পুনে টেস্টে ভারতের প্রথম একাদশ কীরকম হবে?

পুনে: বৃহস্পতিবার পুনের (Pune) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) মাঠে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) দ্বিতীয় টেস্ট। নানা কারণে এই ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। প্রথমত, বেঙ্গালুরুতে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সিরিজ বাঁচাতে পুনেতে জিততেই হবে। শুধু সিরিজ নয়, জড়িয়ে আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সমীকরণও। এছাড়াও রয়েছে প্রথম একাদশ নিয়ে আগ্রহ। ভারতের ব্যাটিং কম্বিনেশন কী হবে, কে এল রাহুল (KL Rahul) খেলবেন নাকি সরফরাজ, শুভমান গিল (Shubman Gill) কি তিন নম্বরে ফিরছেন, ঋষভ পন্থ কি সুস্থ ইত্যাদি নানাবিধ প্রশ্ন রয়েছে। শুধু প্রশ্ন নয়, রয়েছে বিতর্কও। এই বিতর্কের আগুন উসকে দিয়েছেন স্বয়ং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বোলিং ডিপার্টমেন্টেও বদল হবে কি না প্রশ্ন। মহম্মদ সিরাজ বেঙ্গালুরুতে খুব একটা দাগ কাটতে পারেননি, তাই আকাশ দীপকে পুনেতে খেলানো হতে পারে। আচমকা ওয়াশিংটন সুন্দরকে স্কোয়াডে ঢোকানোর পর প্রশ্ন উঠেছে, তাহলে কি রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে কোনও সমস্যা আছে? শেষ পর্যন্ত বৃহস্পতিবার প্রথম এগারো কী হবে তা নিয়ে আগ্রহ তুঙ্গে। পুনে টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, আকাশ দীপ।

পান মশলার বিজ্ঞাপনে ‘না’ অনিল কাপুরের

ওয়েব ডেস্ক: বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অনিল কাপুরের নাম প্রথম সারিতেই রয়েছে। সম্প্রতি জানা গিয়েছে ৬৭ বছর বয়সী অনিল কাপুর একটি পান মশলার বিজ্ঞাপনে অভিনয়ের লোভনীয় অফার প্রত্যাখ্যান করেছেন। সংবাদসূত্রে জানা গিয়েছে, একটি পান মশলা ব্র্যান্ডের এনডোর্সমেন্টের জন্য ১০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল অনিল কাপুরকে। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি তিনি। খুবই মোটা টাকার অফার নিয়ে হাজির হয়েছিল সেই পান মশলা ব্র্যান্ড। কিন্তু তারপরেও বিন্দুমাত্র না ভেবে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বিশ্বাস করেন তাঁর অনুরাগী ও দর্শকদের কাছে তাঁর নিজের একটি দায়িত্ব আছে। যে সমস্ত পণ্য সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, আর্থিক লাভের জন্য সেই কাজে তিনি যোগ দিতে চান না।

ঘূর্ণিঝড়ের জন্য কী কী ট্রেন বাতিল?

কলকাতা: ‘দানা’র প্রভাব পড়তে পারে এ রাজ্যেও। সে কারণে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ‘দানা’র প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাইই নয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বেশ কিছু শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। একইভাবে শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতের দিকে শিয়ালদার ডিভিশনার রেলওয়ে ম্যানেজার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে (ফেসবুক এবং এক্স) জানানো হয়েছে যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়ালদা ডিভিশনে ১৬০টির মতো লোকাল ট্রেন বাতিল থাকবে। সেগুলি সিংহভাগই শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ছাড়ে। সেইসঙ্গে যে সময় ঘূর্ণিঝড়ের উপকূল পার হওয়ার কথা আছে, সেইসময় শিয়ালদা দক্ষিণ এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ওই ১৪ ঘণ্টা বাদ দিয়ে আর কোনও বাতিল ট্রেন বাতিল থাকবে কিনা, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। এছাড়া ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। ২৩ তারিখ বাতিল করা হয়েছে মোট ১৮টি ট্রেন। ২৪ অক্টোবর বাতিল থাকছে ৩৭ টি ট্রেন। এবং ২৫ অক্টোবার বাতিল করা হয়েছে মোট ১১ টি ট্রেন।

ঘূর্ণিঝড় ‘দানা’-র শেষ আপডেট জেনে নিন

কলকাতা: ‘দানা’ কখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে? এটাই এখন সবার প্রশ্ন। এ বিষয়ে মৌসম ভবনের দেওয়া শেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে ৭৭০ কিলোমিটার দূরে রয়েছে। বুধবার দুপুরের মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘দানা’। কতদূরে কীভাবে জানা যাচ্ছে? নিম্নচাপের অবস্থান, গতিপ্রকৃতির উপর সর্বদা নজর রেখেছেন আবহবিদেরা। বিশ্লেষণ করে দেখা হচ্ছে উপগ্রহচিত্র। সেই সব ছবি থেকেই নিম্নচাপের গতিবিধি সম্পর্কে তথ্য নিয়ে আগাম সতর্ক করছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে আর কী জানা যাচ্ছ? হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টা থেকে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে নিম্নচাপ এগিয়ে আসছে। ওড়িশার পারাদ্বীপ থেকে ৬৭০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি। এখনও অবধি নিম্নচাপটির গতিপ্রকৃতি দেখে আবহবিদদের অনুমান, বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ‘দানা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পর সেটি অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। ‘ল্যান্ডফলের’ সময় এটির সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘণ্টা ১০০ থেকে ১১০ কিলোমিটার।