ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না গ্রিন

স্পোর্টস ডেস্ক: প্রথমে অলরাউন্ডার হিসেবে না খেলে, ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের। কিন্তু বর্ডার-গাভাসকর সিরিজই শুধু নয়, আপাতত ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে কারণ, তাঁর অস্ত্রোপচার হবে। অতএব ভারতের বিরুদ্ধে গ্রিনকে পাবে না অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার এক বিবৃতিতে গ্রিনের না খেলার কথা জানিয়েছে। জানানো হয়েছে, ‘‘গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের সময় গ্রিন পিঠে ব্যথার কথা জানিয়েছিল। চোটের জায়গায় স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, গ্রিনের স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। জোরে বোলারদের ক্ষেত্রে এই ধরনের চোট স্বাভাবিক। এই পরিস্থিতিতে ওর পক্ষে খেলা সম্ভব নয়। সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার করাতে হবে। ছ’মাস মতো মাঠের বাইরে থাকতে হবে গ্রিনকে।’’ উল্লেখ্য, ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ।

শোভাবাজা-সুতানুটি স্টেশনে আত্মহত্যার চেষ্টা

কলকাতা: দুর্গাপুজোর পর প্রথম দিনই শোভাবাজা-সুতানুটি স্টেশনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যহত ব্লু লাইনে। জানা গিয়েছে, সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার-সুতানুটি স্টেশনে মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। ব্লু লাইনে আপাতত মেট্রো চলছে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত। অন্য দিকে, দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝেও মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।

চোট পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। মূল দলে নেই প্রসিদ্ধ কৃষ্ণ। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য রিজার্ভ সদস্য হিসাবে রাখা হয়েছে তাঁকে। দলের সঙ্গেই সফর করার কথা তাঁর। মূল দলে থাকা যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ বা আকাশ দীপের মধ্যে কেউ চোট পেলে মূল দলে আসার সুযোগ ছিল প্রসিদ্ধের। ভারতীয় ব্যাটারদের প্রস্তুতিতে সাহায্য করাও ছিল তাঁর অন্যতম দায়িত্ব। কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচে প্রসিদ্ধ চোট পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। রবিবার কর্নাটক-মধ্যপ্রদেশ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। কর্নাটক শিবির সূত্রে খবর, ২৮ বছরের জোরে বোলারের দৌড়তে সমস্যা হচ্ছে। পায়ে লাগছে তাঁর। অন্যদিকে, সম্পূর্ণ ফিট না হওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে মহম্মদ শামিকে পাচ্ছেন না রোহিত শর্মারা।