মহিলা ক্রিকেটে দারুন খবর

স্পোর্টস ডেস্ক: মহিলাদের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আইসিসি (ICC)। টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য এক লাফে দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হল। চ্যাম্পিয়ন দল ২০২৩ সালের তুলনায় ১৩৪ শতাংশ বেশি অর্থ পাবে। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পুরস্কার মূল্য হিসাবে পেয়েছিল ১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা। এ বারের চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা। রানার্স দলও এ বার ১৩৪ শতাংশ বেশি পুরস্কার মূল্য পাবে। এ বার ফাইনালের পরাজিতেরা পাবে ১.১৭ মিলিয়ন ডলার বা প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা। শুধু দুই ফাইনালিস্ট দলের জন্য নয়, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব স্তরেই এ বার পুরস্কার মূল্য বৃদ্ধি করেছে আইসিসি।
ক্যানসারের এই ৩টি ওষুধের দাম কমছে!

ওয়েব ডেস্ক: ক্যানসার চিকিৎসার জন্য প্রথমে রোগ নির্ণয়, তার পর কেমোথেরাপি, রেডিয়োথেরাপি বা ইমিউনোথেরাপির সাহায্য নেওয়া হয়। আর ক্যানসারের জন্য ৩টি দামী ওষুধের ওপর কর ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, ‘ট্রাস্টুজুমাব ডিরাক্সটেকান’, ‘ওসিমেরটিনিব’ এবং ‘ডুরভ্যালুমাব’— এই তিন ওষুধের উপর থেকে ১২ থেকে ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ ক্যানসারের তিনটি মহার্ঘ ওষুধে (Cancer Medicines) করছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৪-’২৫ আর্থিক বর্ষের পূর্ণাঙ্গ বাজেটে ক্যানসারের ওই তিনটি ওষুধের উপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছিল। তিনটি ওষুধের দামই লক্ষাধিক টাকা। সরকারের ঘোষণা অনুযায়ী, তিন ওষুধে ১২ থেকে ৫ শতাংশ করছাড় দিলে সেগুলির দাম কিছুটা হলেও কমবে। ক্যানসারের এমন অনেক ওষুধ আছে, যেগুলি জীবনদায়ী হওয়ার পাশাপাশি তাদের দামও অনেক।
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী

নয়া দিল্লি: দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি অরবিন্দ কেজরিওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরেই আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান জানিয়েছেন, দু’দিন পরেই মুখ্যমন্ত্রী (Delhi CM) পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। তার পর থেকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে অতিশী মারলেনার (Atishi Marlena) নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন কেজরীওয়াল। সূত্রের খবর, তিনিই অতিশীর নাম প্রস্তাব করেন। উল্লেখ্য, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই এ বার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
সরানো হল পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে

কলকাতা: সোমবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তার পর বসে দু’পক্ষের বৈঠক। এর পর প্রায় ৫ ঘণ্টা— সন্ধ্যা ৭টা থেকে রাত ১১.৪৫ মিনিট পর্যন্ত চলে বৈঠক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, সরানো হল কলকাতার পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েলকে। আর কী কী জানালেন দেখে নিন- মুখ্যমন্ত্রী জানান- ‘‘৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। আর কী করব!’’ জুনিয়র ডাক্তারদের পাঁচটি দাবির প্রথমটি সিবিআই এবং আদালতের বিষয়। বাকি চারটির মধ্যে তিনটেয় মান্যতা দিয়েছে তাঁর সরকার। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। মঙ্গলবার বিকেল ৪টের পর এই সংক্রান্ত নোটিস দিয়ে দেওয়া হবে। বিনীতকে নিজের পছন্দের পদ দেওয়া হবে। চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) অভিষেক গুপ্তকেও সরানো হচ্ছে। সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা কৌস্তভ নায়েক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকেও। মমতা বলেন, ‘‘আমরা কাউকে অশ্রদ্ধা, অসম্মান করিনি। কিন্তু ওঁদের বিরুদ্ধে যে হেতু চিকিৎসকদের ক্ষোভ আছে, বলেছেন, ওঁদের উপর আস্থা নেই, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’ মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের দাবি মতো কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করবে সরকার। তবে কলকাতা পুলিশের পরবর্তী কমিশনার কে হবেন সে বিষয়ে সোমবার কিছু জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।