ঋতুপর্ণা সেনগুপ্তকে ‘গো ব্যাক’ স্লোগান

কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে অংশ নিতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন ঋতুপর্ণা। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি। বুধবার সন্ধে থেকে শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে আন্দোলনে শামিল হন অগণিত মানুষ। তাতে অংশ নেন তারকারাও। প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতেই সুর চড়িয়েছিলেন ঋতুপর্ণা। কিছুক্ষণের মধ্যে এলাকা তেতে ওঠে। অভিনেত্রীকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিনেত্রীকে লক্ষ্য করে ‘গো ব্যাক’, ‘ধিক্কার’ স্লোগান দেন আন্দোলনকারীরা। কোনওক্রমে গাড়িতে গিয়ে ওঠেন অভিনেত্রী। তাতেও পরিস্থিতি সামলানো কার্যত অসম্ভব হয়ে ওঠে। গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে বোতল ছোড়া হয়। কোনওক্রমে এলাকা ছাড়েন ঋতুপর্ণা।

 Sensex, Nifty 50 closes in red; ICICI Bank, Infosys, L&T top losers

Share Bazaar Today: The Sensex and the Nifty 50, closed in red on Wednesday, September 4, on profit booking in shares of select heavyweights such as ICICI Bank, Infosys, and Larsen and Toubro (L&T) amid weak global cues. The indices, however, recovered most of their losses during the session, thanks to gains in shares of Reliance Industries, Hindustan Unilever, and Asian Paints. After opening sharply lower by 710 points at 81,845.50, the Sensex remained in the red throughout the session and touched the intraday low of 81,833.69, down 722 points. The Nifty 50, on the other hand, opened at 25,089.95 against its previous close of 25,279.85 and touched its intraday low of 25,083.80. Eventually, the Sensex closed 203 points, or 0.25 per cent, lower at 82,352.64, with 19 stocks in the red. The Nifty 50 closed with a loss of 81 points, or 0.32 per cent, at 25,198.70, with 31 stocks in the red. The BSE Midcap index also declined by 0.12 per cent, but the Smallcap index bucked the trend, rising 0.32 per cent. The shares of Wipro, Coal India, and ONGC ended as the top losers in the Nifty 50 index. On the other hand, Asian Paints, Grasim, and Hindustan Unilever ended as the top gainers in the index. In terms of index contributions, ICICI Bank, Infosys, Larsen and Toubro, Axis Bank, Coal India and SBI ended as the top drags on the index in that order. Among the sectoral indices, Nifty PSU Bank (down 1.69 per cent), IT (down 0.94 per cent) and Metal (down 0.75 per cent) closed as the top losers. Nifty Bank closed with a loss of 0.56 per cent, while the Private Bank index declined 0.65 per cent.      

‘মুঞ্জ্যা’র ভাগ্যশ্রীকে চেনেন?

ওয়েব ডেস্ক: ওটিটির পর্দায় মুক্তির পাশাপাশি টেলিভিশনের পর্দায়ও সম্প্রচারিত হল বহুল প্রশংসিত হরর কমেডি ঘরানার ছবি ‘মুঞ্জ্যা’। এই ছবিতে রুক্কুর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ভাগ্যশ্রী লিমায়ে। বড় পর্দায় এই নতুন মুখকে ঘিরে তৈরি হয়েছে দর্শকের কৌতূহল।

মুম্বইয়ে অনুষ্কা, ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক: ক্রিকেট থেকে আপাতত ছুটি। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জেতার পরে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার পরেই লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর এসবের মধ্যেই বুধবার মুম্বইয়ে পা রাখলেন অনুষ্কা। সঙ্গে ছেলে ও মেয়ে থাকলেও, দেখা মিলল না স্বামী বিরাট কোহলির। অনুষ্কার মুম্বই বিমানবন্দরের সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।   View this post on Instagram   A post shared by Varinder Chawla (@varindertchawla)

এবার ফুটবলেও কনকাশন সাব

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মতো ফুটবলেও থাকছে কনকাশন সাব। এ বার আইএসএলেও এই নিয়ম আনা হচ্ছে। সেই সঙ্গে আরও কিছু নতুন নিয়ম থাকছে এ বারের আইএসএলে। নতুন নিয়ম অনুযায়ী এ বারের আইএসএলে এক জন ফুটবলারকে কনকাশন সাব করা যাবে। অর্থাৎ, মাথায় লাগার কারণে কোনও ফুটবলার যদি খেলতে না পারেন, তা হলে তাঁকে বদল করা যাবে। কোনও দল যদি এই বাড়তি ফুটবলার পরিবর্তন করার সুযোগ নেয়, তা হলে বিপক্ষ দলও বাড়তি এক জন ফুটবলার পরিবর্তন করার সুযোগ পাবে। এছাড়া কোনও ফুটবলারকে যদি সরাসরি লাল কার্ড দেখানো হয় এবং তাঁর দল যদি মনে করে সেই সিদ্ধান্তটি ভুল, তা হলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই কার্ড বাতিল করার জন্য আবেদন করা যাবে।

ইডি দফতরে রাজ্যের মন্ত্রী

কলকাতা: সদ্যই রাজ্যের কারামন্ত্রী হয়েছেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি, ব্যাঙ্কের নথি পেয়েছিলেন তদন্তকারীরা। যার ভিত্তিতে চন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ  করার প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন ইডি অফিসাররা। সেই সূত্রে ধরেই এদিন চন্দ্রনাথকে ডাকা হয়। তিনি হাজিরাও দিয়েছেন। এখন রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা। কদিন আগেই অখিল গিরি মন্ত্রিত্ব ছাড়ার পর তাঁর হাতে থাকা কারা দফতর যায় চন্দ্রনাথ সিনহার হাতে। সূত্রের খবর, এই চন্দ্রনাথ সিনহার নাম নিয়োগ মামলায় হাতে পায় তদন্তকারীরা কুন্তল ঘোষের ডায়েরি থেকে। তারপর থেকেই শুরু ধরপাকড়।

বিরূপাক্ষের বিরুদ্ধে পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

কলকাতা: এবার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করল স্বাস্থ্যদপ্তর। অবশেষে বদলি করা হল তাঁকে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে বিরূপাক্ষকে পাঠানো হল কাকদ্বীপে। স্বাস্থ্যদপ্তরের নোটিসে জানানো হয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ৩ সেপ্টেম্বর দুপুরে বদলি করা হয়েছে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট পদে যোগ দেবেন তিনি। উল্লেখ্য, বার বার বিতর্কে জড়িয়েছেন এই চিকিৎসক। অভিযোগ, বর্ধমান মেডিক্যাল কলেজে রীতিমতো ‘দাদাগিরি’ চালাতেন তিনি। সম্প্রতি এক অডিও ভাইরাল হয়। যেখানে বর্ধমান মেডিক্যাল কলেজের এক চিকিৎসক পড়ুয়াকে ইন্টার্নশিপের সার্টিফিকেট না দেওয়ার হুমকি দিতে শোন যায় এক ব্যক্তিকে। অভিযোগ, সেই ব্যক্তি ছিলেন ডা. বিরূপাক্ষ। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছিলেন তিনি। আর সেই অডিয়োর সত্যাতা যাচাই করেনি ফিনান্স নিউজ।

আদা জলের উপকারিতা জানেন?

ওয়েব ডেস্ক: প্রাচীনকাল থেকেই আদা এক উপকারী ঔষধি। সকালের চায়ের সঙ্গে আদা খেয়ে আসছেন সকলেই। তবে আপনি কি জানেন, শুধু চা তে নয়, আদা গরম জলে (Ginger Water) ফুটিয়ে খেলেও শরীরের জন্য খুবই উপকারী। সর্দি, কাশি, বদহজম, গ্যাস, অম্বল দূর করবে আদা ফুটানো জল। এমনকি হজমের সমস্যা হলেও ঠিক করতে সক্ষম। আদা চায়ের সঙ্গে মিশিয়ে খেলে উপকারিতা কমে যায়। তবে আদা ফুটিয়ে জল খাওয়া খুব উপকারী। কোনও কারণে পেশিতে টান ধরলে আদা ফোটানো জল খান, ব্যথা কমে যাবে। সর্দি ও কাশি হলে চায়ের পরিবর্তে আদা ফাটানো জল খুব উপকারী। তবে অ্যান্টি অক্সিডেন্টের উৎস হল আদা চা। এই চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেটের সমস্যাও দূর করতে সক্ষম। উদ্বেগ বা মানসিক অবসাদ নিয়ন্ত্রণ এবং স্নায়ু সতেজ রাখতে আদা চা কার্যকর। আদা কুচি করে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। ঈষদুষ্ণ জলে গুঁড়ো আদা মিশিয়ে খান, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পেটের সমস্যা থেকে দূরে রাখবে এই জল।

সরকারি পুরস্কার ফেরালেন সুদীপ্তা চক্রবর্তী

কলকাতা: সোমবার ‘বন্ধু’ কাঞ্চন মল্লিককে ‘ত্যাগ দেওয়া’র পর মঙ্গলবার বাংলা বিনোদন দুনিয়ায় ‘অসামান্য অবদানের জন্য’ রাজ্য সরকারের দেওয়া ‘বিশেষ পুরস্কার’ ফিরিয়ে দিলেন সুদীপ্তা চক্রবর্তী। এর আগে চন্দন সেন ও বিপ্লব বন্দ্যোপাধ্যায় সরকারি পুরস্কার ফিরিয়েছিলেন। এবার ফেরালেন ‘বাড়িওয়ালি’র অভিনেত্রীও। আর তাঁর এই সিদ্ধান্তকে স্যালুট জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা ফেসবুকে লেখেন, ‘স্য়ালুট সুদীপ্তা চক্রবর্তী। ২০১৩ সালে উনি রাজ্য় সরকারের থেকে একটি পুরস্কার পেয়েছিলেন সিনেমায় অবদানের জন্য়। আজ আই অ্যান্ড সি মিনিস্ট্রিকে (তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ) মেইল করে সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। যে যাঁর নিজের মতো করে প্রতিবাদ চালিয়ে যান…’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকে কী পোস্ট করেছেন দেখে নিন-

টোকিয়োকে ছাপিয়ে প্যারিসে নয়া রেকর্ড ভারতের

স্পোর্টস ডেস্ক: নয়া রেকর্ড ভারতের। ইতিমধ্যেই ২০টি পদক পেয়েছে তারা। টোকিয়োর ১৯ পদক ছাপিয়ে এটিই ভারতের সেরা প্যারালিম্পিক্স। এখনও চার দিন বাকি রয়েছে প্যারালিম্পিক্সে। আরও কয়েকটি প্রতিযোগিতায় নামবে ভারত। আশা করা যায় নয়া ইতিহাস রচিত হবে। অনেকের আশা প্যারালিম্পিক্স শেষ হতে হতে ২৫টি, এমনকি ৩০টি পদকও জিততে পারে ভারত। মঙ্গলবার পাঁচটি পদক পেয়েছে ভারত। তার ফলেই ভারতের পদকের সংখ্যা ২০ ছুঁয়েছে। দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিংহ ও সুন্দর গুর্জর দেশকে পদক এনে দিয়েছেন। আরও দু’টি পদক পেতে পারত ভারত। ভাগ্যশ্রী মাহাভরো ও অবনী লেখারা অল্পের জন্য পদক জিততে পারেননি।