কোচের পদ থেকে সরে গিয়েছেন গ্যারি কার্স্টেন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ওয়ান ডে দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন গ্যারি কার্স্টেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি, যা পরে গৃহীত হয়েছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের দল ঘোষণার সময় বা মহম্মদ রিজওয়ানকে সীমিত ওভারের অধিনায়ক ঘোষণার সময় পাকিস্তানে ছিলেনই না কার্স্টেন। তাঁর কোনও মতামত নেওয়ারও চেষ্টা করা হয়নি। বোর্ডের একাধিক কর্তার সঙ্গে আগে তাঁর ঝামেলাও হয়েছে। নির্বাচক কমিটির প্রভাব বোর্ডে এখন এতটাই বেড়ে গিয়েছে যে কোচেরা কোনও পাত্তাই পাচ্ছেন না। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেনের তা পছন্দ নয়। সেই কারণেই নাকি কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন গ্যারি কার্স্টেন।

‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারে এসে কী বললেন বিদ্যা বালন?

ওয়েব ডেস্ক: সোমবার কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি বিদ্যা বালন। একেবারে দীপাবলির সাজে অভিনেত্রী। পাশে ছিলেন ছবির নায়ক কার্তিক আরিয়ান। ২০০৭-এর ছবি ‘ভুলভুলাইয়া’-তে বিদ্যা অভিনীত ‘মঞ্জুলিকা’কে আজও দর্শক মনে রেখেছে। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির গানে তাঁর ও মাধুরী দীক্ষিতের যুগলবন্দি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বিদ্যা বলেন, “মাধুরী ম্যাম-এর সঙ্গে নাচতে হবে বলে শুরু থেকেই ভয়ে ছিলাম। কিন্তু পরে বিষয়টা বেশ ভালই হয়।” আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’। ছবির নায়ক কার্তিকের সঙ্গে এটাই বিদ্যার প্রথম কাজ। সহ-অভিনেতা সম্পর্কে বিদ্যা বলেন, “কার্তিক খুবই পরিশ্রমী অভিনেতা। শুটিং থেকে শুরু করে ছবির প্রচারের জন্য পরিশ্রম করছে ও।” বিদ্যার থেকে নাকি সামান্য বাংলাও শিখেছেন কার্তিক।

তৃতীয় টেস্টের আগে কি সিদ্ধান্ত ভারতীয় দলে?

স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুতে ৪৬ রানে অলআউট এবং হার। দ্বিতীয় টেস্টে পুনেতে দেশের মাটিতে ঘূর্ণি পিচে দিশেহারা ভারতের ব্যাটিং এবং হার। অর্থাৎ ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। এরপরই ভারতীয় দলে নিয়ম বদল। কী সেই নিয়ম? জেনে নেওয়া যাক- সাধারণত কোনও টেস্টের আগে ঐচ্ছিক অনুশীলন হয় ভারতীয় দলে। দলের পেসার ও সিনিয়র ক্রিকেটারেরা বিশেষ অনুশীলন করেন না। তাঁরা টেস্টের আগে নিজেদের তরতাজা রাখেন। কিন্তু বেঙ্গালুরু ও পুণেয় নিউজিল্যান্ডের কাছে হারের পর সেই নিয়মে বদল হয়েছে। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং কমিটি দলের সকল ক্রিকেটারকে একটি নির্দেশ দিয়েছেন। ওয়াংখেড়েতে ১ নভেম্বর থেকে টেস্ট শুরু হওয়ার আগে দু’টি অনুশীলন হবে। সেই দু’টি অনুশীলনে প্রত্যেক ক্রিকেটারকে থাকতে হবে। ৩০ ও ৩১ অক্টোবর সেই দু’টি অনুশীলন হবে। কোনও ক্রিকেটার চাইলেও তা এড়াতে পারবেন না। জানা গিয়েছে, দু’দিনই পুরো অনুশীলন হবে।

কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা: ‘দানা’র প্রবাবে বাংলায় এখন নিম্নচাপের মেঘ কাটলেও, মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার অর্থাৎ গতকাল থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। পাশাপাশি কালীপুজো এবং দীপাবলির সময় শুষ্ক এবং হিমেল হাওয়া বইতে পারে। অত্যন্ত মনোরম পরিবেশে কালীপুজো এবং দীপাবলি উদযাপনের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে।