পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশি ইলিশ

ওয়েব ডেস্ক: পুজোয় এ বার পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশি ইলিশ (Hilsa Fish)। দুর্গাপুজোর আগে একটু-আধটু নয়, রাজ্যে বাংলাদেশের ইলিশ আসছে তিন হাজার টন! শনিবার গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গে তিন হাজার টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে সেখানে। শনিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভারতের যে সকল ব্যবসায়ীরা মাছ আমদানির জন্য আগে আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন করে যাঁরা আবেদন করতে চান, তাদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। পড়ুন সেই বিজ্ঞপ্তি-

অমিতাভকে নিয়ে বিরাট মন্তব্য রজনীকান্তের

ওয়েব ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে রজনীকান্ত অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) প্রতি তাঁর শ্রদ্ধার কথা জানিয়েছেন। সে কথা বলতে গিয়েই ‘থালাইভা’ বলেন, “একটি ছবি প্রযোজনা করতে গিয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অমিতাভ। নিরাপত্তারক্ষীকে বেতন দেওয়ার মতো ক্ষমতাও ছিল না। নিলাম হয়ে যায় তাঁর জুহুর বাংলো। সকলে যখন ভাবছেন সব শেষ, ঠিক তখনই তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়ালেন অমিতাভ। কেবিসি-র দৌলতে তিনি ফিরে পেলেন অর্থ-প্রতিপত্তি। তিনটি বাড়ি কিনলেন। জুহুতে যেখানে বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল, সেই রাস্তায়ই ফের বাড়ি করলেন।” রজনীকান্ত মনে করেন, অমিতাভ নিজেই অনুপ্রেরণা। ৮২ বছর বয়সেও তিনি ১০ ঘণ্টা কাজ করতে পারেন। পাশাপাশি তাঁর জীবনের লড়াইও যে কোনও মানুষকে অনুপ্রেরণা জোগাতে পারে।

মুশফিকুরের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ (India Vs Bangladesh) প্রথম টেস্টের তৃতীয় দিনে নয়া রেকর্ড। তামিম ইকবালের সামনেই তাঁর রেকর্ড ভেঙে দিলেন মুশফিকুর রহিম। শনিবারের পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মুশফিকুরের মোট রান হল ১৫২০৫। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ২০টি শতরান এবং ৮২টি অর্ধশতরান রয়েছে। ৩৭ বছরের ক্রিকেটার টপকে গেলেন তামিমকে। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ১৫১৯২ রান। মুশফিকুর এ দিন ব্যাট করতে নামার আগে তামিমের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন। দু’জনেরই মোট আন্তর্জাতিক রান ছিল ১৫১৯২। শনিবার প্রথম রান নেওয়ার সঙ্গে সঙ্গে একক ভাবে শীর্ষে উঠে এসেন মুশফিকুর। তিনি শনিবার ১৩ রান করায় তাঁর মোট রান এখন ১৫২০৫। যদিও তামিম দেশের হয়ে খেলেছেন ৩৮৭টি ম্যাচ। মুশফিকুর এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৬৪টি ম্যাচ খেলেছেন।

ভারতের জিততে প্রয়োজন আর ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ (Ind vs Ban) প্রথম টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। রোহিত শর্মাদের দরকার আর ৬ উইকেট। বাংলাদেশের জিততে চাই আরও ৩৫৭ রান। খারাপ আলোয় তৃতীয় দিনের খেলা প্রায় ৪৫ মিনিট আগে শেষ হয়েছে। নইলে হয়তো আরও সমস্যায় পড়ত বাংলাদেশ। ভারতের দ্বিতীয় ইনিংসে দুটি বিষয় ড্রেসিং রুমকে তৃপ্ত করেছে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের মত। সেগুলি কী কী – প্রথম ইনিংসে শুভমন গিল শূণ্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। আবার ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরে ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেললেন ঋষভ পন্থ। আর প্রথম ইনিংস সেঞ্চুরি করলেও বল হাতে একটি উইকেটও পাননি রবিচন্দন অশ্বিন। সেই অশ্বিনই দ্বিতীয় ইনিংসে ৪টির মধ্যে ৩টি উইকেট নিজের দখলে। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দুই ওপেনার আক্রমণাত্মক শুরু করেন। ভারতের পেসারদের বিরুদ্ধে হাত খোলেন জাকির হাসান ও শাদমান ইসলাম। উইকেটের জন্য ভারতীয় পেসারেরা ফুল লেংথে বল করছিলেন। সেটা কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তাঁরা। দুই ওপেনারের মধ্যে ৬২ রানের জুটি হয়। বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন যশপ্রীত বুমরা। জাকিরকে ৩৩ রানের মাথায় আউট করেন তিনি। ভাল ক্যাচ ধরেন যশস্বী। বাকি সময়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেন অশ্বিন। ৩৫ রানের মাথায় তাঁর বলে আউট হন শাদমান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভাল খেলেন। অর্ধশতরান করেন তিনি। কিন্তু পাশে কাউকে পাননি শান্ত। মোমিমুল হক ও মুশফিকুর রহিম রান পাননি। দু’জনকেই ফেরান অশ্বিন। ৩৭.২ ওভারে বাংলাদেশের রান যখন ৪ উইকেটে ১৫৮, তখন আলো কমে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়।