দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

ওয়েব ডেস্ক: প্রতি মাসের শুরুতেই সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি জ্বালানি তেলের দাম, এলপিজি গ্যাস এবং সিএনজির দাম নির্ধারণ করে। এই পুজোর মরশুমে ফের একবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়াল কেন্দ্র। আজ ১ নভেম্বর সারা দেশে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান অয়েল তাদের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬২ টাকা করে বাড়াল, ফলে আজ থেকে নয়া দিল্লিতে সেই সিলিন্ডারের দাম পড়বে ১৮০২ টাকা। একেক শহরে একেক রকম দাম। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯১১.৫০ টাকা। উল্লেখ্য, এর আগে ১ অক্টোবরেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা হারে বাড়ানো হয়েছিল। এই নিয়ে পরপর টানা ৪ মাস ধরে দাম বাড়ল এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।
কোন দেশে নিষিদ্ধ ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম আগেন’?

ওয়েব ডেস্ক: বড় পর্দায় আজ অর্থাৎ একই দিন মুক্তি পেল ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম আগেন’। দু’টি ছবিই তারকাখচিত। দু’টি ফ্রাঞ্চাইজিই বক্স অফিসে হিট। এমন সময় দু’টি ছবিকেই নিষিদ্ধ করে দিল সৌদি আরব প্রশাসন। দাবি, এই দুই ছবির বিষয়বস্তুই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। তাই সৌদি আরবে মুক্তি পাবে না কার্তিক আরিয়ান ও অজয় দেবগনের ছবি। তবে শুধুই বলিউডের এই দুই ছবি নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে দেশে। তবে মধ্যপ্রাচ্যের এই দেশে ছবি দু’টি নিষিদ্ধ হলেও ভারতে উৎসাহের অন্ত নেই।
ভাইফোঁটার আগে বৃষ্টি?

ওয়েব ডেস্ক: কালীপুজো শেষ। অথচ শীতের দেখা নেই। তাহলে কি আবার বৃষ্টি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। তবে আবহাওয়া দফতর বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। শুক্রবারেও রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এমনিতে উত্তরবঙ্গের জেলায়-জেলায় মনোরম আবহাওয়া। তবে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙের কোনও কোনও অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। আগামী রবিবার ভাইফোঁটা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দিনও রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
১৩ কোটির রিঙ্কু কী বললেন?

স্পোর্টস ডেস্ক: ক্যাপড ক্রিকেটার হিসাবে রিঙ্কু সিংকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স। ৫৫ লাখ থেকে একেবারে ১৩ কোটি টাকায় রিটেন করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে কেকেআরের হেলমেট এবং জার্সিতে দেখা যাচ্ছে। যে ভিডিয়ো পোস্ট করে রিঙ্কু লিখেছেন, “হামারি প্রেম কাহানি তো অভি ব্যস শুরু হুই হে। পিকচার অভি বাকি হে মেরে দোস্তো।” অর্থাৎ, আমাদের প্রেম কাহিনি সবে শুরু হয়েছে, এখনও অনেক কিছু বাকি রয়েছে। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবিতে একটি সংলাপের সঙ্গে মিল রেখে এই লাইন লিখেছেন রিঙ্কু। প্রসঙ্গত, আইপিএলে ৪৬ ম্যাচে ৮৯৩ রান করেছেন রিঙ্কু। তাঁর গড় ৩০.৭৯। মূলত ফিনিশার হিসাবেই তাঁকে খেলায় কেকেআর। রিঙ্কুর স্ট্রাইক রেট ১৪৩.৩৩। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু। যে ঘটনা তাঁর জীবন পাল্টে দেয়।
মান রক্ষার টেস্টে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন দেখে নিন

স্পোর্টস ডেস্ক: মান রক্ষার টেস্টে দলে নেই জসপ্রীত বুমরা। এদিন অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। মুম্বইয়ে সেই ম্যাচের টসের সময় রোহিত শর্মা জানালেন যে, বুমরা অসুস্থ। সেই কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও কিছু দিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে, এই টেস্টে বুমরা খেলবেন না। অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। রোহিত যদিও বলেন, “বুমরা অসুস্থ। সেই কারণে সিরাজকে দলে নেওয়া হয়েছে।” ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ় খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ। A look at #TeamIndia‘s Playing XI for the Third Test 👌👌👌 Live – https://t.co/KNIvTEyxU7#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/0Ggq6lRyMQ — BCCI (@BCCI) November 1, 2024