আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

কলকাতা: মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগর এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আর এই নিম্নচাপের কারণেই বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সঙ্গে বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। আর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার থেকে । বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

বাড়ি ফিরে ভাত, পোস্তর বড়াও খেয়েছেন অনুব্রত

বোলপুর: ২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে সিবিআই। তার পর থেকে বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি জেলবন্দি ছিলেন। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে। পরে ইডির মামলায় তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। তারপর জামিন এবং আইনি বিষয় মিটিয়ে সোমবার তিহাড় থেকে মুক্তি পান অনুব্রত। তার পর মেয়ের সঙ্গে রাতেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতাগামী বিমান ধরেন। মঙ্গলবার সকালে কলকাতা থেকে সড়কপথে সুকন্যা বাড়ি ফিরেছেন অনুব্রত। এতদিন পর বাড়ি ফিরে কী কী খেলেন অনুব্রত? জানা গিয়েছে, কেষ্টর পাতে ছিল ভাত, মাছের পদ এবং কেষ্টর ভীষণ প্রিয় পোস্তর বড়া। নেড়েচেড়ে সামান্যই খেয়েছেন। তার পর টানা ঘুমিয়েছেন অনুব্রত।