ছোট পর্দায় ফিরছেন স্মৃতি ইরানি?

ওয়েব ডেস্ক: ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, এই ধারাবাহিক প্রবল জনপ্রিয়তা দিয়েছিল স্মৃতি ইরানিকে। এবার সেই ছোট পর্দায় ফের ১৫ বছর ফিরছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি স্মৃতি ইরানি। জানা গিয়েছে, জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে (Anupamaa Serial) একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্মৃতি ইরানিকে। ‘অনুপমা’ ধারাবাহিকে সম্প্রতি ১৫ বছরের একটি লিপ এসেছে। বহু নতুন নতুন চরিত্রদের দেখা যাচ্ছে পর্দায়। উল্লেখ্য, একতা কাপুরের শো ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’ থেকেই তার জনপ্রিয়তা বাড়ে। এই ধারাবাহিকে তুলসীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল স্মৃতি ইরানিকে। ২০০৭ সালে এই ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দেন স্মৃতি। ২০০৮ সালে আবার একটি বিশেষ পর্বে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিন খেলা হবে?

স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে এক বল দূরের কথা, টস পর্যন্ত হল না। অর্থাৎ ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য ভেস্তে গেল। দ্বিতীয় দিন বা বাকি চার দিন কি আদৌ খেলা হবে? এই প্রশ্নই এখন ক্রিকেটপ্রেমীদের। তবে বেঙ্গালুরুর আবহাওয়া রিপোর্ট কীরকম? অ্যাকুওয়েদার অনুযায়ী, টেস্টের পাঁচ দিনই বেঙ্গালুরুর আকাশ মেঘলা থাকার কথা। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। যা শুক্রবার বেড়ে হবে ৬৭ শতাংশ। শনিবার অবশ্য বৃষ্টির সম্ভাবনা কম। সে দিন বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। যদিও রবিবার টেস্টের শেষ দিনে তা বেড়ে হবে ৪০ শতাংশ।
ইংল্যান্ডের নতুন কোচ হলেন টুখেল

স্পোর্টস ডেস্ক: দশকের পর দশকের ট্রফি খরা কাটাতে এবার নতুন কোচ নিয়োগ করল ইংল্যান্ড। বলা ভালো সাউথগেটের শূণ্যস্থান পূরণ করল হ্যারিকেনদের ফেডারেশন। ইউরো কাপে ইংল্যান্ডের ব্যর্থতার পরেই কোচের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন গ্যারেথ সাউথগেট। সেই জায়গায় এবার ইংল্যান্ডের নতুন কোচ হলেন টমাস টুখেল। এক নজরে জেনে নেওয়া যাক কে এই টুখেল? *ইপিএলে চেলসির কোচ ছিলেন টুখেল। *চেলসির দায়িত্ব নেওয়ার ক’দিন পরেই টুখেল ক্লাবকে ইপিএল ট্রফি জেতান। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ দেন *পিএসজি-র হয়ে ফ্রান্সের ঘরোয়া লিগ জিতেছেন *বায়ার্নের হয়ে জার্মানির ঘরোয়া লিগ জিতেছেন জানা গিয়েছে, জানুয়ারি থেকে ইংল্যান্ড দলের দায়িত্ব নেবেন টুখেল।
কলকাতা প্রবল বৃষ্টি, কতদিন চলবে?

কলকাতা: দুর্গাপুজোতে সে ভাবে বৃষ্টি না হলেও লক্ষ্মীপুজোর বিকেলে ঝড়বৃষ্টিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। তবে নিম্নচাপ রয়েছে দূরের সমুদ্রে। তাহলে কেন প্রবল বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে? হাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে এখনও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণ ভারতের কাছে থাকা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের পরোক্ষ প্রভাবও পড়ছে বাংলায়। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হবে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে। এই আবহাওয়া পরিস্থিতির পরোক্ষ প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও।
Omar Abdullah sworn in as new CM of J&K

Omar Abdullah, Vice President of National Conference (NC) was sworn in as new Chief Minister of Jammu & Kashmir and Surinder Kumar Choudhary, as Deputy Chief Minister (DCM) during a swearing-in ceremony presided over by J&K Lieutenant Governor Manoj Sinha in Srinagar on Wednesday. In his first comments after taking oath, the Chief Minister said, “We will not let Jammu feel that they do not have a voice or representation in the current government. We have brought in a Deputy CM to ensure this and this will be our endeavour going forth as well.” Prime Minister Narendra Modi congratulated Omar on being sworn in as J&K CM and said the Centre will work closely with him and his team for JK’s progress.
Diwali Gift: 3% hike in DA for Central Govt. Employees

The central government has raised the dearness allowance (DA) and dearness relief (DR) for its over a crore employees and pensioners by 3 per cent to compensate them against price rise. This takes the total from 50 per cent to 53 per cent, to be paid over and above the basic pay. The hike in DA rate was decided at a cabinet meeting chaired by Prime Minister Narendra Modi this morning. The new rate will be effective from July 1, 2024. The decision, taken weeks ahead of Diwali, comes as a major relief to central government employees amid the festive season. “This increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7th Central Pay Commission,” the government said in a statement.