Gold prices reaches record high

Gold price continued its upward trajectory on October 22 as it hovered around record high hit in the last trading session amid uncertainties over US election, growing tensions in the Middle East and expectations of central banks cutting interest rates. Reuters reported that spot gold rose 0.6 percent to $2,735.14 per ounce by 0658 GMT and US gold futures rose 0.4 percent to $2,749.3. On October 21, the yellow metal, which is considered a hedge against political and geopolitical uncertainty, hit its all-time high of $2,740.37 and has gained over 32 percent so far this year. “A confluence of tailwinds remains in place (for gold), which includes its status as an attractive hedge against U.S. election uncertainties and geopolitical risks, resilient central banks’ demand and room for catch-up ETF buying,” IG market strategist Yeap Jun Rong said. “Buyers may seem to eye the $2,800 level next, as political uncertainties will persist as the election draws nearer”

এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক: এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। সোমবার ওমানের আল আমিরাতে তারা সংযুক্ত আরব আমিরশাহিকে ৭ উইকেটে হারিয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতল ভারত। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল পাকিস্তানকে। সোমবারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ১০৭ রানে অল আউট হয়ে যায় আমিরশাহি। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার হিসেবে ২৪ বলে ৫৮ রান করেন অভিষেক শর্মা। পাঁচটি চার এবং চারটি ছয় মেরেছেন তিনি। অধিনায়ক তিলক বর্মা ১৮ বলে ২১ রান করেন। পরের দিকে আয়ুষ বাদোনি একটি চার এবং একটি ছয় মেরে জিতিয়ে দেন ভারতকে। ৫৫ বল বাকি থাকতে জেতে ভারত। বুধবার শেষ ম্যাচে ভারত নামবে ওমানের বিরুদ্ধে। সোমবার ম্যাচ জয়ের পর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে ভারত।

‘ডানা’ নামের অর্থ কী?

কলকাতা: মৌসম ভবন জানিয়েছে, আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা আগামী বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আর এই ঘূর্ণাবর্তের কারণে সোমবার ভোরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আবহবিদেরা জানিয়েছেন, নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সেটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে সেটি। আর এই ঘূর্ণিঝড়ের নাম ‘ডানা’। কিন্তু এই ঘূর্ণিঝড় ‘ডানা’, নাম দিল কে? নামের অর্থ কী? ‘ডানা’ নামটি কাতারের দেওয়া। আরবি ভাষায় এই শব্দের অর্থ ‘সুন্দর এবং মূল্যবান মুক্তো’। আরব সাগর এবং বঙ্গোপসাগর, অর্থাৎ উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় ওয়ার্ল্ড মেটিয়োরোলজিক্যাল ডিপার্টমেন্ট। ২০২০ সালে মৌসম ভবনের তরফে ১৬৯টি ঘূর্ণিঝড়ের তালিকা দেওয়া হয়। বর্তমানে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তা হলে তালিকা অনুযায়ী সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘ডানা’। তবে এখনও আবহাওয়া দফতরের তরফে এই নাম ঘোষণা করা হয়নি। ঘূর্ণিঝড় পরিস্থিতি তৈরি হলে তবেই ঘোষণা হবে নাম।

অভিষেকের চোখের অস্ত্রোপচার সফল

কলকাতা: ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল। তাঁর বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছিল। সেই থেকে আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে একাধিক বার তাঁর বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে। সোমবার অভিষেক নিজের এক্স পোস্টে তাঁর রক্ত-জমাট চোখের ছবি পোস্ট করে জানিয়েছেন, এই নিয়ে অষ্টম বার অস্ত্রোপচার হল। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, চলতি মাসে আমেরিকায় প্রায় সাত ঘণ্টা ধরে অপারেশন হয়েছিল তাঁর চোখে। অভিষেক লিখেছেন, ‘‘আমার চোখের সাম্প্রতিক অস্ত্রোপচারের পর সদয় শুভকামনার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার পর থেকে আমি আমার দৃষ্টিশক্তি নিয়ে ধারাবাহিক ভাবে সমস্যার মুখোমুখি হয়েছি। এই নিয়ে অষ্টম অস্ত্রোপচার হল। এ বার ভাল ভাবেই হয়েছে সব কিছু। সে কথা জানাতে পেরে আমি খুশি। দ্রুত আরোগ্য এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ পুনরুদ্ধার নিশ্চিত করতে কিছু পোস্ট-অপারেটিভ নির্দেশিকা এবং সতর্কতা অনুসরণ করতে হবে। আমি আশাবাদী এবং আন্তরিক ভাবে আপনাদের সমস্ত ভালবাসা, উদ্বেগ এবং সদয় শুভকামনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’’

‘আমরণ অনশন’ তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা

কলকাতা: গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’-এ বসেছিলেন তাঁরা। পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলছিল ‘ভুখ হরতাল’। ১০ দফা দাবি আদায়ে অনড় ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত সোমবার ধর্মতলায় দাঁড়িয়ে সেই অনশন কর্মসূচি প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও প্রত্যাহার করা হল ‘আমরণ অনশন’। পাশাপাশি আন্দোলনকারীরা জানিয়ে দিলেন, নবান্ন-বৈঠকে প্রশাসনের ‘শরীরী ভাষা’ তাঁদের ভাল লাগেনি। আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের কথাতেই আন্দোলন তুলছেন তাঁরা। অনশন প্রত্যাহারের কথা জানিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমার বলেন, ‘‘কোনও সরকারি অনুরোধে নয়, কাকু-কাকিমা (নির্যাতিতার বাবা-মা) এবং সাধারণ মানুষের কথা ভেবেই অনশন তুলে নিলাম আমরা।’’ ‘আমরণ অনশন’ প্রত্যাহারের পর পরবর্তী কর্মসূচির কথা সোমবার রাতেই ঘোষণা করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। তিনি বলেন, ‘‘আমরা সাধারণ মানুষের কথা ভেবেই আন্দোলন করছি। সাধারণ মানুষের কথা আমরাই ভাবছি। আমরাই ভাবব। তাই এই অনশন প্রত্যাহার করলাম। আগামিদিনের কর্মসূচি হিসাবে ঘোষণা করছি, আগামী শনিবার মহাসমাবেশ ডাকছি। আরজি কর মেডিক্যাল কলেজে সেটা হবে।’’