ব্যবসা বন্ধ রেখে শাহরুখে সঙ্গে দেখা করবেন এই ব্যক্তি

ওয়েব ডেস্ক: এক দিন বা ২ দিন নয়, টানা ৩৫ দিন নিজের ব্যবসা বন্ধ রেখেছেন। কারণ শুনলে অবাক হবেন, কী কারণ জানেন? একটাই কারণ, শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন। কিন্তু কে সেই ব্যক্তি? বরাবরই বলিউডের বাদশাহের ভক্ত শেখ মহম্মদ আনসারি। তাই ঝাড়খণ্ড থেকে সটান চলে এসেছেন মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখের বাড়ির সামনে। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবিরাম অপেক্ষারত তিনি। শাহরুখের সঙ্গে দেখা করতে তিনি এতটাই উদ্গ্রীব যে নিজের ব্যবসা বন্ধ করে মুম্বইয়ে হাজির হয়েছেন তিনি। শেখ মহম্মদ আনসারি একটি সংবাদমাধ্যমকে বলেন, “শাহরুখ আমার প্রিয় নায়ক। আমি ওঁর সবচেয়ে বড় ভক্ত। ওঁর সঙ্গে তো দেখা করতেই হবে। শাহরুখের সঙ্গে দেখা করাই আমার জীবনের সবচেয়ে বড় জয় হবে। ওঁর সঙ্গে দেখা করার জন্য ব্যবসা বন্ধ করে আমি এখানে এসেছি। ওঁর সঙ্গে দেখা করেই আবার ফিরে যাব। এটা আমার কাছে অদম্য আকাঙ্ক্ষা হয়ে উঠেছে।” View this post on Instagram A post shared by Instant Bollywood (@instantbollywood)
কোচ হওয়ার পর দ্রাবিড় প্রথমে কী বললেন?

স্পোর্টস ডেস্ক: ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরে এ বার আইপিএল জেতার লক্ষ্য রাহুল দ্রাবিড়ের। রাজস্থান রয়্যালসের নতুন কোচ হয়ে কী বললেন রাহুল দ্রাবিড় সেটা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের অন্ত নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের একটি আলোচনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে রাজস্থান রয়্যালস। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজস্থানের বৈঠকে ঢোকার সময় দ্রাবিড়কে বলতে শোনা যাচ্ছে, “তা হলে এটাই সেই জায়গা যেখানে আইপিএল জেতা যায়।” পরে তাঁরা কী বলেছেন তা শোনা না গেলেও দ্রাবিড়ের কথা থেকে পরিষ্কার, মাঠে নেমে দল জিতলেও তার পরিকল্পনা শুরু হয় সাজঘরে। এখন থেকেই সেটা শুরু করে দিতে চান দ্রাবিড়। তবে এই মরশুমে রাজস্থান যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে তা দ্রাবিড়ের কথা থেকেই পরিষ্কার।
হাসপাতালে রণবীর-দীপিকা!

ওয়েব ডেস্ক: আগামী ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে দীপিকার প্রথম সন্তান। কিন্তু তার অনেক আগেই হাসপাতালে হাজির তারকা জুটি। এদিন গণেশ পুজো দিয়েই হাসপাতালে যান রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, তা হলে কি নির্দিষ্ট দিনের আগেই জন্ম নিচ্ছে সন্তান? যে ভিডিও ভাইরাল হয়েছে রণবীরের পরনে ছিল ঘিয়ে রঙের পাজামা-কুর্তা। হবু মায়ের পরনে ছিল সবুজ সিল্কের বেনারসি শাড়ি। তার ঠিক পরের দিনই হাসপাতালে হাজির হলেন তাঁরা। হাসপাতালের বাইরে তারকা জুটিকে ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা। দেখুন সেই ভিডিও- View this post on Instagram A post shared by Viral Bhayani (@viralbhayani) উল্লেখ্য, এ বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর সুখবর ঘোষণা করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন এ বছরের সেপ্টেম্বরে সন্তানের আগমন হবে। প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। কিন্তু পরে জানা যায়, মুম্বইয়েই জন্ম নেবে তারকা দম্পতির সন্তান।
মাটিগাড়া কাণ্ডে ফাঁসির সাজা

শিলিগুড়ি: ২০২৩ সালের ২১ অগস্ট মাটিগাড়ায় জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মহম্মদ আব্বাস নামে এক ব্যক্তি। শারীরিক অত্যাচারের জেরে মৃত্যু হয় ওই নাবালিকার। নির্যাতিতাকে যাতে চেনা না যায়, সে জন্য ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল তাঁর মুখ। ওই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। অবশেষে সমস্ত সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে আব্বাসকে দোষী সাব্যস্ত করল আদালত। শনিবার শিলিগুড়ি আদালতের অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক অনিতা মেহেত্রা মাথুর অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা করেছেন (North Bengal woman abuse punishment)।
ডাক্তারদের আর্জি অভিষেকের

আরজি কর (RG Kar) কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। রাজপথে মিছিল, রাত দখল থেকে স্লোগান সবই দেখেছে বাংলার মানুষ। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে সিবিআই তদন্ত এবং মামলা চলে গিয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে আরজি কর হাসপাতালে কর্মবিরতি চলায় বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, হুগলির কোন্নগরে বাইক দুর্ঘটনার কবলে পড়েন বছর ২৪-এর এক যুবক। দুই পায়ের উপর দিয়ে চলে যায় লরি! গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুরের হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। আজ, শুক্রবার সকালে আহত যুবককে নিয়ে আরজি কর হাসপাতালে পৌঁছন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, একবার আউটডোর, একবার এমারজেন্সি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় যুবককে। কিন্তু ভর্তি করা হয়নি হাসপাতালে। সকাল ৯ থেকে বেলা ১২ টা পর্যন্ত পায়ে ব্যান্ডেজ বেঁধে ফেলা রাখা হয়েছিল। কোনও চিকিত্সা হয়নি। পরিবারের সদস্যরা এও জানান, আরজি কর হাসপাতালের তরফে তাঁদের জানানো হয়, পর্যাপ্ত ডাক্তার নেই। রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু ততক্ষণে প্রবল রক্তক্ষরণে ঝিমিয়ে পড়েছেন যুবক। শেষপর্যন্ত বেলা ১২টা নাগাদ মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, ‘কোন্নগরে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক কার্যত কোনও চিকিৎসা না পেয়ে মারা গেল। ৩ ঘণ্টা ক্রমাগত রক্তক্ষরণ হয় তাঁর। আরজি করের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতির জেরেই এই পরিণতি। আমি মানছি, জুনিয়র ডাক্তারদের প্রতিটি দাবি ন্যায্য। তাঁরা কোন-ও অন্যায় দাবি রাখেননি। কিন্তু আমার বিনীত অনুরোধ, পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক।’ অভিষেক সংযোজন, ‘প্রতিরোধযোগ্য অবহেলার কারণে মৃত্যু হতে দেওয়া অপরাধযোগ্য হত্যাকাণ্ডের সমতুল্য। যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয়, তাহলে তা গঠনমূলকভাবে করা উচিত। সহানুভূতি ও মানবতার সঙ্গে, যাতে নিষ্ক্রিয়তা বা অবহেলার কারণে আর কোনও জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।’ A young boy from Konnagar lost his life today following a road accident, after BLEEDING FOR 3 HOURS WITHOUT RECEIVING MEDICAL ATTENTION, a consequence of the ongoing protest by doctors in response to the #RGKar incident. While the demands of the junior doctors are both fair and… pic.twitter.com/1wJBVhPP7y — Abhishek Banerjee (@abhishekaitc) September 6, 2024