ভাইফোঁটার আগে বাজার একেবারে আগুন

কলকাতা: ভাইফোঁটার আগে বাজার একেবারে আগুন। কোনও জিনিসে হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে। মাছ-মাংসের পাশাপাশি কলকাতার বাজারে সব্জির দামও বেশি। বেগুন, ফুলকপি, লঙ্কা এবং টম্যাটোর দাম অনেকটাই বেশি। এমনকি, যে আলু ছাড়া ভাজা হোক বা বিরিয়ানি, মাংস বাঙালির মুখে রোচে না, তার দামও চড়া। টাস্ক ফোর্সের সদস্যেরা বেগুন, টম্যাটো, কাঁচালঙ্কার দাম বেশি থাকার কথা মেনে নিলেও দাবি করেছেন, বাকি সব্জির দাম নিয়ন্ত্রণে রয়েছে। আলুর দাম বৃদ্ধি নিয়ে নজরদারি চালানোর কথা জানিয়েছেন তাঁরা। রবিবার, ভ্রাতৃদ্বিতীয়ার দিন উল্টোডাঙার বাজারে চলবে নজরদারি।
আজ শাহরুখ খানের ৫৯ তম জন্মদিন

ওয়েব ডেস্ক: ২ নভেম্বর শাহরুখ খানের ৫৯ তম জন্মদিন। আর জন্মদিনে বাড়ির ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন বাদশা, এটা প্রায় রেওয়াজের মতো হয়ে গিয়েছে। নিজের বিখ্যাত পোজ-এ দু’হাত বাড়িয়ে দাঁড়াবেন। উড়িয়ে দেবেন চুম্বন ভক্তদের উদ্দেশে। কিন্তু এবার তাঁর ব্যতিক্রম হল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ছাদে আসেননি। যদিও সময় এখনও আছে। ভক্তরা এখনও অপেক্ষায়। কিন্তু শাহরুখ খান কেন এলেন না ছাদে? শোনা গিয়েছে, মেয়ে সুহানা এ বার নাকি বাবার জন্য বিশেষ আয়োজন করেছেন। তবে অনেকেই মনে করছেন হয়তো নিরাপত্তার কারণেই এ বার আড়ালে বাদশা। এমনিতেই সলমন খানকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। গত মাসে দশেরাতেই বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সেই সময়ও শাহরুখকে দেখা যায়নি সেখানে। তবে কি এ বছরটা আড়ালেই থাকবেন শাহরুখ! নাকি দেখা দেবেন নিজস্ব ভঙ্গিতে?
মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ হল না নির্ধারিত সময়ে

স্পোর্টস ডেস্ক: ভারত-নিউজিল্যান্ড মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজ হল সময়ের আগেই। যা এককথায় বিরল ঘটনা। মধ্যাহ্নভোজ হওয়ার কথা ছিল সাড়ে ১১টায়। নিয়ম অনুযায়ী যদি ১ মিনিটও বাকি থাকে তাহলেও ওভার শুরু করার কথা। কিন্তু শনিবার চার মিনিট বাকি থাকতেও আম্পায়ারেরা মধ্যাহ্নভোজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কী কারণে সময়ের আগে মধ্যাহ্নভোজ হল? জানা গিয়েছে, স্পাই ক্যামেরার সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। স্পাই ক্যামেরার সমস্যা না মিটলে খেলা শুরু করা সম্ভব হত না। সেটা বুঝেই নির্ধারিত সময়ের আগে মধ্যাহ্নভোজের সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। খেলা শুরুও করেন নির্ধারিত সময়ের চার মিনিট আগে।
প্রথম ইনিংসে কত রানের লিড দিল ভারত?

স্পোর্টস ডেস্ক: ৫৯.৪ ওভারে রান-আউট হন আকাশ দীপ। আর সেখানেই ভারতের ইনিংস। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৬৩ রানে। অর্থাৎ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের নিরিখে ২৮ রানের লিড দিল টিম ইন্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এজাজ প্যাটেল ২১.৪ ওভার বল করে ১০৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। দুরন্ত ছন্দে থাকা শুভমন গিলের সেঞ্চুরি কার্যত নিজের হাতেই শেষ করলেন এজাজ। এর আগে অনেকবারই ৯০ এর ঘরে আউট হয়েছেন শুভমন। তালিকাটা আরও লম্বা হল। লাঞ্চ বিরতিতে যখন গিয়েছিলেন, গিল ছিলেন ৭০ রানে। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে বেশিক্ষণ ক্রিজে কাটানো হল না গিলের। ৯০ রানে আউট হয়ে মাঠ ছাড়লেন তিনি। গিল আউট হওয়ার পর তড়িঘড়ি শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস।