দেখুন ‘বহুরূপী’-র দ্বিতীয় ঝলক কেমন হল?

এবার প্রকাশ্যে এল ‘বহুরূপী’ (Bohurupi)-র দ্বিতীয় ঝলক। বাংলার বুকে এ যেন এক চোর পুলিশ খেলার গল্প। গোটা ঝলক ধরেই রয়েছে পুলিশের একাধিক চেজিং সিকোয়েন্স ও অ্যাকশন দৃশ্য। পাশাপাশি হাসি মুখে শিবপ্রসাদের ব্যাঙ্ক ডাকাতির দৃশ্য মনে করিয়ে দেয় বব বিশ্বাসের কথা। কৌশানীর সঙ্গে বিয়ের দৃশ্যও নজর কেড়েছে। শিবপ্রসাদের একাধিক ছদ্মবেশও এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। ছবির আবহও বেশ মনে ধরার মতোই। আর দ্বিতীয় ঝলকেও নজর কাড়লেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। একের পর এক জমাাটি চেজিংয়ের দৃশ্য থেকে শুরু করে কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) সঙ্গে শিবপ্রসাদের রসায়ন নজর কাড়ল নতুন ট্রেলারে। আবিরের সঙ্গে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-র রসায়নও নজর কাড়ল। View this post on Instagram A post shared by Windows Production (@windowsproduction)
পেনশন নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা: সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্ত হতে গেলে ন্যূনতম টানা ১০ বছর চাকরি করতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। এবার সেই নিয়মে কিছুটা ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। এ ক্ষেত্রে টানা ৯ বছর ৬ মাস অর্থাৎ দশ বছরের নিচে কর্মজীবন থাকলেও শিক্ষা দপ্তরের ক্ষমতাবলে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের পেনশন স্কিমের অধীনে আনা হবে। বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে একথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ব্রাত্য বসু বলেন, “বিদ্যালয় শিক্ষকদের সুবিধায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল। সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্ত হতে গেলে এতদিন কম করে টানা ১০ বছর চাকরি করতে হত শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু ৯ বছর ৬ মাস তার বেশি যদি কেউ চাকরি করে থাকেন, তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে, ৬ মাস বা তার কম সময় মার্জনা করে তাঁকে পেনশন দেওয়ার।
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না ‘ইমার্জেন্সি’

ওয়েব ডেস্ক: আজ অর্থাৎ ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’। কিন্তু আপাতত ছবিমুক্তির উপর স্থগিতাদেশ রয়েছে। প্রেক্ষাগৃহে এখনই মুক্তি পাচ্ছে না ছবিটি, নিজেই জানালেন কঙ্গনা রানউত (Kangana Ranaut)। অভিনেত্রী-সাংসদ এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি, আমার পরিচালিত ছবিমুক্তির সময় পিছিয়ে গিয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছি এখনও। ছবিটি আগামী দিনে কবে মুক্তি পাবে, তা জানিয়ে দেওয়া হবে। বিষয়টা বোঝার জন্য এবং ধৈর্য ধরার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।”
সন্দীপের বাংলোর খোঁজ মিলল ক্যানিংয়ে

কলকাতা: একটি বাংলোর হদিস মিলল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ক্যানিং-২ ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝেই মাথা তুলেছে সবুজরঙা দোতলা একটি বাংলো। বাংলোর উপরে লেখা ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। বাংলোটির চারদিকে রয়েছে লম্বা পাঁচিল। স্থানীয়দের একাংশের দাবি, এই বাংলোটি সন্দীপের। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ‘ডাক্তারবাবুকে’ এই বাংলোতে আসতেও দেখছেন তাঁরা। জানা গিয়েছে, এই ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’র চাবি নাকি থাকত প্রসূনের কাছেই। স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজাতে প্রায় ১০০ বিঘা জমি কিনেছিলেন সন্দীপ ঘোষ। শুধু তাই নয়, সেখানে গড়ে তোলা হয়েছে বিশাল বাংলো বাড়ি। স্থানীয় বেশ কয়েকজন যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন। কিন্তু পুরোটাই চলতো সন্দীপ ঘোষের নির্দেশ মতোই। জানা গিয়েছে, বছর চারেক আগে এই বাংলো বাড়িটি তৈরি হয়। তারও আগে জমি কেনা হয়েছিল। ভিতরে সুইমিং পুল, বিশাল লন রয়েছে।
রাজস্থান রয়্যালসের কোচ হলেন রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক: ৬৯ দিনের বিরতি। তারপর ফের কোচের ভূমিকায় রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। হ্যাঁ, এবার রাজস্থান রয়্যালসের কোচ হলেন রাহুল দ্রাবিড়। ২০১২ এবং ২০১৩ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থানের মেন্টর হিসাবেও কাজ করেছিলেন তিনি। দ্রাবিড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খবর শুক্রবার দুপুরে জানিয়েছে রাজস্থান। গোলাপি-নীল জার্সি নিয়ে রাজস্থানের সিইও জেক লাস ম্যাক্রামের সঙ্গে দ্রাবিড়ের ছবিও পোস্ট করা হয়েছে। বেঙ্গালুরুতে দ্রাবিড়ের শহরে গিয়ে চুক্তি সই হয়েছে বলে খবর। নতুন দায়িত্ব নিয়ে দ্রাবিড় বলেছেন, “বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলে আমার মনে হয়েছে। আর সেই কাজের জন্য নিখুঁত দল রাজস্থানই।” অন্যদিকে, রাজস্থান রয়্যালসের দায়িত্ব এত দিন ছিল কুমার সঙ্গকারার হাতে। ২০২১ সাল থেকে দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, সেই দায়িত্ব ছেড়ে তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন।