বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকালের দিকে রাজ্যের কোন কোন প্রান্তে কুয়াশা এবং ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হলেও তাপমাত্রার হেরফের হবেনাই বলে জানানো হয়েছে। তাহলে কবে থেকে রাজ্যে দেখা মিলবে শীতের? আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে দেখা মিলতে পারে শীতের।