গ্রেফতার বাংলাদেশী পর্ন তারকা রিয়া

ওয়েব ডেস্ক: অবৈধভাবে ভারতে থাকায় গ্রেফতার করা হল বাংলাদেশী নীল তারকা রিয়া বারদেকে। মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে রিয়া ওরফে আরোহী বারদেকে। রিয়ার থেকে একটি জাল পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। রিয়া বারদে আবার আরোহি বারদে এবং বান্না শেখ নামেও পরিচিত অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ তার উপর সন্দেহ ছিলই ৷ শেষপর্যন্ত জাল পাসপোর্ট এবং অন্যান্য জিনিস-সহ এদিন রিয়াকে গ্রেফতার করে পুলিশ৷ রিয়া বারদে যে ভারতে অবৈধভাবে রয়েছেন, সেই খবর পুলিশকে প্রথমে জানান তার এক বন্ধু প্রশান্ত মিশ্র ৷ সেই অভিযোগ পেয়ে পুলিশ এসে শেষপর্যন্ত গ্রেফতার করে রিয়া বারদেকে৷ একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতে থাকার জন্য রিয়ার মা অমরাবতীর এক বাসিন্দাকে বিয়েও করেন। জানা গিয়েছে, রিয়ার মা, ভাই এবং বোনও এখন নিখোঁজ ৷ তাদেরও সন্ধানে রয়েছে পুলিশ৷ রিয়ার সব কাগজপত্রই খতিয়ে দেখছে পুলিশ ৷ এবং তার কাছ থেকে আরও কোনও তথ্য পাওয়া যায় কী না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে৷ রিয়ার বিরুদ্ধে ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭৯, ৩৪ এবং ১৪ এ আইপিসির ধারায় মামলা রুজু করা হয়েছে।
ইলিশের দাম কত?

ওয়েব ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। পুজোর আগেই এসে গেল বাংলাদেশের ইলিশ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বাজারে যেতে শুরু করেছে পদ্মার ইলিশ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দর হয়ে দু’টি ট্রাকে ভারতে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ। এখনও পর্যন্ত প্রায় ৮-৯ টন ইলিশ ভারতে এসেছে। বাংলাদেশের ইলিশের দাম কত? শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে কেজি প্রতি ১৪৫০ থেকে ১৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে ইলিশের দাম। তবে জোগান এবং চাহিদার উপরে এই দাম ওঠা-নামা করতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, দুর্গাপুজোর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৪৯ টি রফতানিকারক সংস্থাকে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। তার মধ্যে প্রাথমিক ভাবে পেট্রাপোল সীমান্ত হয়ে বৃহস্পতিবার দুই ট্রাক ইলিশ প্রবেশ করল ভারতে।
সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে বিরাট মন্তব্য তৃপ্তি দিমরির

ওয়েব ডেস্ক: ‘বুলবুল’ ও ‘কলা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তৃপ্তি দিমরি (Triptii Dimri)। এরপর ‘অ্যানিম্যাল’-এ তৃপ্তির সাহসী অভিনয় নিয়ে এখন আলোচনা হয়, সমালোচনাও হয়। কিন্তু সম্প্রতি মুক্তি পেয়েছে তৃপ্তি ডিমরির ‘আইটেম’ গান ‘মেরে মেহবুব’। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই রোষের মুখে পড়েছেন অভিনেত্রী। এই গানে তাঁর নাচের ভঙ্গি নাকি অশালীন, মনে করছেন নেটাগরিকেরা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সমালোচনা নিয়ে মুখ খুললেন তৃপ্তি। অভিনেত্রী বলেন, ‘আমি নিজের চেনা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করি না। ‘বুলবুল’ ও ‘কলা’ আমার চেনা গণ্ডির ছবি। এই ছবিতে অভিনয় করার সময় আমি স্বচ্ছন্দ ছিলাম। আমার এমনিতেই এই ধরনের চরিত্রে অভিনয় করতে ভাল লাগে। কিন্তু ‘অ্যানিম্যাল’-এর চরিত্র আমার কাছে সহজ ছিল না। বেশ বেগ পেতে হয়েছিল।’ তৃপ্তি আরও বলেন, ‘আসলে অভিনেতা হিসেবে এমন চরিত্রেই কাজ করতে চাই যেটা আমার কাছে কঠিন মনে হবে। যেই চরিত্রে কাজ করতে গিয়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করা যায়।’ চরিত্রটি নিয়ে অভিনেত্রী বলেছেন, ‘আমি নিজে যদি ‘জোয়া’র জায়গার থাকতাম, তা হলেও ঠিক এমনই আচরণ করতাম। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের পৃথক পৃথক রং রয়েছে। কখনও খুব ভাল, কখনও খুব খারাপ, কখনও খুবই কুৎসিত। ছবিতে অভিনয় করে আমরা প্রতিটি রং ফুটিয়ে তুলতে পারি।’
বৃষ্টি কতদিন চলবে?

কলকাতা: বাঙালি পুজো শুরু হয়ে যায় মহালয়া থেকে। মহালয়া মানেই বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসবের সূচনা। কিন্তু আবহাওয়া কেমন থাকবে? এই নিয়ে চিন্তা সবারই থাকে। তাই জেনে নেওয়া যাক মহালয়া থেকে আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মহালয়ার পরেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর সময় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, তা এখনই সবিস্তারে জানায়নি হাওয়া অফিস। তবে জানানো হয়েছে, রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ থাকায় আপাতত কয়েক দিন বর্ষণ চলবে। সাধারণত প্রতি বছর ১০ অক্টোবর রাজ্য থেকে বিদায় নেয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে চলতি বছরে মৌসুমি বায়ু আরও কয়েক দিন এই রাজ্যে থিতু হতে পারে বলে প্রাথমিক মনে করছেন আবহবিদেরা।
রাত্তিরের সাথী— হেল্পার অ্যাট নাইট’, বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের

কলকাতা: ‘রাত্তিরের সাথী (Rattirer Saathi)— হেল্পার অ্যাট নাইট’ চালুর বিষয়ে আনুষ্ঠানিক ভাবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। প্রাথমিক ভাবে কলকাতা পুলিশের এলাকার ছ’টি সরকারি হাসপাতালকে এর আওতায় আনা হয়েছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে, রাজ্যপালের অনুমতিক্রমে কলকাতা পুলিশের এলাকার চারটি সরকারি হাসপাতাল একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং একটি জেলা হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের মধ্যে পর্যবেক্ষণ, নজরদারি ও সমন্বয় গড়ে তুলতে এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রতিটি হাসপাতালের দায়িত্বে থাকবেন এক জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। কলকাতার পুলিশ কমিশনারের সুপারিশের ভিত্তিতেই ওই ছ’জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে নিয়োগ করা হবে বলেও জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন।