মান পরীক্ষায় ফেল করল ১১১ টি ওষুধ

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

মান পরীক্ষায় ঢাহা ফেল ১১১ টি ওষুধ (drug samples), নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও (CDSCO) বাজারে চূড়ান্ত সতর্কতা জারি করেছে। প্রতি মাসেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare ) অধীনে কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ সংস্থা একটি ওষুধের গুণমান অনুযায়ী তালিকা তৈরি করে। সেই তালিকা অনুযায়ী নিম্ন মানের ও জাল ওষুধের লিস্ট আলাদা উল্লেখ করা হয়।

নিম্নমানের ওষুধের তালিকায় রয়েছে আলসার, ডায়াবেটিস ও অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ৷ গ্যাসের ওষুধ হিসেবে অ্য়াসপিরিন খান অনেকেই ৷ চিকিৎসকের পরামর্শে অ্য়ালার্জির জন্য ‘প্রোমেথাজাইন ইনজেক্সন’ নিয়ে থাকেন বহু রোগী ৷ আলসারের চিকিৎসার জন্য সুক্রালপেট ইউএসপি ওষুধ খেতে হয় অনেককে। কিন্ত এই ওষুধগুলি গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, “ওষুধে বিশেষ কিছু উপাদানের প্যারামিটারের উপর ভিত্তি করে গুণগত মানের পরীক্ষা করা হয় ৷ বিভিন্ন ওষুধের নমুনা সংগ্রহ করে একাধিক গবেষণাগারে সেগুলির গুণমান যাচাই করা হয় ৷ সরকারি পরীক্ষায় ব্যর্থ নির্দিষ্ট ব্যাচের ওষুধকে নিম্নমানের তালিকাভুক্ত করা হয় ৷ যদিও সংস্থার বাকি ওষুধের পণ্যগুলির গুণমানের ক্ষেত্রে সেই নিশ্চয়তা থাকছে না ৷ ফলে, নজর এড়িয়ে সেই সমস্ত ওষুধগুলি বাজারে চলে আসছে ৷”

১১১টি ওষুধের মধ্যে, ৪১ টি কেন্দ্রীয় পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছিল এবং ৭০টি ওষুধ রাজ্যের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছিল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) নভেম্বর মাসে মোট ১১১টি ওষুধের নমুনা ‘মান মানের নয়’ (NSQ) (‘not of standard quality’) হিসাবে পেয়েছে।

CDSCO-এর মতে, NSQ তালিকা প্রদর্শনের উদ্দেশ্য হল স্টেকহোল্ডারদের বাজারে চিহ্নিত NSQ ব্যাচগুলি সম্পর্কে সচেতন করা।

গত নভেম্বরে এই পরীক্ষা করা হয়। প্যারাসিটামোল, প্যান ডি-এর মতো নিত্যব্যবহৃত ৪১টি ওষুধকে নিম্নমানের বলে ঘোষণা করে কেন্দ্রীয় ‘সেন্ট্রল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন’ (CDSCO) ৷ পাশাপাশি ৭০টি ওষুধকে নিম্নমানের বলে ঘোষণা করে রাজ্যের ওষুধ পরীক্ষাকেন্দ্রগুলি ৷

তালিকায় ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ওজোমেট পিজি-2, আলসারের চিকিৎসার জন্য ব্যবহৃত সুক্রালপেট ইউএসপি, গ্যাসের সমস্যার জন্য ব্যবহৃত অ্য়াসপিরিন-সহ একাধিক ওষুধের নাম আছে। এই ওষুধগুলির কারখানার আছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হিমাচল ও গুজরাতে।

Share the Post:

Related Posts