দেশের মাটিতে সর্বনিম্ন স্কোর ভারতের

স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। দেশের মাটিতে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড করলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এর আগে ৩৬ রানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিল সর্বনিম্ন স্কোর। ভারতের কম রানের রেকর্ড দেখে নিন একনজরে- *২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ৩৬ রান *১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ৪২ রান *২০২৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৪৬ রান *১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে ৫৮ রান *১৯৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ৫৮ রান *১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে ৬৬ রান *১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে ৬৭ রান
লজ্জার রেকর্ড ভারতের

স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে দাঁড়াতে পারলেন না ভারতের কোনও ব্যাটার। দলের পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হলেন। ব্যুমেরাং হয়ে দাঁড়াল রোহিত শর্মার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় ৩৬ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া। সেটি এখনও পর্যন্ত সবচেয়ে কম রানের স্কোর। এবার মাত্র ১০ রান বেশি করে, ঘরের মাঠেই আরও এক লজ্জার রেকর্ড ভারতের। নিউজিল্যান্ডের (Ind vs NZ) বিরুদ্ধে ঘরের মাঠে মাত্র ৪৬ রানে অলআউট রোহিতের ভারত। যা ভারতের সবচেয়ে কম স্কোরের মধ্যে তৃতীয়, অর্থাৎ তৃতীয় সর্বনিম্ন স্কোর করল ভারত। সেই সঙ্গে ৫ জন ব্যাটার এক ইনিংসে শূণ্য রানে আউট হয়। যাও এক লজ্জার রেকর্ড।
কোহলিকে টপকালেন ব্রুক

স্পোর্টস ডেস্ক: আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বিরাট কোহলিকে টপকে গেলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ক্রমতালিকায় জীবনের সেরা রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। পাকিস্তানের বিরুদ্ধে ৩১৭ রানের ইনিংস খেলে আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বড় লাফ দিয়েছেন ব্রুক। ১১ ধাপ এগিয়ে তিনি এখন উইলিয়ামসনের সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে। তাঁরও রেটিং পয়েন্ট ৮২৯। ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। যশস্বীর রেটিং পয়েন্ট ৭৯২। এর আগে তিনি তৃতীয় স্থানে ছিলেন। ব্রুকের উত্থানে এক ধাপ নেমে গিয়েছেন কোহলিও। ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি সপ্তম স্থানে। ৭১৮ পয়েন্ট নিয়ে আগের মতোই নবম স্থানে ঋষভ পন্থ। দু’ধাপ এগিয়ে ১৩ নম্বরে রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ৬৯৩ রেটিং পয়েন্ট।
‘টাক মাথাদের’ সংবর্ধনা দিলেন সওকত মোল্লা

ওয়েব ডেস্ক: টাক পড়ে যাওয়া ব্যক্তিদের একত্রিত করে সম্বর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। ভাবছেন এটা আবার কীরকম খবর? হ্যাঁ, এটা একদম সত্যি খবর, এখানে কোনও ভুল নেই। তৃণমূল বিধায়কের এই কর্মসূচী রীতিমতো হইচই ফেলেছে। কারণ সওকত মোল্লা জানিয়েছেন, ‘যাঁদের মাথায় চুল নেই টাক পড়ে গেছে, তাদের বুদ্ধি বেশি। এঁদের বুদ্ধিজীবী হিসেবে সম্বর্ধনা দেওয়া হল’। এদিন ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের ১০০ জন টাক পড়া মানুষকে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার দেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। কিন্তু এমন সংবর্ধনা দেওয়ার ভাবনা কেন? তৃণমূল বিধায়ক বলেন, “আমরা এটা একটা নতুনত্ব করলাম। এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। এটা নতুন ভাবনা।” একইসঙ্গে তিনি জানালেন, যাঁরা বুদ্ধিজীবী, জ্ঞানী-গুণী মানুষ এবং বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তাঁদের সংবর্ধনা দেওয়াই মূল উদ্দেশ্য। তাঁর বক্তব্য,অনেক বড় বড় পদাধিকারী আছেন, তাঁদের মাথায় হয়তো চুল নেই। সেই কারণে এইসব ব্যক্তিদের বেছে নেওয়া হয়েছে।
উত্তরসূরির নাম জানিয়ে কেন্দ্রকে চিঠি প্রধান বিচারপতির

ওয়েব ডেস্ক: সাধারণত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরগ্রহণ করলে শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতি প্রধান বিচারপতি হন। কিন্তু বিদায়ী প্রধান বিচারপতি উত্তরসূরির নাম জানিয়ে কেন্দ্রকে চিঠি দেবেন, এটাই দস্তুর। গত সপ্তাহেই কেন্দ্রীয় আইন মন্ত্রক প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করার আর্জি জানিয়েছিল। এ বার চিঠি দিয়ে বিচারপতি সঞ্জীব খন্নার নাম দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর অবসরগ্রহণ করছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তার পরেই দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার কথা বিচারপতি খন্নার।