২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত

ওয়েব ডেস্ক: কানপুরে ভারত টেস্ট জিতে নিল মাত্র ১৪ ঘণ্টায়। টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। দু’দিন নষ্ট হওয়ার পর চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ২৩৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৭৪.২ ওভার ব্যাট করে তারা। আর জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ৫২ রানে লিড নিলেও বাংলাদেশ বড় রান তুলে পাল্টা চাপ তৈরি করতে পারল না। ভারতের সামনে ৯৫ রানের লক্ষ্য রাখে তারা। পঞ্চম দিনে দু’টি সেশনেই খেলা শেষ হয়ে যায়। ভারতীয় দল ৯৫ রান করতে নেয় মাত্র ১৭.২ ওভার। রোহিত শর্মা (৮) এবং শুভমন গিল (৬) বেশি রান করতে পারেননি। কিন্তু যশস্বী (৫১) এবং বিরাট (২৯) মিলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। যশস্বী আউট হলেও বিরাট অপরাজিত থেকে যান। ঋষভ পন্থ চার মেরে ম্যাচ জেতান। ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) সিরিজের সেরা হলেন অশ্বিন। কানপুরে ম্যাচের সেরা যশস্বী। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচে তিনটি অর্ধশতরান করলেন তিনি। সব চেয়ে বেশি রান করেছেন যশস্বীই। ১৮৯ রান করেন তিনি।

ষষ্ঠী থেকে দশমী কখন কী পুজো

ওয়েব ডেস্ক: দুর্গাপুজো (Durga Puja) মানেই বাঙালির প্রাণের পুজো। পুজোর ৪টে দিন বাঙালি আষ্টেপৃষ্ঠে উপভোগ করতে চায়। কিন্তু এবারের পুজো ৩দিনে। তাই কোন সময়ে কী পুজো জেনে নেওয়াটা আবশ্যক। দেখে নেওয়া যাক ষষ্ঠী থেকে দশমী কোন সময়ে কী পুজো- বুধবার ২ অক্টোবর শুভ মহালয়া। মহাষষ্ঠী ৯ অক্টোবর বুধবার। ষষ্ঠী তিথি থাকবে ৯ অক্টোবর সকাল ৭টা ৩২ মিনিট পর্যন্ত। ষষ্ঠী পুজো শুরু সকাল ৬টা থেকে। অঞ্জলির সময় সকাল ৭টায়। সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। ১০ অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী। সপ্তমী তিথি থাকবে ১০ অক্টোবর সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত। সপ্তমী পুজো সকাল ৬টা থেকে শুরু। নবপত্রিকার প্রবেশ সকাল ৬টা ৩০ মিনিটে। সপ্তমী পুজোর অঞ্জলির সময় সকাল ১০টায়। সন্ধ্যা আরতি সন্ধ্যা ৬টায়। মহাষ্টমী ১১ অক্টোবর শুক্রবার। মহাষ্টমীর তিথি থাকবে ১১ অক্টোবর সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত। অষ্টমী পুজো শুরু ভোর ৩টে থেকে। সন্ধিপুজো শুরু সকাল ৬টা ২৪ মিনিট থেকে। সন্ধিপুজো শেষ সকাল ৭টা ১২ মিনিট পর্যন্ত। বলিদান সকাল ৬টা ৪৮ মিনিটে। অষ্টমীর অঞ্জলির সময় সকাল ৭টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত। অষ্টমী ও নবমীর পুষ্পাঞ্জলি একই দিনে পড়ছে। মহানবমী ও দশমী একই দিনে পড়েছে। তা হল ১২ অক্টোবর শনিবার। মহানবমীর পুজো শুরু ১১ অক্টোবর সকাল ১১টা থেকে। নবমীর অঞ্জলির সময় দুপুর ১টায়। সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা ৬টায়। নবমী তিথি শেষ ১২ অক্টোবর সকাল ৫টা ৪৪ মিনিটের মধ্যে। দশমী পুজো শুরু ১২ অক্টোবর সকাল ৬টা থেকে। দশমী পুজো সমাপ্ত ও দেবীর গমন সকাল ৭টা ৩ মিনিটের মধ্যে।