অনুব্রতর জেলমুক্তি

কলকাতা: গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। ২০২৩ সালের ২১ মার্চ থেকে তিহাড়েই বন্দি ছিলেন তিনি। সোমবার মুক্তি মিলল। উল্লেখ্য, শুক্রবার তাঁকে জামিন দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু আইনি কাগজপত্র জমা না পড়ায় তাঁর জেলমুক্তি সম্ভব হয়নি। সম্প্রতি গরু পাচারে ইডির করা মামলায় জামিন পেয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। জামিন পাওয়ার পর তিনি দিল্লিতেই ছিলেন। সোমবার রাতে তিহাড় জেলের তিন নম্বর গেট থেকে বেরিয়ে আসেন অনুব্রত। তাঁর পরনে ছিল হলুদ-ছাই রঙা টি-শার্ট। বাবাকে জেল থেকে আনতে গিয়েছিলেন মেয়ে সুকন্যাও।
অস্কারের ‘ফরেন ফিল্ম’ বিভাগে ‘লাপতা লেডিজ’

ওয়েব ডেস্ক: অস্কারের ‘ফরেন ফিল্ম’ বিভাগে ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের (Kiran Rao) ‘লাপতা লেডিজ’ (Laapataa Ladies)। ভারতীয় ফিল্ম ফেডারেশনের চেয়ারম্যান এই সুখবর দেন। কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ’ ছবির প্রযোজক কিরণ রাও, আমির খান, জ্যোতি দেশপাণ্ডে। অভিনয়ে এক ঝাঁক নতুন, টাটকা মুখ। নিতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, রবি কিশানের অভিনয় এই ছবিকে, এর সহজ অথচ মন ছুঁয়ে যাওয়া গল্পকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক কিরণ রাও।
কোচ বদলে ফেললেন পিভি সিন্ধু

স্পোর্টস ডেস্ক: ভাগ্য বদলানোর আশায় কোচ বদলে ফেললেন পিভি সিন্ধু। এবার থেকে প্রশিক্ষণ নেবেন অনুপ শ্রীধরের কাছে। আপাতত দু’টি প্রতিযোগিতায় ট্রায়ালের ভিত্তিতে প্রশিক্ষণ নেবেন তিনি। পরের এশিয়ান গেমসে পদক চান সিন্ধু। সম্ভব হলে আরও একটি অলিম্পিক্সে খেলতে চান। সে কারণেই দ্রুত অনুশীলনে ফিরেছেন বলে জানিয়েছেন তাঁর বাবা পিভি রমনা। তিনি বলেছেন, ‘হায়দরাবাদের গাচিবাওলি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে সিন্ধু। আর্কটিক ওপেন (৮-১৩ অক্টোবর) থেকে মরসুম শুরু করবে ও।’ রমনার সংযোজন, ‘কোনও শিবির এখনও শুরু হয়নি। তাই সিন্ধু হায়দরাবাদেই অনুশীলন শুরু করেছে।’
এমপক্স-এর নতুন উপরূপ ক্লে়ড ১বি-এর সংক্রমণ এবার ভারতেও

ওয়েব ডেস্ক: এমপক্সের (Mpox) নতুন উপরূপ বিশ্বের একাধিক দেশে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আফ্রিকায় যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, তার জেরে অগস্টে এমপক্স নিয়ে গোটা বিশ্বের জন্য জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার এমপক্স নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। তবে এমপক্স-এর নতুন উপরূপ ক্লে়ড ১বি-এর সংক্রমণ এ বার ভারতেও। সংবাদ সংস্থা এএনআই সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, কেরলের মলপ্পুরমে এক রোগীর শরীরে এমপক্সের ক্লে়ড ১বি-র সংক্রমণ ধরা পড়েছে। এমপক্সের এই উপরূপে প্রথম কেউ আক্রান্ত হলেন ভারতে। বছর আটত্রিশের ওই রোগী সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। দেশে ফেরার পর থেকেই তাঁর বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল।
পাহাড়ে গরম আবহাওয়া

ওয়েব ডেস্ক: সেপ্টেম্বরের শেষে দিকে পাহাড়ে শীতের আমেজ অনুভূত হয়। কিন্তু শরতে পাহাড়বাসীর মধ্যে শুরু হয়েছে ফ্যান, এসি কেনার ধুম। গরমের (Hot Weather) কারণে পর্যটকেরাও দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেনই না। হ্যাঁ, একদমই ঠিক পড়ছেন। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ বছরের উষ্ণতার রেকর্ড ভেঙেছে পাহাড়ে। শুধু দার্জিলিংই নয়, কালিম্পং, সিকিমেও একই পরিস্থিতি। চাহিদা বাড়ছে ফ্যান এবং বাতানুকূল যন্ত্রের। গত কয়েক দিন ধরে পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। সোমবার তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে। আবহাওয়া দফতর বলছে, ক্রমশ উষ্ণতা বাড়ছে পাহাড়ে। পাশাপাশি গরমের জন্য পাহাড়ে পর্যটকের সংখ্যাও কমে আসছে। পর্যটন সংস্থাগুলো জানাচ্ছে, এটা পর্যটনের মরসুম নয়। তবু সেপ্টেম্বরে হোটেলগুলিতে ‘বুকিং’ নেহাত কম থাকে না। কিন্তু গরমের কারণে সেই সংখ্যাও তলানিতে পৌঁছেছে।