ভারতের বিরুদ্ধে অলরাউন্ডার গ্রিনকে পাবে না অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক: নভেম্বরের শেষে শুরু হবে বর্ডার-গাওস্কর ট্রফি। তার আগে ক্যামেরন গ্রিনের পক্ষে সম্পূর্ণ ফিট হওয়া সম্ভব হবে না। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে পিঠে চোট পেয়েছিলেন ক্যামেরন গ্রিন। ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর, বল করার মতো অবস্থা থাকবে না তাঁর। তবে গ্রিনের ব্যাট করতে কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। সপ্তাহের শেষ দিকে গ্রিনের চোটের পরিস্থিতি নিয়ে সরকারি ভাবে জানাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলের প্রাক্তন চিকিৎসক পিটার ব্রুকনার বলেছেন, ‘‘গ্রিনের পিঠে যে ধরনের চোট রয়েছে, তাতে ওর পক্ষে বল করা কঠিন। এমন ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক নয়। ফিট হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া উচিত। এমআরআই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া দরকার।’’  

‘বহুরূপী’ কেমন হল জেনে নিন

ওয়েব ডেস্ক: ‘বহুরূপী’, যার কাহিনি ১৯৯৮ থেকে ২০০৩ সালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার রায়পুরে পর পর ঘটে যাওয়া ব্যাঙ্ক ডাকাতির উপর ভিত্তি করে গড়ে তোলা। এবার জেনে নেওয়া যাক কেমন হল ‘বহুরূপী’? ১) ‘বহুরূপী’ আসলে পুলিশ এবং অপরাধীর খেলা। তার সঙ্গে রয়েছে মানবিক কিছু সম্পর্ক, পারিবারিক টানাপড়েন, অথৈ প্রেম, সাহসিকতা, রোমাঞ্চ, রক্ত গরম করা সংলাপ, এবং ভীষণ রকমের বাঙালি ‘সেন্টিমেন্ট’। পারিবারিক ছবি নিঃসন্দেহে। ২) কিছু দুর্ধর্ষ প্রেমের গান আছে। ‘তুই আমার হয়ে যা’ গানটিকে ছবির দুরন্ত গতির মধ্যে যেন এক ঝলক তাজা হওয়ার মতো লাগে। এছাড়াও শিলাজিতের একটি গান আছে। এছাড়া ‘শিমূল-পলাশ’ বা ‘ডাকাতিয়া বাঁশি’র মতো গান আছে। ৩) এই ছবিতে ঋতাভরী এবং কৌশানীর অভিনয় অনেরদদিন দর্শকের মনে জায়গা করে থাকবে এটা বলা যেতেই পারে। ৪) অভিনয়ের দিক থেকে আবীরের চেয়ে শিবপ্রসাদ খানিক এগিয়ে থাকবেন। শিবপ্রসাদের উচ্চারণে রাঢ়বাংলার টান প্রায় নিখুঁত শুনিয়েছে। অবীরকে পেশাদার অভিনেতা লেগেছে। ৫) প্রশংসনীয় শিল্প নির্দেশক আনন্দ আঢ্যের কাজ। ৬) এ ছাড়াও এই ছবিতে বেশ কিছু গাড়ি এবং দৌড়ে ধাওয়া করার দৃশ্য আছে, যেগুলি রুদ্ধশ্বাস। সব মিলিয়ে ‘বহুরূপী’ আসলে সমাজে একেবারে হেরে যাওয়া মানুষের কিছুতেই হার না মানার কাহিনি। পুজোতে অবশ্যই সিনেমা দেখার তালিকায় ‘বহুরূপী’ রাখলে ঠকবেন না।

টি২০ থেকে অবসর মাহমুদুল্লার

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার সকালেই জানা গিয়েছিল, অবসরের ঘোষণা করতে পারেন মাহমুদুল্লা। তিনি সাংবাদিক বৈঠকে আসায় তার ইঙ্গিত আরও জোরাল হয়েছিল। সাংবাদিক বৈঠকে মাহমুদুল্লা বলেন, “এই সিরিজের শেষ ম্যাচ খেলে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। এটা আগে থেকেই ঠিক করা ছিল। এই ফরম্যাট থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময়। এ বার শুধু এক দিনের ক্রিকেটে মন দেব।” বাংলাদেশের ক্রিকেটার জানিয়েছেন, আগামী শনিবার হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচ খেলবেন তিনি। উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লা। এবার টি২০ থেকে অবসর নিলেন বাংলাদেশী ক্রিকেটার। ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক হয় মাহমুদুল্লার। ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৩৯৫ রান। নিয়েছেন ৪০টি উইকেট। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ৪৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৬টিতে জিতেছে তাঁর দল। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

আরজি করের ৫০ জনের বেশি সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন

কলকাতা: আরজি কর (RG Kar) আন্দোলনে এর আগেও জুনিয়র ডাক্তারদের সমর্থনে রাস্তায় নেমেছেন সিনিয়র ডাক্তারেরা। প্রতীকী অনশনও করেছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সংহতি জানিয়ে মঙ্গলবার আরজি করের ৫০ জনের বেশি সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন। আর এই ঘটনার পরই যখন সিনিয়র ডাক্তারেরা গণ ইস্তফায় সই করে বার হচ্ছেন, বাইরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাঁদের ‘গার্ড অফ অনার’ দিলেন জুনিয়র ডাক্তাররা। ইস্তফা দিয়েই আরজি কর থেকে ধর্মতলার অনশন মঞ্চে চলে যান কোনও কোনও সিনিয়র ডাক্তার।