ভূমির স্টাইল নিয়ে আলোড়ন

ওয়েব ডেস্ক: আবারও এক সাহসী পোশাকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। ভূমির কোমরে জড়ানো সাদা শাড়ি, সঙ্গে পরেছেন সাদা ব্রালেট ব্লাউজ। সেখানেই শেষ নয়, ব্লাউজ়ের উপরে রয়েছে স্বচ্ছ কাচের মতো আস্তরণ। ঊর্ধ্বাঙ্গে দুই বক্ষযুগল জড়িয়ে উঠেছে দুই সোনালি সাপ। এমন সাহসী পোশাক পরে দিব্যি ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা। কিন্তু তাঁর এই ভিডিও ভাইরাল হতেই ট্রোলের বন্যা বয়ে গিয়েছে নেট পাড়ায়। ভূমির পোশাকের নেপথ্যে রয়েছে কাহিনি। এই পোশাকটিতে আসলে রয়েছে দক্ষিণী ছোঁয়া। কর্নাটক ও তামিলনাড়ুর ভুটা কোলা নৃত্য পরিবেশনের সময় এই বিশেষ প্রকার পোশাক পরার চল রয়েছে।   View this post on Instagram   A post shared by Bhumi Pednekar (@bhumipednekar)

ফের নিম্নচাপের শঙ্কা

কলকাতা: পুজোর আগে ফের নিম্নচাপের আশঙ্কা। বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার প্রভাবে আগামী বুধবার, ষষ্ঠী পর্যন্ত সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। জারি করা হয়েছে সতর্কতা। ঝড়বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারই বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ। তার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে ঝড়বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আট জেলাতেই বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।