WB, Odisha on alert: ‘Dana’ to make landfall as severe cyclone

Severe cyclone Dana is expected to cross north Odisha and West Bengal coasts between Puri and Sagar Island on the intervening night of October 24 and October 25 at a wind speed of 100-110 kmph, gusting to 120 kmph, the India Meteorological Department has warned on Monday. It is very likely to move west-northwestwards and intensify into a depression by Tuesday morning and into a cyclonic storm by Wednesday over east-central Bay of Bengal. Thereafter, it is very likely to move northwestwards and reach northwest Bay of Bengal off Odisha-West Bengal coasts by Thursday morning. Continuing to move northwestwards, it is very likely to “cross north Odisha and West Bengal coasts between Puri and Sagar Island during the night of October 24 and early morning on Friday as a severe cyclonic storm with a wind speed of 100-110 kmph, gusting to 120 kmph”, the IMD said.    

শেষ দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত

স্পোর্টস ডেস্ক: ৩৬ বছর পর ভারতের মাটিতে কোনও টেস্ট ম্যাচ জিতল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৫৬ রানের লিড টপকে ১০৬ রানের লিড নিউজিল্যান্ডকে দিয়েছিল ভারত। কিন্তু অল্প রানে লড়াই করা সম্ভব ছিল না। যেটা হওয়ার সেটাই হল। ভারতকে ৮ উইকেটে হারাল কিউইয়া। ভারতের হয়ে দুটি উইকেটই নেন জসপ্রীত বুমরা। তবে প্রথম টেস্টে হারের পরই বাকি দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। আর শেষ দুটি টেস্টে দলে নেওয়া অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। প্রথম টেস্টে যে ১৫ জনের দল ছিল, সেই দলের সঙ্গে শুধু যোগ হয়েছেন ওয়াশিংটন। অর্থাৎ দ্বিতীয় টেস্টের জন্য ১৬ জনের দল স্কোয়াড ভারতের। চোট পাওয়ার জন্য দ্বিতীয় ইনিংসে কিপিং করেননি ঋষভ পন্থ। কিন্তু তাঁকে টিমে রাখা হয়েছে। যা দেখে ভারতীয় সমর্থকরা খুশি। এমনকী শুভমন গিলকেও দলে রাখা হয়েছে। এবার পুনে এবং মুম্বই টেস্টের জন্য ভারতীয় দল একনজরে দেখে নেওয়া যাক- রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং ওয়াশিংটন সুন্দর।

মুখ্যসচিবের ইমেলের জবাব দিলেন জুনিয়র ডাক্তাররা, কী জানালো হল?

কলকাতা: শনিবার মুখ্যসচিবের ইমেলের পর, রবিবার জুনিয়ার ডাক্তাররা সেই ইমেলের রিপ্লাই করলেন। তবে ‘শর্ত’ মেনে অনশন তুলে নয়, বৈঠকে জুনিয়র ডাক্তাররা যাবেন অনশন যেমন চলছে সেই অবস্থাতেই। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই অনশন তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্যান জিবি বৈঠকের পর আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘‘১৪ দিন পর অনশনমঞ্চে আসেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। কিন্তু এই কথোপকথনে অনশনকারীরা দুঃখ পেয়েছেন। তাঁদের অনুভূতি আঘাত পেয়েছে। আমাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এত দিন পরেও ১০ দফা দাবি নিয়ে উনি হয়তো জানেন না, বা তাঁকে জানানো হয়নি। তবে আমরা কী চাইছি তা বিস্তারিত ভাবে জানিয়েই মুখ্যসচিবকে ইমেল করেছি। প্রয়োজনে তা নিয়ে আমরা কাল আবার বলব।’’ তিনি আরও জানান, সময়মতো বৈঠকে যোগ না দেওয়া অভিযোগ তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। তাঁদের উপর এই দায় চাপানোর মানসিকতাকে ‘ধিক্কার’ জানাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা বলেন, ‘‘বৈঠকের ১-২ ঘণ্টা আগে যদি আমাদের সময় এবং স্থান জানানো হয়, তবে প্রস্তুতি নিয়ে যেতে সময় লাগবে। সব সময় দেরিতে যাওয়ার বিষয়ে আমাদের উপর পুরোপুরি দায় চাপিয়ে দেওয়া ঠিক নয়।’’ তার পরই দেবাশিস বলেন, ‘‘আমরা চাই কোনও পূর্ব শর্ত ছাড়াই বৈঠকে যোগ দিতে। নির্দিষ্ট সময়েই আমাদের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন। আমরা আশা করছি সদার্থক আলোচনা হবে।’’ তবে যদি বৈঠকের পরেও আলোচনা থেকে কোনও সমাধানসূত্র না বার হয়, তবে মঙ্গলবার পূর্বপরিকল্পিত কর্মসূচি পালন করবেন বলেও জানান তাঁরা। এমনকি, আগামীতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলেও ইঙ্গিত দিয়ে রাখলেন জুনিয়র ডাক্তারেরা।