প্রকাশিত ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার

ওয়েব ডেস্ক: রণবীর কাপুরের পরবর্তী ছবি ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার। দীর্ঘ দিন ধরেই আলোচনার কেন্দ্রে নীতীশ তিওয়ারি পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ছবিতে রামের ভূমিকায় রণবীরের পাশাপাশি সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। প্রথম পোস্টারে দেখা গিয়েছে ছবি মুক্তির সম্ভাব্য সময়। দু’টি ভাগে মুক্তি পাবে এই ‘ম্যাগনাম ওপাস’। প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি পরের বছর দীপাবলিতে। এমন তথ্য পেয়ে উৎসাহিত দর্শক। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নমিত মলহোত্র। সেখানে দক্ষিণী ছবির দর্শক উৎসাহ দেখিয়েছেন রাবণের চরিত্রে যশকে দেখার বিষয়ে। পোস্টারে দেখা যাচ্ছে একটি বাণ আকাশ ফুঁড়ে চলেছে, আগুনের ঝলকে। প্রযোজক নমিত লিখেছেন, “প্রায় ৫০০০ বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, তাকে নিয়ে ছবি করার স্বপ্ন দেখিছিলাম প্রায় এক দশক আগে। আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তা একটা রূপ পেতে চলেছে, আমি খুবই উত্তেজিত। উদ্দেশ্য একটাই, আমাদের ইতিহাস, আমাদের সত্য, আমাদের সংস্কৃতি— রামায়ণকে বিশ্ব দরবারে সর্বাধিক প্রামাণ্য, পবিত্র এবং দৃশ্যত চমকদার করে উপস্থাপন করা।”
আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়েব ডেস্ক: আমেরিকার হোয়াইট হাউসে ফের ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় বুধবার দুপুরের মধ্যেই জাদুসংখ্যা পার করে ফেলেছেন তিনি। তাই চার বছর পর ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের আসনে তিনি। ২০২০ সালে নির্বাচনে হেরে গিয়ে হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল তাঁকে। এ বার তিনি প্রত্যাবর্তন করলেন। মার্কিন ইতিহাসে ১৩২ বছরে এই প্রথম কোনও নেতা একটানা নয়, মেয়াদের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যাঁকে ইমপিচ করা হয়েছিল। মার্কিন ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ইমপিচমেন্টের পরও ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
শীত কবে আসছে?

কলকাতা: শীত কবে আসছে বঙ্গে? এটাই এখন প্রশ্ন। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গল ও বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু’-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তার পর থেকে দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি করা হয়নি। আপাতত দক্ষিণের কোথাও পারদ নামারও সম্ভাবনা নেই। আগামী দু’দিন ভোরের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা। অন্য দিকে, উত্তরের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। শনিবারও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু কিছু জায়গা। তবে মাঝে শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরে। উত্তরেও এখনই আসছে না শীত।
আজ কখন শুনানি আরজি কর মামলার?

ওয়েব ডেস্ক: মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে সেই শুনানি স্থগিত করে দেন প্রধান বিচারপতি। তবে তিনি জানান, বুধবারই এই মামলার শুনানি হবে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশনামাতেও সে কথার উল্লেখ রয়েছে। জানানো হয়, বুধবার শুনানির তালিকায় প্রথম থাকবে আরজি কর মামলা। গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ থেকে এক মহিলা চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে তাঁকে ধর্যণ করে খুন করা হয়েছে। গত তিন মাস ধরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার পরই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে মামলা শুনবে বলে জানায়। সেই থেকে শীর্ষ আদালতের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত করছে সিবিআই।