বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কতটা কঠিন ভারতের?

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন রোহিত শর্মারা। শীর্ষে অস্ট্রেলিয়া। তিন ও চার নম্বরে থাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৬২.৫০। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্বকাপের ফাইনাল খেলে। এই সিরিজের আগে ১১টি টেস্টের মধ্যে আটটি জিতেছিল ভারত। কিন্তু এই সিরিজের পর ভারত ১৪টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, পাঁচটি হেরেছে ও একটি ড্র করেছে। ভারতের পয়েন্ট ৯৮। কিন্তু রোহিতদের পয়েন্টের শতাংশ অস্ট্রেলিয়ার থেকে কম। ৫৮.৩৩ শতাংশ। তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ন’টি টেস্টের মধ্যে পাঁচটি জিতেছে তারা। হেরেছে চারটি। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬ শতাংশ। ঘরের মাঠে সিরিজ় হারলেও এখনও টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ রয়েছে ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ জিততে হবে টিম ইন্ডিয়াকে।
১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’

ওয়েব ডেস্ক: শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছেন নতুন সিনেমা ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’। এই ছবিতে বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে। অনসাম্বল কাস্টের এই সিনেমায় যেমন রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ অভিনেতা, তেমনই দেখা যাবে দিতিপ্রিয়ার মতো এই প্রজন্মের অভিনেত্রীকেও। ছবির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে মীরাক্কেলের মতো সফল টিভি শো পরিচালনা করার অভিজ্ঞতা। রবিবার প্রকাশ্যে এসেছে এই ছবির মুক্তির দিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, ২০২৫, জানুয়ারি ১০ আসছে প্রবল হাস্য-রস “পাটালীগঞ্জের পুতুল খেলা”। ৮ থেকে ৮০ সবার মুখে হাসি ফোটাতে আবারও বড়পর্দায় মীরাক্কেল খ্যাত পরিচালক। এখনও প্রকাশ্যে আসেনি ছবির টিজার বা ট্রেলার।
যোগী আদিত্যনাথকে খুনের হুমকি, গ্রেফতার তরুণীর পরিচয় কী?

ওয়েব ডেস্ক: শনিবার মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট্সঅ্যাপ মারফত একটি হুমকিবার্তা এসেছিল। একটি অচেনা নম্বর থেকে হোয়াট্সঅ্যাপে বলা হয়েছিল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১০ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লে তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে। ওই হুমকিবার্তার পরই মুম্বই পুলিশের জঙ্গিদমন শাখা এবং উল্লাসনগর থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। হোয়াট্সঅ্যাপের সূত্র ধরে শুরু হয় তল্লাশি। রবিবার দুপুরে ফতেমা খান নামে বছর চব্বিশের এক তরুণীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঠাণে জেলার উল্লাসনগরের বাসিন্দা ওই তরুণী। পরিবারের সঙ্গেই থাকেন সেখানে। পিতা ব্যবসায়ী। কাঠের ব্যবসা রয়েছে। ফতেমাও উচ্চশিক্ষিত। তথ্যপ্রযুক্তিতে স্নাতক (বিএসসি) পাশ করেছেন। তাঁকে গ্রেফতারের পর ইতিমধ্যে জেরা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। কী কারণে তিনি ওই হুমকিবার্তা দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ফতেমাকে প্রাথমিক জেরার পর পুলিশের অনুমান, তাঁর মানসিক কিছু সমস্যা থাকতে পারে।
দীপাবলি পালন করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ওয়েব ডেস্ক: দীপাবলি পালন করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার ট্রুডো নিজেই সমাজমাধ্যমে দীপাবলি উদ্যাপনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন। ট্রুডো এক্স হ্যান্ডলে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ট্রুডোর হাতের কব্জিতে জড়ানো নানান রঙের সুতো। দেখে মনে হচ্ছে, তা কোনও না কোনও মন্দির থেকে পেয়েছেন তিনি। সেই বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি গত কয়েক মাসে তিনটি ভিন্ন মন্দির দর্শনে গিয়েছিলাম। সেখান থেকেই আমি এই সুতোগুলো পাই।’’ ট্রুডো মনে করেন, যে কোনও হুমকি থেকে এই সুতো তাঁকে সুরক্ষা দেবে। দীপাবলিতে শুভেচ্ছা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইন্দো-কানাডিয়ান সম্প্রদায়ের মানুষ ছাড়া কানাডায় দীপাবলি উদ্যাপন সম্ভব হবে না। এই সম্প্রদায়ের মধ্যে রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। প্রসঙ্গত, ভারত এবং কানাডার মধ্যে চলমান টানাপড়েনের মধ্যেই ট্রুডোর এই ভিডিয়ো উল্লেখযোগ্য বলে মনে করছেন কেউ কেউ। Happy Diwali! So many special moments shared celebrating with the community this week. pic.twitter.com/rCTrJx6OMc — Justin Trudeau (@JustinTrudeau) November 2, 2024