বিজেপিতে যোগ দিলেন জাদেজা!

স্পোর্টস ডেস্ক: বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)? প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর স্ত্রী রিভাবাই জাদেজার একটি পোস্ট ঘিরে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন জাদেজার স্ত্রী। তারপরেই জাদেজার বিজেপিতে যোগ নিয়ে প্রবল জল্পনা। তবে জাদেজার সঙ্গে কেন্দ্রীয় শাসক দলের ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। স্ত্রী রিভাবা গুজরাটের জামনগর কেন্দ্রের বিধায়ক। এমনকি নির্বাচনের সময় স্ত্রীর প্রচারেও বহুবার অংশ নিতে দেখা গিয়েছে জাতীয় দলের তারকা অলরাউন্ডারকে। রোড শো করেছেন, রালিতে অংশ নিয়েছেন। টি২০ বিশ্বকাপের পর সস্ত্রীক জাদেজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। 🪷 #SadasyataAbhiyaan2024 pic.twitter.com/he0QhsimNK — Rivaba Ravindrasinh Jadeja (@Rivaba4BJP) September 2, 2024 কিন্তু জাদেজার রাজনীতির নতুন ইনিংস শুরু নিঃসন্দেহে এক আলাদা মাত্রা যোগ করেছে তবে এখনই তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে না বলে মনে করছেন নেটনাগরিকরা। হয়তো শুধু মাত্র স্ত্রীর অনুরোধ রাখতেই বিজেপির এই সদস্যপদ গ্রহণ। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে রবীন্দ্র জাদেজা অন্যতম সেরাদের তালিকায় রয়েছেন। টি২০ ফরম্যাটে অবসরের আগে জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪ ম্যাচে ৫১৫ রান করেছেন ৫৪ উইকেট সহ। সেরা পারফরম্যান্স ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট। টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেও জাদেজা খেলা চালিয়ে যাবেন আইপিএলে। এছাড়াও দেশের জার্সিতে খেলতে দেখা যাবে টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে।

BCCI-এর নতুন সচিব কে হবেন?

স্পোর্টস ডেস্ক: আগামী ১ ডিসেম্বর থেকে নতুন পদে জয় শাহ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির (ICC) চেয়ারম্যান এখন তিনি। কিন্তু এখন প্রশ্ন তাহলে বিসিসিআই সচিব কে হবেন? জানা গিয়েছে, ২৯ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। বোর্ড সূত্রে খবর, এই সভাতে নতুন সচিবের নাম ঘোষণা হবে না। কারণ, ১ ডিসেম্বের পর্যন্ত সময় রয়েছে শাহের হাতে। তার আগে আলোচনার জন্য সময় পাওয়া যাবে। তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। তাহলে সিদ্ধান্ত কবে হবে? এ বিষয়ে কনক্রিট কোনও খবর না পাওয়া গেলেও, অসমর্থিত সূত্রে খবর ২৯ সেপ্টেম্বরের সভার কাজ শাহই চালাবেন। নতুন সচিবের জন্য একটি বিশেষ সাধারণ সভা ডাকা হবে। সেই সভার দিন ঠিক হতে পারে এই সভায়।

সর্বোচ্চ করদাতা শাহরুখ

ওয়েব ডেস্ক: ২০২২ সালে বিনোদন জগতের সবোর্চ্চ করদাতা ছিলেন অক্ষয় কুমার। এ বার তাঁকে ছাপিয়ে গেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ২০২৪ সালে ৯২ কোটি টাকা কর দিয়েছেন তিনি। পিছনে ফেলে দিলেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সলমন খান, বিরাট কোহলিদের। উল্লেখ্য, প্রায় চার বছরের বিরতি শেষে গত বছর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটি ছবির মধ্যে প্রথম দু’টির ব্যবসা ১০০০ কোটি ছাড়িয়েছিল। আর তাতেই বিনোদন জগতের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ। তাহলে ২ থেকে ৫ নম্বরে কোন তারকারা রয়েছেন? জানা গিয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী ছবির তারকা বিজয় থলপতি। ২০২৪ সালে ৮০ কোটি টাকার কর দিয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন সলমন খান। তিনি ৭৫ কোটি টাকা কর দিয়েছেন। চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন। তাঁর দেওয়ার করের অঙ্ক হল ৭১ কোটি টাকা। ৬৬ কোটি টাকা কর দিয়ে পঞ্চম স্থানে বিরাট কোহলি।

দেওয়াল ভাঙার নির্দেশে সন্দীপ ঘোষের?

কলকাতা: আরজি করে হাসপাতালে ৯ অগাস্ট ঘটনার পরের দিন, সেমিনার হলের দেওয়াল ভাঙা নিয়ে জল্পনা চলছিলই। তবে সব জল্পনার অবসান হল একটি নথি প্রকাশ্যে আসায়। যদিও এই নথির সত্যতা যাচাই করেনি নিউজ ওয়ান বাংলা। তবে নথিতে দেখা যাচ্ছে, ওই সংস্কার কাজের নির্দেশ দিয়েছিলেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষই। মহিলা চিকিৎসকের মৃত্যুর ঠিক পরের দিনই দেওয়া হয়েছিল ওই নির্দেশ। আরজি করে কর্তব্যরত পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারকে ওই চিঠি লিখেছিলেন তৎকালীন অধ্যক্ষ। তারিখ, ১০ অগস্ট। অর্থাৎ, নির্যাতিতার মৃত্যুর ঠিক পরের দিন। জরুরি ভিত্তিতে আরজি করের বিভিন্ন বিভাগে ডক্টরস’ রুম এবং লাগোয়া শৌচালয় মেরামত ও সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। সন্দীপ ঘোষের নামে ওই চিঠিতে কি লেখা ছিল? তৎকালীন অধ্যক্ষ ওই চিঠিতে লিখেছেন, “আরজি করের বিভিন্ন বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের জন্য ডক্টরস’ রুম এবং তার সংলগ্ন পুরুষ ও মহিলাদের পৃথক শৌচালয়ের অভাব রয়েছে। রেসিডেন্ট ডাক্তারদের দাবি মতো তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন। স্বাস্থ্য দফতরের প্রধান সচিব এবং মেডিক্যাল এডুকেশন ডিরেক্টরের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে।”

যোগ্যতা অর্জনের ম্যাচে লজ্জার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছিল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে মঙ্গোলিয়া। আর তারপরই লজ্জার রেকর্ড। মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল মঙ্গোলিয়া। আর সেই রান মাত্র পাঁচ বলে তুলে নিল প্রতিপক্ষ দেশ সিঙ্গাপুর। তবে ১০ রানে অলআউট হওয়ার ঘটনা বিরল নয়, এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিরুদ্ধে ১০ রানে শেষ হয়ে গিয়েছিল আইল অফ ম্যান। স্পেন সেই রান তুলে দিয়েছিল দু’বলেই। অর্থাৎ জিতেছিল ১১৮ বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে বলের বিচারে বৃহত্তম জয় সেটিই। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জয় থাকবে দ্বিতীয় স্থানে। তারা জিতেছে ১১৫ বল বাকি থাকতে।