অস্কারে যাবে লাপাতা লেডিজ?

ওয়েব ডেস্ক: লাপাতা লেডিজ (Laapataa Ladies), বলিউডের এই ছবিটি দর্শক ও সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছে। এই ছবির প্রেক্ষাপট নারী ক্ষমতায়ন। ছবিটি কি আগামী বছর অস্কারে ভারতের এন্ট্রি হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এ বার এই প্রসঙ্গে কিরণ তাঁর মনের কথা জানালেন। সম্প্রতি এই প্রসঙ্গে কিরণকে প্রশ্ন করা হলে পরিচালক জানান, তিনি আশাবাদী। কিরণ বলেন, ‘‘ছবিটা অস্কারে গেলে আমার স্বপ্নপূরণ হবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আমি নিশ্চিত, সেরা ছবিকেই বেছে নেওয়া হবে। কিন্তু, আমি আশাবাদী।’’ ছবিতে সূর্যমুখী গ্রামের দীপক, ফুল ও জয়াদের দাম্পত্য জীবন থেকে আকাঙ্ক্ষা ও নারীশক্তির উড়ান দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমান দর্শকেরা।
হেলমেটের স্ট্র্যাপ কেন কামড়াচ্ছিলেন সাকিব?

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বিস্তর আলোচনা চলছে। কী সেই ঘটনা? এদিন যখন সাকিব আল হাসান ব্যাট করছিলেন, তখন অনবরত তাঁকে কিছু একটা কামড়াতে দেখা যায়। সেটি কি, এই নিয়ে কমেন্ট্রি বক্সে থাকা সাকিবের একসময়ের সতীর্থ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বছরের শুরুর দিকে লন্ডনে চোখের চিকিৎসককেও দেখিয়েছেন। তামিমের ধারণা, দৃষ্টি সরাসরি যাতে বোলারের দিকে থাকে তাই সাকিবকে হেলমেটের স্ট্র্যাপ কামড়াতে দেখা গিয়েছে। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও একই কাজ করেছিলেন তিনি। অন্যদিকে, কার্তিক জানান, শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে ঝুঁকে থাকায় বল দেখতে অসুবিধা হতে পারে সাকিবের। সেটি এড়ানোর জন্যই তিনি এ কাজ বলে জানান কার্তিক। একই মত তামিমেরও।
দ্বিতীয় দিনে অ্যাডভান্টেজ ভারত

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতের ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে শান্তর বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৪৯ রানে। এরপর আম্পায়র ভারত অধিনায়ককে ফলো অন করানোর কথা জিজ্ঞাসা করলে রোহিত দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আর ব্যাট করতে নেমে ভারত দিনের শেষে ৩ উইকেটে ৮১ রান। ভারত এগিয়ে ৩০৮ রানে। অর্থাৎ দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় অপরাজিত শুভমন (৩৩) এবং ঋষভ পন্থ (১২)। বাংলাদেশের রানা ১২ রানে ১ উইকেট নিয়েছেন। ১৬ রানে ১ উইকেট মেহদির। ১৭ রানে ১ উইকেট তাসকিনের। অন্যদিকে, বাংলাদেশের গোটা ইনিংস জুড়েই ব্যাটারদের অস্বস্তি চোখে পড়ল। শাকিব হাসান, লিটন দাস এবং মেহদি হাসান মিরাজ ছাড়া বাংলাদেশের কারও মধ্যে উইকেট আঁকড়ে থেকে লড়াই করার চেষ্টা দেখা গেল না।
জামিন পেলেন অনুব্রত

নয়াদিল্লি: দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হল। ফলে তিহাড় জেল থেকে এ বার তিনি মুক্তি পেতে চলেছেন। পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। কিছু দিন আগে অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন।
Sensex, Nifty 50 jump 1% to hit all-time highs

Mumbai: Stock market today: Indian stock market benchmarks—the Sensex and the Nifty 50—jumped over a per cent each to hit fresh record highs in morning trade on Friday, September 20. The Sensex opened at 83,603.04 against its previous close of 83,184.80 and jumped over a per cent to its fresh all-time high of 84,159.90. The Nifty 50 started the day at 25,525.95 against its previous close of 25,415.80 and scaled its fresh peak of 25,692.70. The gains were broad-based as the BSE Midcap and Smallcap index also rose up to a per cent. The overall market capitalisation (mcap) of BSE-listed firms rose to nearly ₹469.4 lakh crore from ₹465.7 lakh crore in the previous session, making investors richer by about ₹4 lakh crore in a day.